পাভেল বরাবরই তাঁর ছবির মাধ্যমে অভিনব কোনও এক গল্প বলতে চান। এবারও তেমনটা হতে চলেছে। মানুষ বেঁচে থাকলে নানা ভাবে সে বা তাঁর নিকটজনেরা তাঁর স্বপ্ন বা ইচ্ছে পূরণ করার চেষ্টা করে। কিন্তু মৃত্যুর পর? সেটা সম্ভব কি? পাভেলের এই নতুন ছবি বলছে হ্যাঁ, সম্ভব। কিন্তু কীভাবে?
আরও পড়ুন: শিলাজিতের স্মৃতি জুড়ে কেবলই মিঠুনের নকশাল আন্দোলনের কথা, বললেন, 'বোমা হাতে দৌড়াতে দেখেছি...'
পাভেলের নতুন ছবি পরান যাহা চায়
পাভেলের নতুন ছবির নাম পরান যাহা চায়। এই ছবিতে মুখ্য তথা নাম ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। এই গল্পটি আবর্তিত হবে এক বৃদ্ধকে ঘিরে যিনি একটি বৃদ্ধাশ্রমে থাকেন। তিনি মৃত্যুর আগে তাঁর কিছু ইচ্ছে উইল করে লিখে যান, চান তাঁর বিদেশে থাকা ছেলে যেন সেই ইচ্ছে পূরণ করে। তাঁর ছেলের ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে।
একই সঙ্গে এই গল্পে জানা যাবে ভিক্টোরিয়া নামক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির গল্প যাঁরা কন্সেপচুয়াল শ্রাদ্ধ করে। কিন্তু কী সেটা, সেটা স্পষ্ট নয়। এই ইভেন্টে ম্যানেজমেন্ট কোম্পানির মালিক হিসেবে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী এবং অরুণিমা ঘোষকে।
অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সৌরভ দাস, শুভজিৎ দত্ত, অনিন্দ্য সেনগুপ্ত। ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনায় আসছে এই ছবিটি। আগামী সপ্তাহ থেকে এই ছবিটির শ্যুটিং শুরু হচ্ছে।
প্রসঙ্গত এর আগে বাংলায় বয়স্কদের নিয়ে তৈরি হওয়া একাধিক ছবি হিট করেছে বক্স অফিসে। উদাহরণ হিসেবে বলা যায় বেলাশেষে, বেলাশুরু, টনিক, প্রজাপতি, ইত্যাদির কথা। এখন পরান যাহা চায় কেমন সাড়া পায় দর্শকদের থেকে সেটা সময়ই বলবে।