গত ১০ মে মুক্তি পেয়েছে নয়ন রহস্য। আবারও নতুন গল্প, নতুন রহস্য নিয়ে বড় পর্দায় হাজির হয়েছে ফেলুদা। তবে এবার প্রথম থেকে অনেকেই এই ছবির ট্রেলার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এবার প্রকাশ্যে এল নয়ন রহস্য ছবির দ্বিতীয় সপ্তাহের হল লিস্ট।
নয়ন রহস্য ছবির হল লিস্ট
টলি বাংলা বক্সের তরফে প্রকাশ্যে আনা নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে নয়ন রহস্য ছবিটি প্রথম সপ্তাহে ১২৯ টি হলে জায়গা পেয়েছিল। দ্বিতীয় সপ্তাহে সেই হল সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১৬ তে।
নয়ন রহস্য প্রসঙ্গে
নয়ন রহস্য ছবিতে গুরত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে রাজেশ শর্মাকে। আছেন দেবনাথ চট্টোপাধ্যায়ও। নয়নের চরিত্রে আছে ক্লাস সিক্সের ছাত্র অভিনব বড়ুয়া। এছাড়া শুভ্রজিৎ দত্ত, মোহন আগাসে, প্রমুখকেও দেখা যাচ্ছে অন্যান্য চরিত্রে। সুরিন্দর ফিল্মস এই ছবির প্রযোজনা করেছে। এই ছবিতে আবারও ফেলুদা হয় ধরা দিয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। তোপসে হয়ে আছেন আয়ুষ দাস। জটায়ু হিসেবে দেখা যাচ্ছে অভিজিৎ গুহকে।
নয়ন রহস্য রিভিউ
নয়ন রহস্য ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কেউ কেউ ছবিটির ভীষণ প্রশংসা করেছেন। উপভোগ করেছেন। কারও মতে সন্দীপ রায়ের পরিচালনায় তৈরি এই ছবির চিত্রনাট্য বড়ই দুর্বল। একই সঙ্গে নতুন ফেলুদা ত্রয়ী অনেকেরই পছন্দ হয়নি। তবে মোটের উপর বক্স অফিসে ভালোই সাড়া পাচ্ছে নয়ন রহস্য।