বাংলা নিউজ > বায়োস্কোপ > Indrani Halder: জলসা ছেড়ে জি বাংলায় ফিরছেন ‘শ্রীময়ী’ ইন্দ্রাণী, টেক্কা দেবেন দিদি নম্বর ১-কে!

Indrani Halder: জলসা ছেড়ে জি বাংলায় ফিরছেন ‘শ্রীময়ী’ ইন্দ্রাণী, টেক্কা দেবেন দিদি নম্বর ১-কে!

ছোটপর্দায় ইন্দ্রাণীর কামব্যাক

Indrani Halder vs Rachana Banerjee: ছোটপর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার। তাও আবার নন-ফিকশন শো নিয়ে। জানুন সবটা-

বাংলা টেলিভিশন দুনিয়ার অন্যতম পরিচিত মুখ ইন্দ্রাণী হালদার (Indrani Halder)। 'শ্রীময়ী' শেষ হওয়ার পর অভিনেত্রীর কামব্যাকের অপেক্ষায় মুখিয়ে রয়েছে দর্শক। গোয়েন্দা গিন্নীর নতুন সিজন নিয়ে ফিরবেন অভিনেত্রী, এমনটাই আশা সবার। যদিও এবার জানা যাচ্ছে ‘গোয়েন্দা গিন্নি’ (Goyenda Ginni Season 2) হয়ে নয়, ইন্দ্রাণী হালদার হয়েই জি বাংলার পর্দায় ধরা দিতে চলেছেন অভিনেত্রী। আর সরাসরি ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee) চ্যালেঞ্জ ছুড়ে দেবেন অভিনেত্রী।

ভাবছেন ব্যাপারটা কী? আসলে টেলিপাড়ায় জোর গুঞ্জন জি বাংলার নতুন নন-ফিকশন শো'তে কামব্যাক করবেন ইন্দ্রাণী হালদার। সেটা হতে চলেছে নারী কেন্দ্রিক গেম শো। যেমনটা রচনা বন্দ্যোপাধ্যাের ‘দিদি নম্বর ১’ (Didi No 1)। তাই এবার একই চ্যানেলে একই জঁর শো'তে বাংলা বিনোদন জগতের অন্যতম দুই জনপ্রিয় অভিনেত্রী। তবে কোনও স্টুডিওতে নয় ইন্দ্রাণী হালদারের নতুন শো-এর শ্যুটিং হবে খোলা মাঠে, রাস্তায়। মূলত পাড়ায় পাড়ায় গিয়ে কাকিমা, মাসিমা, দিদিদের সঙ্গে মজার খেলায় মেতে উঠবেন ইন্দ্রাণী হালদার।

গত সপ্তাহেই এই নতুন শো-এর লুক সেট সেরে ফেলেছেন ইন্দ্রাণী হালদার। খুব শীঘ্রই সামনে আসবে শো-এর প্রোমো। যদিও এই ব্যাপারে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে মুখ খুলতে চাননি তিনি। বলেছেন, সবটাই ক্রমশ প্রকাশ্য।

দিদি নম্বর ১-এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলবার নেই। আট থেকে আশি- সবাই মুগ্ধ রচনায়। পঞ্চাশ ছুঁইছুঁই রচনার মোহময়ী রূপে মোহিত সকলে। দিদি নম্বর ১-এর সুবাদে রচনা এখন একটা ব্র্যান্ড, আর সেটা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। রচনাকে টক্কর দেওয়া মোটেই সহজ কাজ হবে না ইন্দ্রাণী হালদারের জন্য, তবে চ্যালেঞ্জ নিতে অভিনেত্রী বরাবরই ভালোবাসেন তা কারুর অজানা নয়। তাই লড়াইটা বেশ জমে যাবে তা কিন্তু স্পষ্ট। আরও পড়ুন-ঘন্টা ধরে ম্যারাথন জেরা! ২০০ কোটির প্রতারণা মামলায় জ্যাকলিনের পর বিপাকে নোরা

অন্যদিকে জি বাংলায় নতুন নন-ফিকশন শো-নিয়ে আসায় ‘গোয়েন্দা গিন্নি’র দু নম্বর সিজনের অপেক্ষা বাড়বে তা স্পষ্ট। পর্দায় ইন্দ্রাণী হালদারকে শেষ দেখা গিয়েছে ‘কুলের আচার’ ছবিতে। সেখানে মধুমিতা সরকারের শাশুড়ি মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মেও দেখা মিলবে তাঁর। জি ফাইভের নতুন ওয়েব সিরিজ ‘ছোটলোক’-এ অভিনয় করতে চলেছেন সবার প্রিয় মামণিদি।

 

 

 

বন্ধ করুন