একটি সিরিয়াল যেখানে এক বছরের বেশি চলে না, সেখানে টানা এক বছর পর ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। হাতে কাজ থাকা সত্ত্বেও তিনি কেন অভিনয় জগত থেকে দূরে ছিলেন, তা নিয়ে আনন্দবাজারকে বললেন অভিনেতা।
নতুন ধারাবাহিক নিয়ে কথা বলতে গিয়ে ইন্দ্রনীল বলেন, সিরিয়ালের প্রোমো মুক্তি পাওয়ার পর বেশ ভালই সাড়া পেয়েছি। সবাই মিলে শ্যুটিং করছি একসঙ্গে। খুব ভালো লাগছে কাজ করে।
সিরিয়ালের গল্প নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলার শাড়িকে ধীরে তৈরি হয়েছে এই গল্প। মফস্বলের দুই বোন কীভাবে কলকাতায় নিজেদের শাড়ির দোকান খোলার জন্য লড়াই করে, সেটাই দেখানো হবে এই ধারাবাহিকে।
আরও পড়ুন: Sex বিতর্কের আগেই কেন beerbiceps-কে ভন্ড বলেছিলেন তন্ময়?
আরও পড়ুন: NFL সুপার বোলের হাফটাইমে চমক সেরেনা উইলিয়ামসের! কেন্ড্রিক লামারের সঙ্গে ঘটালেন কী কাণ্ড?
সহকর্মীদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই সিরিয়ালে আমার বিপরীতে দুজন অভিনয় করবেন, সুকন্যা চক্রবর্তী এবং সুস্মিতা অধিকারী। দুজনেই নতুন। সব সময় চেষ্টা করছে শেখার। কোনও সমস্যা হলেই পরামর্শ নিচ্ছে। কাজের ফাঁকেই আমরা একসঙ্গে বেশ আড্ডাও দিচ্ছি।
ছোট পর্দা থেকে এক বছরের বিরতি কেন নিয়েছিলেন ইন্দ্রনীল? প্রশ্ন করায় তিনি বলেন, ছয়-সাত বছর ধরে একটানা কাজ করার পর কিছুটা বিরতি নেওয়ার দরকার ছিল। সিরিয়াল মানে একটি চরিত্রে দিনের পর দিন অভিনয় করে যাওয়া। নিজেকে তাই সময় দেওয়ার চেষ্টা করছিলাম। একটু বিরতির প্রয়োজন ছিল।
আরও পড়ুন: এত লম্বা! আমিরের ছেলে না অমিতাভের! ফারহার রাঁধুনির কথায় হাসলেন জুনায়েদ, অপ্রস্তুত কোরিওগ্রাফার
আরও পড়ুন: 'অহংকারী লোকজনের আমায় নিয়ে সমস্যা', কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদ ত্যাগ করেই ফুঁসে উঠলেন মমতা
অভিনয় থেকে বিরতি নিয়ে এক বছর তিনি কী করেছেন প্রশ্ন করায় অভিনেতা বলেন, এই একটা বছর আমি নিজের অভিনয় নিয়ে অনেক চর্চা করেছি। নিজেকে উন্নত করার চেষ্টা করেছি। জিমে সময় কাটাতাম অনেকটা, তার ফল অবশ্য হাতেনাতে পারছি। আমার নতুন লুক মানুষের ভীষণ ভালো লেগেছে।
তবে দীর্ঘদিন বিভিন্ন সিরিয়ালে অভিনয় করলেও নতুন এই সিরিয়ালটি নিয়ে কিন্তু বেশ টেনশনে রয়েছেন ইন্দ্রনীল। আগামী দিনে আরও বেশি পরিশ্রম করে যাতে মানুষের মন বেশি জয় করতে পারেন, সেই চেষ্টার ত্রুটি তিনি রাখবেন না বলেই জানিয়েছেন।