নতুন বছরে রুপোলি পর্দায় নতুন রূপে ধরা দিয়েছেন ‘দেব-প্রিয়া’ রুক্মিণী মৈত্র। রাম কমল মুখোপাধ্যায়ের পিরিয়ড ড্রামা ‘বিনোদিনী একটি নটীর উপখ্যান’-এ বিনোদিনী দাসীর চরিত্রে দেখা মিলেছে তাঁর। সমালোচকদের নজরে পুরো নম্বর না পেলেও মোটের উপর প্রশংসা কুড়িয়েছে এই ছবি। আরও পড়ুন-ডিভোর্সের পর থেকে মেয়ের মুখ দেখেননি! প্রাক্তন সানজিদাকেই দায়ী করলেন আমির?
বিনোদিনীর প্রচারে কোনও খামতি রাখেননি রুক্মিণী। পাশে পেয়েছেন দেব-কেও। শুধু প্রেমিক হিসাবে নন, ছবির সহ-প্রযোজক হিসাবে রুক্মিণীর পাশে থেকেছেন তিনি। ছবির প্রচারে রুক্মিণীর কান্না থেকে তাঁর হাত নাড়ানো কিংবা পরিচালক রাম কমলের সঙ্গে বনশালি-ঋতুপর্ণর তুলনা নিয়েও কম আলোচনা হয়নি।
এমনকি ছোটবেলায় মায়াপুরে গিয়ে রুক্মিণীর ‘চৈতন্য সেজে লাফানো’র কথা শুনেও তাজ্জব হয়েছেন অনেকে। প্রচারের জন্য রুক্মিণীর এই সব মন্তব্য অনেকের কাছে ‘অতিরঞ্জিত’ ঠেকেছে। এবার রুক্মিণীকে ‘বাংলার উর্বশী রাউতেলা’ বলে খোঁচা দিলেন সমাজমাধ্যম প্রভাবী তথা ইউটিউবার মিস দত্ত। রুক্মিণীর মিমিক্রি করে নায়িকার বেশকিছু ভাইরাল সাক্ষাৎকারের অংশ তুলে ধরেন অনুস্মিতা ওরফে মিস দত্ত।
ভিডিয়োয় দেখা গেল ‘বিনোদিনী’ রুক্মিণীর স্টাইলে সাজগোজ করেছেন মিস দত্ত। রুক্মিণীকে নকল করে অস্মিতা বলেন, ‘:ছোটবেলা থেকে আমি মায়াপুরে যাই। ওখানে ছোট-ছোট বাচ্চারা যখন গোপী-ড্রেস পরে রাধা সেজে নাচতো। আমি চৈতন্য মহাপ্রভুর বেশে, গেরুয়া বেশে দু-হাত তুলে লাফিয়ে লাফিয়ে কীর্তন করতাম।’
রুক্মিণী আরেক সাক্ষাৎকারে বলেছিলেন, রাজ চক্রবর্তী জানিয়েছিলেন তাঁর মতো হিরোইনের ঋতুদা (ঋতুপর্ণ ঘোষ)-র হাতে পরা উচিত ছিল। স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্টে পরিচালক রাম কমল মুখোপাধ্যায়কে বনশালি ও ঋতুপর্ণর মিশেল বলেও উল্লেখ করেছিলেন রুক্মিণী। যার জন্য কম ট্রোলড হননি নায়িকা। সেই সব অংশ গুলো নিজের ভিডিয়োতে জুড়েছেন মিস দত্ত। তবে রুক্মিণী বা রামকমলের নাম উল্লেখ করেননি তিনি।
গলায় ‘সুপারস্টার’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে রুক্মিণীর ‘বিনোদিনী’র মতো হাত নাড়ানোর ভঙ্গিকেও নকল করেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এই ভিডিয়োর কমেন্ট বক্সে মন্তব্যের ঝড়। একজন লেখেন, ‘রুক্মিণীর চেয়ে বেশি রুক্মিণী মনে হচ্ছে’। আরেকজন লেখেন, ‘কেউ দেবকে ট্য়াগ করো প্লিজ’। আরেকজন লেখেন, ‘সত্যি উর্বশী রাউতেলার বাংলা ভার্সনই বটে’।
অনেক রুক্মিণী ভক্ত এই ব্যাপারটা নায়িকার সাফল্য হিসাবেই গ্রহণ করেছে। তাঁদের কথায়, ‘রুক্মিণী নিজের মতো করে চেষ্টা করেছে।’ তবে অনেক দেব-রুক্মিণী ভক্ত মিস দত্তকে আক্রমণ করতেও ছাড়েননি। একজন লেখেন, ‘রুক্মিণী যদি দেব এর জন্য নাম কামায় তুমিও দিদি ওই @laughtersane এর জন্যই নাম কামাচ্ছ আর সব থেকে বড়ো কথা মানুষ কে ছোট করছো বলেই আজ তুমি এখানে আর যাদের নিয়ে রোস্ট করো তারা তোমার চেয়ে অনেক অনেক ওপরে,, সত্যি বলতে না তোমার রূপ আছে আর না গুণ আছে’। তবে আশ্চর্যের ব্যাপার কি জানেন, মিস দত্ত-র এই ভিডিয়োতে ভালোবাসার চিহ্ন এঁকেছেন খোদ রুক্মিণীর মা! তালিকায় রয়েছেন শ্রুতি দাস, মিমি চক্রবর্তীরাও।