অভিনয় দুনিয়ার কোনও তারকা নয়, এবার কপিল শর্মার শোতে হাজির দেশের শিল্পপতি দম্পতি। কৌতুক রসে ভরা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে হাজির হবেন নারায়াণ মূর্তি এবং তাঁর স্ত্রী সুধা মূর্তি। এদেশের বিলিয়নিয়ার শিলপতি ‘মূর্তি’ দম্পতিকে এবার দেখা যাবে অন্যরকম ভূমিকায়। সামনে এসেছে শোয়ের সেই প্রোমো।
তবে শুধু 'মূর্তি' দম্পতি নয়, এই শোয়ে হাজির হতে দেখা যাবে Zomato-র প্রতিষ্ঠাতা দীপন্দর গোয়েল ও তাঁর স্ত্রী গ্রেসিয়া (গিয়া)কেও। কপিল শর্মা নারায়ণ মূর্তিকে প্রশ্ন করেন, স্যার, আপনি যখন প্রথম সুধাজিকে দেখেছিলেন ঠিক কী মনে হয়েছিল, ইনিই আপনার সঠিক জীবনসঙ্গী? এই প্রশ্নের উত্তরে রসিকতা করতে ছাড়েননি সুধা মূর্তি। তবে অবশ্য নায়ারণ মূর্তি এই শোয়ে এসে স্ত্রীর সঙ্গে ফ্ল্যার্ট করতে ছাড়েননি। বলেন, ‘যখন উনি আমাদের বাড়িতে এসেছিলেন, তখন যেন তাজা বাতাস বইছিল’। পাল্টা মজা করতে ছাড়েননি সুধা মূর্তি, উত্তরে বলেন, ‘তখন তো ওনার বয়স কম ছিল…’। এমন কথা শুনে সকলেই তখন হাসতে শুরু করেন।
অন্যদিকে শিল্পপতি দম্পতিদের সামনে মজা করতে ছাড়েননি সুনীল গ্রোভার। তাঁদে সফটওয়্যার-হার্ডওয়্যার নিয়ে এই দুই শব্দ নিয়েও মজা করতে দেখা যায়। সুনীল বলেন, ‘আমার সফটওয়্যার-ই পছন্দ, মা আমাকে বেশ কয়েকবার হার্ডওয়্যার পরিয়েছিলেন, আমার র্যাশ বেরিয়ে গিয়েছিল।’
কপিলের শেয়ে নারায়ণ মূর্তি-সুধামূর্তি (ভিডিয়োটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন)
এই ভিডিয়ো দেখে রেডিট ব্যবহারকারীরা নানান প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই নায়ারণ মূ্র্তি ও সুধা মূর্তির রসবোধ দেখে মুগ্ধ।
নারায়ণ মূর্তি-সুধা মূর্তি কে?
নারায়ণ মূর্তি হলেন ব্যবসায়ী এবং এমন একজন ভারতীয় ব্যক্তিত্ব যাঁদের অবদান শুধু প্রযুক্তি ক্ষেত্রে ও ব্যবসার ক্ষেত্রেই নয়, সমাজসেবামূলক ক্ষেত্রেও বিশেষ অবদান রয়েছে। নারায়ণ মূর্তি হলেন খ্যাতনামা আইটি কোম্পানি ইনফোসিস-এর প্রতিষ্ঠাতা। অন্যদিকে তাঁর স্ত্রী সুধা মূর্তি হলেন একজন লেখক, শিক্ষআবিদ এবং সমাজসেবী, তিনিও ইনফোসিস-এর সভাপতিত্ব করেন। ভারতে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ উন্নয়নের ক্ষেত্র তাঁর বিশেষ অবদান রয়েছে। তাঁর লেখা বইগুলি বাস্তব জীবনের গল্প থেকে অনুপ্রাণিত।