পরিচালক অনুরাগ কাশ্যপের একমাত্র মেয়ে আলিয়া বিয়ের পিঁড়িতে। রাত পোহালেই বিয়ের আসর। বিদেশি প্রেমিক শেন গ্রেগোয়ারের গলায় মালা দেবেন অনুরাগ-কন্যা। গর্বিত বাবা স্বভাবতই উত্তেজিত। প্রাক-বিয়ের অনুষ্ঠান জমে উঠেছে। সঙ্গীত-মেহেন্দির জমাটি আসরে তারকার ভিড়।
অনুষ্ঠান স্থলের বাইরে পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি পরিচালক। তাঁর আনন্দ ছিল চোখে পড়ার মতো। ফটোগ্রাফাররা অনুরাগকে সামনে পোজ দিতে বললে তিনি মজা করে বলেন, ‘উফ, ভাই গত চারদিন ধরে আমি হুঁশে নেই’। সবুজ পাঞ্জাবি আর ম্যাচিং বন্ধগলা কোটে দেখা মিলল কনের বাবার। সঙ্গে ম্যাচিং সিল্কের প্যান্ট, কালো জুতো এবং সানগ্লাসে ফিটফাট অনুরাগ।
অন্যান্য অতিথি
আলিয়ার সঙ্গীতের আসরে দেখা মিলল অনুরাগের প্রাক্তন স্ত্রী কালকি কোচলিনেরও। অনুরাগ ও তাঁর প্রথম স্ত্রী আরতি বাজাজের একমাত্র কন্যা আলিয়া। বাবার দ্বিতীয় বিয়ের পর কালকির সঙ্গে দারুণ বন্ধুত্ব তৈরি হয়েছিল আলিয়ার। সেই বিয়ে না টিকলেও আলিয়ার খুশির দিনে হাজির কালকি।
সবুজ লেহেঙ্গায় সুন্দরী কালকি। আলিয়ার প্রিয় বন্ধু এবং অভিনেত্রী খুশি কাপুর এদিন লাইমলাইট কাড়লেন। ডিপ নেক লাইনের ব্লাউজ আর শাড়িতে শ্রীদেবীর কন্যার সৌন্দর্য ছিল নজরকাড়া। সঙ্গী তাঁর চর্চিত প্রেমিক বেদাং রায়না। চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলীও তার পরিবারের সাথে আলিয়ার বিশেষ দিনে সামিল হন।
আলিয়ার সঙ্গীত সেরেনামি
কনের দেখা মিলল সবুজ বিকিনি ব্লাউজ আর লেহেঙ্গায়। সঙ্গে ম্যাচিং পোশাকে তাঁর হবু বর। অনুষ্ঠানের অন্দরের আরেক ভিডিয়োতে নাচের ফাঁকে মেয়েকে জড়িয়ে ধরে আবেগী অনুরাগ।
আলিয়া কাশ্যপ একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে অনুরাগ কন্যার। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে শেনের সঙ্গে আলাপ, সেখান থেকে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুজনে।
২০২৩ সালের মে মাসে বাগদান সারেন দুজনে। বালিতে আলিয়াকে বিয়ের প্রস্তাব দেন শেন। নিজের ভার্চুয়াল পরিবারের সঙ্গে সেই মুহূর্তটি শেয়ার করে আলিয়া লিখেছিলেন, ‘আমার প্রিয় বন্ধু, আমার সঙ্গী, আমার সোলমেট এবং এখন আমার হবু বর! তুমি আমার জীবনের ভালোবাসা। সত্যিকারের এবং নিঃশর্ত ভালবাসা কেমন তা আমাকে দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। তোমাকে হ্যাঁ বলা আমার জীবনের সবচেয়ে সহজ কাজ ছিল এবং আমি তোমার সাথে আমার বাকি জীবন কাটানোর জন্য অপেক্ষা করতে পারছি না, আমার ভালবাসা। আমি তোমাকে চিরকাল ভালবাসি’।