আম্বানি পরিবার গণেশ চতুর্থীতে গণপতি বাপ্পাকে তাঁদের বাড়ি অ্যান্টিলিয়াতে স্বাগত জানিয়েছে। শুক্রবার রাত থেকে শুরু হয়ে গিয়েছে গণেশ চতুর্থীর উদযাপন। নবদম্পতি অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট 'অ্যান্টিলিয়া চা রাজা'কে বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই ছবি প্রকাশ্যে এসেছে। পরে, নীতা আম্বানি এবং মুকেশ আম্বানিকেও রাধিকা এবং অনন্তের সঙ্গে গণেশ চতুর্থী অনুষ্ঠানে দেখা গিয়েছে।
অ্যান্টিলিয়ার ভিতরে গণেশ চতুর্থী অনুষ্ঠান উদযাপনের কিছু মুহূর্ত একটি পাপারাৎজির ভিডিয়োতে দেখা গিয়েছে। ভিডিয়োয় রাধিকা মার্চেন্টকে একটি ব্যাকলেস লাল শারার পরে দেখা গিয়েছে, ভিডিয়োয় নীতা আম্বানির হাতে ছিল একটি পুজোর থালা, তাঁর পরনে ছিল এমব্রয়ডারি করা একটি গোলাপি স্যুটে, তিনি পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আর শুভ সময়ের অপেক্ষা করছিলেন। অন্যদিকে, ভিডিয়োতে অনন্ত আম্বানিকে তাঁর বাবা মুকেশ আম্বানির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: 'আপনারা কী করছেন?…' পাপারাৎজিদের উপর ক্ষেপে লাল আলিয়া! কী এমন হল?
বিয়ের পর এটাই রাধিকা মার্চেন্টের প্রথম গণেশ চতুর্থীর উদযাপন, এই বিশেষ দিনে তিনি এমব্রয়ডারি করা একটি লাল শারার সেট পরেছিলেন। তাঁর উপর ভারী সোনালি সুতোর কাজ করা ছিল। সোনালি বর্ডার সঙ্গে পুরো পোশাকে সোনালি সুতো দিয়ে কাজ করা ছিল। তাঁর সঙ্গে একটি ম্যাচিং লাল নেটের ওড়না নিয়েছিলেন রাধিকা। এটি তিনি তাঁর কাঁধের উপর থেকে এই ওড়নাটি দিয়েছিলেন। গয়নার মধ্যে পরেছিলেন সোনার ঝুমক ও একটি গোলাকার মঙ্গলসূত্র। নো-মেকআপ লুক এবং পনিটেলে করা হেয়ার স্টাইলে দারুণ দেখাচ্ছিল আম্বানিদের বাড়ির ছোট বউকে।
আরও পড়ুন: ‘শাহরুখ এবং রণবীরই ছিল অনুষ্ঠানের প্রাণ…’ অনন্ত-রাধিকার বিয়ে নিয়ে কী বললেন গায়ক কৈলাশ খের
এক পাপারাৎজি তাঁদের পেজে একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে আম্বানি পরিবার গণেশ চতুর্থী উদযাপন করার জন্য ভগবান গণেশের একটি মূর্তি বাড়িতে নিয়ে আসছেন। প্রচুর ফুল দিয়ে সাজানো একটি ট্রাকে চড়ে, 'আন্টিলিয়া চা রাজা' আম্বানিদের মুম্বইয়ের বাসভবনে প্রবেশ করছে। সমাজ মাধ্যমের পাতায় অনেকেই 'গণপতি বাপ্পা মোরিয়া' এবং 'জয় শ্রী গণেশ' বলে এই ভিডিয়োটিতে মন্তব্য করেছেন।
গণেশ চতুর্থী ২০২৪ সম্পর্কে
ভারতে গণেশ চতুর্থী উদযাপন শুরু হচ্ছে শনিবার, ৭ সেপ্টেম্বর। এই দিন থেকে ১০ দিন ধরে চলবে এই গণেশ উৎসব। অন্তত চতুর্দশীর দিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর হবে গণেশ বিসর্জন।