বাংলা নিউজ > বায়োস্কোপ > মধ্যরাতে কেক কেটে উদযাপন! অর্জুনের জন্মদিনের পার্টিতে কারা ছিলেন অতিথি তালিকায়? দেখে নিন

মধ্যরাতে কেক কেটে উদযাপন! অর্জুনের জন্মদিনের পার্টিতে কারা ছিলেন অতিথি তালিকায়? দেখে নিন

অর্জুন কাপুরের জন্মদিনের কিছু মুহূর্ত

অভিনেতা অর্জুন কাপুর ৩৯ তম জন্মদিন পালন করলেন। অভিনেতার জন্মদিনের নানা মুহূর্তের ছবি তাঁর বোন অনশুলা কাপুর একটি পোস্টে শেয়ার করেছেন। বুধবার ইনস্টাগ্রামে আনশুলা কাপুরও অর্জুনের জন্মদিনের পার্টির নানা ঝলক প্রকাশ্যে এনেছেন। সেখানে সঞ্জয় কাপুর, বরুণ ধাওয়ান-সহ আরও অনেককে দেখা গিয়েছে।

অভিনেতা অর্জুন কাপুর ৩৯ তম জন্মদিন পালন করলেন। অভিনেতার জন্মদিনের নানা মুহূর্তের ছবি তাঁর বোন অংশুলা কাপুর একটি পোস্টে শেয়ার করেছেন। বুধবার ইনস্টাগ্রামে আংশুলা কাপুরও অর্জুনের জন্মদিনের পার্টির নানা ঝলক প্রকাশ্যে এনেছেন। সেখানে সঞ্জয় কাপুর, বরুণ ধাওয়ান-সহ আরও অনেককে দেখা গিয়েছে।

তাছাড়াও তিনি অর্জুনের ছোটবেলার ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে প্রথম ছবিতে তরুণ অর্জুনকে দেখা গিয়েছে, তার সঙ্গে রয়েছেন আংশুলাও। তাঁরা হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন। পরের ছবিতে দেখা গিয়েছে, একটি খেলনা গাড়ির ভিতরে বসে ছোট্ট অর্জুন এবং আংশুলা হাত নাড়ছেন। তারপরের ছবিতেই প্রাপ্তবয়স্ক অবস্থায় তাঁরা দুজনেই হাসছেন। চতুর্থ ছবিতে অর্জুনের সামনে পুজোর থালা নিয়ে দাঁড়িয়ে আছেন আংশুলা। শেষ ছবিতে অর্জুনের চারপাশে তাঁকে ঘিরে দাঁড়িয়েছিলেন অতিথিরা। এইসব ছবিগুলির সঙ্গে একটি ভিডিয়োও পোস্ট করেন অর্জুনের বোন। যেখানে দেখা গিয়েছে একটি সোফায় বসেছিলেন অর্জুন। তাঁর সামনে সাজানো অনেকগুলি জন্মদিনের কেক। বাকি তিথিরা তাঁকে ঘিরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। অর্জুনও তাঁর ফোনের দিকে ইশারা করে সকলের সঙ্গে মজা করে কেক কাটেন।

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভয় কুমার শানুর! অমিতাভের দেখানো পথেই হাঁটলেন গায়ক

জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে অর্জুনের পরনে ছিল একটি কালো শার্ট এবং ম্যাচিং ট্রাউজার। আংশুলাপরেছিলেন প্রিন্টেড লাল স্যুট। ছবিতে দুজনকেই হাসতে দেখা গিয়েছে। সঙ্গে তাঁদের বোন শানায়া কাপুরকেও দেখা গিয়েছে।

পোস্টটি শেয়ার করে, আংশুলা অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'আমার প্রথম রক্ষক, আমাকে হাসানোর প্রথম মানুষ, আমার প্রথম খুনসুটির সঙ্গী, আমার উচ্চস্বরে চিয়ারলিডার, আমার সমস্ত স্বপ্ন পূরণকারী। এই বছর তোমার জন্য আমার ইচ্ছা হল যে, তুমি কখনই নিজেকে বিশ্বাস করা বন্ধ করো না। নিজের সব প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠে, আবার তোমার মধ্যকার ক্ষমতাকে জাগাও। জীবনে যা হয়ে উঠতে চাও তা নিশ্চয়ই পারবে। তোমার স্বপ্ন পূরণ হবে, সমস্যাগুলোও ধীরে ধীরে কমে আসবে। তোমার জীবনে খুশি আসবে, কখনই বিরাট বোঝা তোমায় বহন করতে হবে না। আমি আশা করি তোমার ভিতরের আগুন কখনই নিভে যাবে না, সেটা সারা জীবন তোমায় আরও বড় হওয়ার জন্য শক্তি যোগাবে...।'

আরও পড়ুন: ভুগেছেন ক্যানসারের মতো জটিল রোগে! তাহিরার সঙ্গে কেন সম্পর্ক ছেদ করেছিলেন আয়ুষ্মান? মুখ খুললেন তাহিরা

অর্জুনকে শুভেচ্ছা জানিয়েছেন তারকারা

 

অর্জুনকে শুভেচ্ছা জানাতে করিনা কাপুর, রোহিত শেঠি, শানায়া কাপুর এবং খুশি কাপুর তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুনের সঙ্গে ছবি শেয়ার করেছেন। অভিনেতার সঙ্গে ছবিই শেয়ার করে করিনা লেখেন, 'শুভ জন্মদিন অর্জ।' রোহিত শেট্টি তার আসন্ন কপ ড্রামা 'সিংহম এগেইন' থেকে অর্জুনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'শুভ জন্মদিন অর্জুন ভাই।' শানায়া কাপুরও অর্জুনের ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশন দিয়েছেন, ‘শুভ জন্মদিন অর্জুন ভাইয়া।’

অর্জুনকে শুভেচ্ছা জানিয়েছেন তারকারা
অর্জুনকে শুভেচ্ছা জানিয়েছেন তারকারা

কাজের সূত্রে, অর্জুনকে অজয় ​​দেবগন, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, এবং রণবীর সিং-এর সঙ্গে রোহিত শেঠির 'সিংহম এগেইন'-এ খলনায়কের চরিত্রে ভক্তরা দেখতে পাবেন। অভিনেতা তাঁর আসন্ন ছবি 'মেরি পত্নীকা রিমেক'-ছবির শ্যুটিংয়ে ব্যস্ত।

বায়োস্কোপ খবর

Latest News

কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল T20 বিশ্বকাপে এক দশক পর জয়! স্কটল্যান্ডকে হারিয়ে চোখে জল বাংলাদেশের সুলতানাদের… সিংহ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল কর্কট রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল মুখ্যমন্ত্রীর 'মমতা', কান্নায় ভেঙে পড়া বাচ্চার মুখে হাসি ফোটাতে বাজালেন ঢাক মিথুন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল বৃষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল দেবীপক্ষেই মেরুন বেনারসি পরে সায়নদীপের গলায় মালা রূপসার! দেখুন বিয়ের ছবি মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল ‘দেশপ্রেম ভালো, তবে পরিবার আগে’…CSA-র কেন্দ্রীয় চুক্তি ফেরালেন তাবরেজ শামসি…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.