বাংলা নিউজ > বায়োস্কোপ > Drashti Dhami: ‘নতুন আশীর্বাদের উদযাপন...’ নিজের বেবিশাওয়ারের ছবি শেয়ার করে কী জানালেন দৃষ্টি

Drashti Dhami: ‘নতুন আশীর্বাদের উদযাপন...’ নিজের বেবিশাওয়ারের ছবি শেয়ার করে কী জানালেন দৃষ্টি

‘নতুন আশীর্বাদের উদযাপন...’ নিজের বেবীশাওয়ারের ছবি শেয়ার করে জানালেন দৃষ্টি

Drashti Dhami: বন্ধুদের সঙ্গে একত্রিত হওয়া এবং কেক কাটার সেশনের মুহূর্তের ছবিতে দৃষ্টি ধামী ক্যাপশনে লিখেছেন, ‘প্রিয়জনদের সঙ্গে একত্রিত হয়েছি এবং আমাদের নতুন সূচনা উদযাপন করেছি।তোমার জন্য অপেক্ষা করতে পারছি না বেবি কে।

প্রথম সন্তানের প্রত্যাশায় দৃষ্টি ধামি।সম্প্রতি নিজের বেবি শাওয়ারের একটি ঝলক শেয়ার করেছেন। সেই উদযাপনে ছিলেন তাঁর পরিবার এবং বন্ধুরা। মজার গেমের এক ঝলক শেয়ার করেছেন তিনি। বন্ধুদের সঙ্গে একত্রিত হওয়া এবং কেক কাটার সেশনের মুহূর্তের ছবিতে দৃষ্টি ধামী ক্যাপশনে লিখেছেন, ‘প্রিয়জনদের সঙ্গে একত্রিত হয়েছি এবং আমাদের নতুন সূচনা উদযাপন করেছি।তোমার জন্য অপেক্ষা করতে পারছি না বেবি কে। ধন্যবাদ আমার সবচেয়ে কাছের বন্ধুদের এবং কিছু লোকের কাছে যারা আমাদের এই শেষ মুহূর্তের পরিকল্পনা করতে সাহায্য করেছে।’

দৃষ্টি ধামি ২০১৫ সালে ব্যবসায়ী নীরজ খেমকাকে বিয়ে করেছিলেন। মা হতে চলার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো আকারে পোস্ট করেছেন দৃষ্টি ধামি। যেখানে দৃষ্টি-নীরজকে একটা পোস্টার ধরে থাকতে দেখা যাচ্ছে। যেখানে লেখা, এটা ‘গোলাপীও হতে পারে, আবার নীলও হতে পারে। আমরা শুধু এটুকু জানি যে, আমরা বিশেষকিছু পেতে চলেছি ! সে আসছে অক্টোবর ২০২৪-এ’। এক হাতে পানীয়ের গ্লাস ধরে পরিবারে নতুন সদস্য আসার খবর শেয়ার করেছেন দৃষ্টি ও নীরজ। তারপর আরও দুজন মেয়েকে তাঁদের হাত থেকে শ্যাম্পেনের গ্লাস কেড়ে নিয়ে দুধের বোতল ধরিয়ে দিয়ে দেখা যায়। দৃষ্টি ও নীরজ, বিষয়টি পুরো পরিবারের সঙ্গে শেয়ার করেছেন।

আরও পড়ুন: (জওয়ানে অভিনয় করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার কন্টেন্ট ক্রিয়েটর ভিরাজ! বললেন...)

ভিডিওটি শেয়ার করে এই দম্পতি লিখেছেন, খুব বেশি দূরে নয় এমন একটe গ্যালাক্সিতে, একটe ক্ষুদ্র বিদ্রোহী আমাদের পাগল উপজাতির সঙ্গে যোগ দেবে। দয়া করে আমাদের পথে ভালবাসা, আশীর্বাদ, নগদ এবং ফ্রেঞ্চ ফ্রাই পাঠিয়ে দিন। #BabyKOnBoard আমরা অক্টোবর ২-২৪ এর জন্য অপেক্ষা করে রয়েছি!'

দৃষ্টি ধামি, হিন্দি টেলিভিশন সার্কিটের একটি জনপ্রিয় নাম। ২০০৭ সালের জনপ্রিয় অনুষ্ঠান দিল মিল গেয়ে দিয়ে ভারতীয় বিনোদন শিল্পে আত্মপ্রকাশ করেন তিনি। তবে, মধুবালা - এক ইশক এক জুনুন-এ তাঁর ব্রেকআউট ভূমিকা ছিল। অভিনেত্রী আরও অনেকের মধ্যে টিভি শো যেমন পরদেস মে হ্যায় মেরা দিল, এক থা রাজা এক থি রানি এবং সিলসিলা বাদালতে রিশতান কা-এ অভিনয় করেছেন।

আরও পড়ুন: ('কারণ খুঁজে পাইনি…' বক্স অফিসে ভরাডুবি নিয়ে মুখ খুললেন ‘ময়দান’-এর পরিচালক অমিত শর্মা)

অভিনেত্রী ডান্স রিয়েলিটি শো ঝলক দিখলা জা-এর ষষ্ঠ সিজনেরও অংশ ছিলেন, যেটি তিনি জিতেওছিলেন। তিনি বলিউড অভিনেতা রণবীর শোরের সাথে শোটির সপ্তম সিজন হোস্ট করেছিলেন। তবে সেটি তিনি মাঝপথে ছেড়ে দেন।

বায়োস্কোপ খবর

Latest News

বালিগঞ্জ ২১পল্লির পুজোয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছেলের ছবি দিয়ে কী বললেন সুদীপা? ‘চোখের সামনে খুনি গর্ভমেন্ট দুর্গাপুজো উৎসবের উদ্বোধনে ব্যস্ত, আর আমরা চুপ কেন?' এই টুকটুকে লাল ফলই নানা রোগের মুশকিল আসান! কিন্তু মেলে বছরে মাত্র দু'মাস রাজ্য সরকারকে দেওয়া হল চূড়ান্ত সময়সীমা, কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা বিরাট সাফল্য! ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর হাতে খতম অন্তত ৩০ মাওবাদী পুজোর দিনেও বাড়ির আনাচে কানাচে পিঁপড়ের উৎপাত? রেহাই দেবে এই সহজ ঘরোয়া উপায় রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.