কালীপুজোর রাতেই সাজুগুজু করে নেটপাড়ায় ছবি শেয়ার করলেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। বিয়ের পর প্রথম পুজো বলে কথা। সাজে একটু বিশেষত্ব না থাকলে চলে! সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ছবিতে দেখা গেল সিঁথি ভরে সিঁদুর পরেছেন শ্রীময়ী। বেশ অন্যরকম লাগছে অভিনেত্রীকে।
দিওয়ালির জন্য ভারি কাজের সাউথইন্ডিয়ান সিল্ক বেছে নিয়েছিলেন শ্রীময়ী। যাতে সোনালি জরির কাজ। সামনে আঁচল দিয়ে পরেছিলেন শাড়িখানা। গলায় সোনার হার। চুলে গাঁদা ফুলের মালা। নাকে নথ। বেশ গাঢ় করে চোখের মেকআপ করেছিলেন। দুই হাতও ভরা ছিল চুড়িতে। অন্যদিকে, কাঞ্চনকে শ্রীময়ীর পাশে পাওয়া গেল হাসিহাসি মুখে, লাল পাঞ্জাবিতে।
আরও পড়ুন: লন্ডনে দিওয়ালি পালন করলেন নিক-প্রিয়াঙ্কা! কাদের আমন্ত্রণ জানালেন পার্টিতে?
একটি ভিডিয়োবার্তা শেয়ার করেছেন দম্পতি সকল অনুরাগীকে শুভেচ্ছা জানাতে। শ্রীময়ীকে বলতে শোনা গেল, ‘নমস্কার সবাইকে শুভ কালীপুজো। এবং হ্যাপি দিওয়ালি।’ সঙ্গে অভিনেত্রী জুড়লেন, ‘দীপাবলি আলোর উৎসব, আপনাদের জন্য আলোকময় হয়ে উঠুক। তবে উৎসব শুধু আলোরই হোক, শব্দের নয়। আমরা সবসময়ই সচেতন। তাই আমরা চেষ্টা করব আমাদের আনন্দ যাতে, অন্যের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়।’
আরও পড়ুন: লখনউ-এর দল ছেড়ে চর্চায় কেএল রাহুল! দিওয়ালিতে আথিয়ায়াকে নিয়ে কোথায় গেলেন?
অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের বাড়িতে বিগত কয়েকবছর ধরেই বেশ ধুমধাম করে কালীপুজো পালন করা হয়ে থাকে। মাঝে পুজো বন্ধ থাকলেও, তা নতুন করে শ্রীময়ীই শুরু করেছিলেন। যদিও তখন তাঁরা ছিলেন শুধুই ‘বন্ধু’। কাঞ্চন ছিলেন পিঙ্কি বন্দ্য়োপাধ্যায়ের স্বামী। এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছিলেন, কর্তা-গিন্নি দুজনেই নির্জলা উপোস রেখে কালীপুজোয় বসেন। নিজে হাতে সমস্ত ভোগ রাঁধেন শ্রীময়ী।
অনেক ওঠাপড়ার শেষে কাঞ্চনের জীবনে নতুন করে ভালোবাসা এসেছে চলতি বছরের। ভ্য়ালেন্টাইন্স ডে-র দিন রেজিস্ট্রি কাগজে সই করে আইনি বিয়ে হয়েছিল তাঁদের। এরপর মার্চে সামাজিক অনুষ্ঠান করেন তাঁরা। এর আগে দুবার বিয়েতে বসা নিয়ে সেই সময় কম কটাক্ষের মুখে পড়েননি কাঞ্চন। এমনকীা শ্রীময়ীর থেকে প্রায় দ্বিগুণ বয়সের হওয়ায় এজ শেমিংয়েরও শিকার হন। তবে তাঁরা প্রমাণ করেছেন, সুখী ঘরকন্না চাইলে বয়স কোনো বাধা হতেই পারে না! মনের ইচ্ছে আর একে-অপরের প্রতি ভালোবাসাটাই আসল।