সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল ইতালির রোমে দুই দিনের ছুটিতে রোমান্টিক সফরে গিয়েছিলেন। তারকা দম্পত তাঁদের ঘুরতে যাওয়ার কিছু মুহূর্তও ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ছবিগুলি পোস্ট করে তাঁরা ক্যাপশনে লেখেন, ‘@anantarapalazzonaiadi-এ এক নিমিষেই রোম! মনোরম প্রাকৃতিক দৃশ্য সঙ্গে আরামদায়ক ডিনার, শহরের মধ্য দিয়ে একটি মজাদার রাইড এবং কিছু দর্শনীয় স্থান! সবটা মিলিয়ে ২টো দিন ভালো কাটলো!!’
তাঁদের এই দুই দিনের রোমান টিপের সময় সোনাক্ষী এবং জাহির বিলাসবহুল অনন্তরা পালাজ্জো নয়াদি হোটেলে ছিলেন। এই হোটেলে প্রতি রাতে থাকার জন্য কত খরচ হয় তা জানেন? জানলে চোখ কপালে উঠবে।
আরও পড়ুন: পুষ্পা ২-তে হিন্দু দেবদেবীর চিত্রায়নে আপত্তি? নারী বেশে আল্লুর ১৯ মিনিটের দৃশ্য বাদ সৌদি আরবে!
অনন্তরা পালাজ্জো নাইদি হোটেলে একটি রুমের ভাড়া কত?
হোটেলের ওয়েবসাইটে পাওয়া ছবি অনুসারে, অনুমান করা হচ্ছে সোনাক্ষী এবং জাহির জুনিয়র স্যুট পিয়াজা ভিউতে ছিলেন। Makemytrip.com-এর মতে, এই স্যুটের থাকার খরচ ৬৬,৭৩২ পাউন্ড থেকে শুরু হয়। এখানে প্রতি রাতে ৬,৬৭৩ পাউন্ড ট্যাক্স ফি এবং প্রতি রাতে ৮০,৬৪০ পাউন্ড এবং ৮,০৬৪ পাউন্ড ট্যাক্স এবং ফি দিতে হয়।
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের উদ্যোগে হতে চলেছে দ্রোহের চলচ্চিত্র উৎসব? কোথায় হবে জানেন? দেখে নিন
৪১ বর্গ মিটার স্যুটটি বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে রয়েছে একটি প্রশস্ত বারান্দা যেখান থেকে শহরকে অপূর্ব দেখায়। তাছাড়া বাটলার পরিষেবা, অ্যালকোহলযুক্ত পানীয়গুলির সঙ্গে একটি বিনামূল্যের মিনি-বার, ঘরের সজ্জায় সোনার ছোঁয়া সব মিলিয়ে একেবারে রাজকীয় ব্যবস্থা রয়েছে তাঁদের থাকা স্যুটে। সঙ্গে রয়েছে ভিনটেজ আসবাবপত্র।
সোনাক্ষী ও জাহিরের রোমান সফর
সোনাক্ষী এবং জাহির রোমে তাঁদের দুই রাত ছিলেন। সেখানে তাঁরা যেসব পর্যটন কেন্দ্রগুলি দেখেছেন সেই সব ছবিও তাঁরা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। যার মধ্যে রয়েছে শহরের নানা দৃশ্য সহ তাঁদের ডিনারের ছবি, ইতালীর রাজধানীর চারপাশে বগি রাইড, পাশাপাশি দর্শনীয় স্থান সব কিছু ছিল।
তাঁদের ভাগ করে নেওয়া ছবিতে দম্পতির তাঁদের হোটেলের বাইরে পোজ দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে ছবি দিয়েছেন। তাঁদের হোটেলের রুমের ভিতরে একটি মিরর সেলফি, কলোসিয়ামের সামনে দাঁড়িয়ে ছবি দিতে দেখা গিয়েছে৷ তাছাড়া দম্পতি ট্রেভি ফাউন্টেন, সেন্ট মেরি মেজরের প্যাপাল ব্যাসিলিকা এবং সেন্ট পলস উইদিন দ্য ওয়ালস গির্জাও ঘুরে দেখেন।