বাবা মা হওয়ার পর আনন্দ আহুজা এবং সোনম কাপুরের এটাই প্রথম বড়দিন। একই সঙ্গে তাঁদের সন্তান বায়ুরও। ফলে এই বড়দিন যে তাঁদের কাছে এবার ভীষণই বিশেষ সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই কারণেই এবার তাঁরা এই সদ্যোজাতর প্রথম বড়দিন বিশেষ করে তোলার জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টির একাধিক ছবি সোনম কাপুরের আত্মীয়া মহীপ কাপুর ইনস্টাগ্রামে পোস্ট করেন। যদিও ছবিতে যাঁর জন্য এই পার্টি, সেই বিশেষ মানুষ, বায়ুকে দেখা যায়নি। তবে অনুষ্ঠানের কেকটা তাঁর জন্যই আনা হয়েছিল।
তিনি যে ছবিগুলি পোস্ট করেছিলেন সেখানে প্রথম ছবিতে মহীপকে তাঁর স্বামী, সঞ্জয় কাপুর এবং তাঁদের ছেলে জাহান কাপুরের সঙ্গে দেখা যায়। আরেকটি ছবিতে সোনমকে তাঁর কাকা সঞ্জয় এবং বোন শানায়া কাপুরের সঙ্গে দেখা যায়। অনিল কাপুরের সঙ্গে জাহান, শানায়া এবং খুশি কাপুরকে আড্ডা দিতে হাসতে দেখা যায় একটা ছবিতে।
গোটা বাড়ি আলো, বেলস, বল, ইত্যাদি দিয়ে সাজানো হয়ে হল। একাধিক ক্রিসমাস ট্রিও দেখা গিয়েছে। গোটা বাড়ি জুড়ে একটা উৎসবের আমেজ পাওয়া যাচ্ছিল। কিছু টেবিলে মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছিল। মাংস, স্যালাড, মিষ্টি, ইত্যাদি খাবারের ছবি দেখা যায়।
এই অনুষ্ঠানের জন্য একটা সান্টা ক্লজ থিম কেক দেখা যায় যেটি ক্রিসমাস ট্রি, উপহার, সোনালী লাল বল দিয়ে সাজানো ছিল। সেখানে লেখা ছিল বায়ুর প্রথম বড়দিন। মহীপ এই ছবিগুলি পোস্ট করে লেখেন, 'ক্রিসমাস ২০২২।' তার সঙ্গে তিনি একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, ফটো ডাম্প, পরিবার, ইত্যাদি।
সোনম এবং আনন্দের ছেকে বায়ু চলতি বছরের ২০ অগস্ট জন্মগ্রহণ করেছে। ইনস্টাগ্রামে ছেলের জন্মের কথা জানিয়ে অভিনেত্রী একটি পোস্ট করেছিলেন। অভিনেত্রীকে এরপর একটি ক্রাইম থ্রিলার ঘরানার ছবি ব্লাইন্ডে দেখা যেতে চলেছে। এটি একটি কোরিয়ান ছবির রিমেক। তাঁকে শেষবার ২০১৯ সালে জোয়া ফ্যাক্টরে দেখা গিয়েছিল।