কঙ্গনা রানাওয়াত মুম্বইয়ের পালি হিলে তার বাংলো বিক্রি করছেন বলে জানা এসেছে, যা ২০২০ সালে বৃহন্মুম্বই পৌর কর্পোরেশন (বিএমসি) অবৈধ নির্মাণের জন্য আংশিকভাবে ভেঙে ফেলেছিল। কোড এস্টেট তাদের ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিয়ো শেয়ার করে বিলাসবহুল সম্পত্তিটি ঘুরিয়ে দেখান। জানান যে, এটি এখন ৪০ কোটি টাকায় বিক্রি করা হবে।
দেখে নিন কঙ্গনার মুম্বইয়ের বাংলো
শবনম গুপ্তের ডিজাইন করা বাংলোটিতে রয়েছে কাঠের সিঁড়ি। এখানে ছিল কঙ্গনা রানাওয়াতের প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মসের অফিসও। খোলামেলা কাজের জায়গা, একটি এডিটিং স্টুডিয়ো, একটি মিটিং হল, এবং কনফারেন্স রুম রয়েছে এখানে।
দ্বিতীয় তলায় একটি সুবিশাল বসার জায়গা। একটি ঝরনা, পোশাক বদলানোর জায়গা ও বাথরুম রয়েছে। এই বাংলোর অন্দরসজ্জা আপনাকে প্যারিসের ক্যাফের কথা মনে করিয়ে দেবে। তবে অবশ্যই ভারতীয় ছাপ পরতে পরতে। রাজস্থান থেকে আনা ফরাসি দরজা থেকে শুরু করে বড় ব্যালকনিতে থাকা সবুজের রাশি, সবই আপনাকে নিয়ে যাবে এক অন্য দুনিয়ায়।
আরও পড়ুন: ৫৬-তেও বিকিনি! খোলামেলা পোশাক নিয়ে ট্রোলে মুখ খুললেন অমর্ত্য-কন্যা অভিনেত্রী নন্দনা
২০২০ সালের মে মাসে, কঙ্গনা সম্পত্তির অভ্যন্তরীণ ছবিগুলির একটি সিরিজও শেয়ার করেছিলেন।
রইল আপনাদের জন্য ভার্চুয়াল ট্যুর:
২০২০ সালের ৯ সেপ্টেম্বর বিএমসি অভিজাত পালি হিল এলাকায় কঙ্গনার বাংলোর একাংশ ভেঙে দেওয়ার কয়েক ঘণ্টা পরেই, অভিনেত্রী বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। এই ভেঙে ফেলাকে বেআইনি ঘোষণা করার পাশাপাশি অভিনেত্রী ক্ষতিপূরণ বাবদ পুরসভার কাছ থেকে ২ কোটি টাকা চেয়েছিলেন। দাবি করেছিলেন যে, ধ্বংসের সময় পুরসভার দ্বারা বেশ কয়েকটি মূল্যবান জিনিস ক্ষতিগ্রস্থ হয়েছিল। পরে তিনি ক্ষতিপূরণের বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করেন।
আরও পড়ুন: বয়সে বড় মডেলকে ডেট আরিয়ানের, রবিবার হল দেখা, প্রেমিকার থেকে কত ছোট শাহরুখ পুত্র
বহুদিন হল বলিউডে হিট আসেনি কঙ্গনা রানাওয়াতের। শোনা যায়, কিছুটা ভয়েই তিনি তাঁর এমার্জেন্সি ছবির মুক্তি আটকে রেখেছেন। যে ছবির পরিচালক-প্রযোজক-নায়িকা সবই ছিলেন তিনি। ইন্দিরা গান্ধীর চরিত্রে এখানে অভিনয় করেছিলেন। বিদেশ থেকে প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট আনা হয়েছিল। বারংবার ছবি মুক্তির তারিখ বদলানোর পর, রিলিজ নিয়ে আপাতত চুপ কুইন নায়িকা।
আরও পড়ুন: ফের বঞ্চিত বাংলা! যুগ্ম বিজয়ী, তবু জায়গা হল না শুভর,অরিজিতের সাথে তুলনাই কাল হল?
তবে ২০২৪ সালের লোকসভা ভোটে মান্ডি থেকে জিতেছেন। সাংসদ হিসেবে নিজের প্রথম বক্তব্যও পেশ করেছেন। অনেকেরই ধারণা, আপাতত রাজনীতিতেই মন দেবেন কঙ্গনা। ডুবতে থাকা সিনেমা কেরিয়ারকে স্থগিত রাখবেন অন্তত কিছুদিন।