বাংলা নিউজ > বায়োস্কোপ > Inspector Nalinikanta Trailer: খুনি কে? রহস্যের জট কি ছাড়াতে পারবে 'ইন্সপেক্টর নলিনীকান্ত', প্রকাশ্যে ট্রেলার

Inspector Nalinikanta Trailer: খুনি কে? রহস্যের জট কি ছাড়াতে পারবে 'ইন্সপেক্টর নলিনীকান্ত', প্রকাশ্যে ট্রেলার

প্রকাশ্যে এল 'ইন্সপেক্টর নলিনীকান্ত'-এর ট্রেলার

Inspector Nalinikanta Trailer: ‘নলিনীকান্ত’ হয়ে আসছেন অভিনেতা রজতাভ দত্ত। প্রেম, পরকীয়া, দাম্পত্যের টানাপোড়েন, খুনের গল্প নিয়ে এগোবে ওয়েব সিরিজ। প্রকাশ্যে ট্রেলার। ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।

আরও ঘনাচ্ছে রহস্য। প্রকাশ্যে এল ওয়েব সিরিজ 'ইন্সপেক্টর নলিনীকান্ত'-এর ট্রেলার। রহস্যের রোমাঞ্চে ভরপুর এই থ্রিলার ওয়েব সিরিজ। যাঁর নেপথ্যে রয়েছে প্রেম, পরকীয়া, দাম্পত্যের টানাপোড়েন, খুনের গল্প। পরিচালনায় সৌমিক চট্টোপাধ্যায়।

ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন নলিনীকান্ত ওরফে রজতাভ দত্ত। সিরিজে রহস্যের জট একে একে ছাড়াবেন তিনি। সঙ্গে থাকবেন তাঁর অ্যাসিস্ট্যান্ট মুস্তাক। প্রকাশ্যে এসেছে সিরিজের ট্রেলার। সেখানেই দেখা গিয়েছে হাড় হিম করা দৃশ্য।

ঠিক কীভাবে এগোবে ‘ইন্সপেক্টর নলিনীকান্ত’ ওয়েব সিরিজের গল্প? কলকাতার খ্যাতনামা কসমেটিক সার্জন ডাঃ আদিত্য সেন। তিনি পরকীয়া জড়িয়ে পড়েন রোগী নিশার সঙ্গে। বিবাহিত আদিত্য সেন, পনেরো তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে তাঁর স্ত্রী শর্মিলা পরকীয়ার বিষয় আঁচ পায়।

আরও পড়ুন: পরকীয়া, দাম্পত্যের টানাপোড়েন, খুন! ইনস্পেক্টর নলিনীকান্তের পথে কাঁটার পর কাঁটা

আদিত্যের কাছে পেশেন্ট নিশার ফোন ঘন ঘন আসতে থাকে। সেটা দেখে নেয় শর্মিলা। বেশ কিছু দিন আগে থেকেই আদিত্য আর নিশার সম্পর্কের বিষয়টা জানত সে। আদিত্য অস্বীকার করলেও খুব একটা লাভ হয়নি। স্ত্রীকে সরাতে খুনের ছক কষে চিকিৎসক।

আদিত্যর এই খুনের ছকে পার্টনার-ইন-ক্রাইম প্রেমিকা নিশা। পুরো ফ্ল্যাটটাকে এমন ভাবে সাজানো হয় যেন মনে হয়, ডাকাতি করতে এসে ডাকাতরাই খুন করেছে শর্মিলাকে। প্রাথমিক ভাবে হত্যায় সফল হয়নি খুনির। শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে এই গল্প। অফিসার নলিনীকান্ত ইনভেস্টিগেশন করতে এসে চমকে যাওয়া খবর দেবেন আদিত্যকে। কে করল এই খুন? নলিনী কি ধরতে পারবে আসল অপরাধীকে?

টানটান এই গল্পে রজতাভ ছাড়াও অভিনয় করেছেন মিশকা হালিম, সুব্রত দত্ত, রূপসা চট্টোপাধ্যায়, ছন্দক চৌধুরী, গৌতম সরকার। ইতিমধ্য়ে প্রকাশ্যে এসেছে চরিত্রের লুক এবং টিজার। প্রযোজনায় আর্কাডিয়া এন্টারটেনমেন্ট। ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।

বন্ধ করুন