বাংলা নিউজ > বায়োস্কোপ > Azmeri Haque Badhon: বাংলাদেশের আগামী প্রজন্ম যদি বাংলাভাষাকে না ভালোবাসে, তার দায় আমাদের: বাঁধন

Azmeri Haque Badhon: বাংলাদেশের আগামী প্রজন্ম যদি বাংলাভাষাকে না ভালোবাসে, তার দায় আমাদের: বাঁধন

বাঁধন, অভিনেত্রী, বাংলাদেশ

International Mother Language Day: খারাপ লাগে যখন দেখি বাঙালি হয়েও কেউ নিজের ছেলেমেয়ে বাংলা না জেনে অন্যভাষা রপ্ত করেছে বলে গর্ব করেন। এটা যে গর্বের নয়, সেই বোধটাই তাঁদের নেই। নিজের ভাষাকে অস্বীকার করার অর্থ নিজের সত্ত্বাকে অস্বীকার করা। 

আজমেরী হক বাঁধন, মডেল, অভিনেত্রী, চিকিৎসক, বাংলাদেশ

মাতৃভাষা তো মায়ের সঙ্গে সম্পৃক্ত। এটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে সে তার মায়ের ভাষায় কথা বলবে, মনের ভাব প্রকাশ করবে। গোটা পৃথিবীর প্রতিটি মানুষের কাছে-ই তাঁদের মাতৃভাষা গুরুত্বপূর্ণ। তবে আমাদের বাংলাদেশের মানুষের কাছে ২১ ফেব্রুয়ারি দিনটি আবেগের, কারণ আমাদের থেকে একদিন তো মায়ের ভাষাকেই ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল, আর ভাষা শহিদরা মাতৃভাষাকে প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছিলেন। তাই মাতৃভাষা নিয়ে পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষের থেকেও আমাদের আবেগটা হয়ত একটু বেশি। এই বিশেষ দিনে আমরা ভাষা শহিদদের শ্রদ্ধা জানাই। ২১ ফেব্রুয়ারি এখন যদিও শুধু বাংলা ভাষা নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

২১ ফেব্রুয়ারি, এই দিনটির সঙ্গে বাংলাদেশের অন্যান্যদের মতোই আমারও ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। ছোটতে বই- এ পড়েছি ভাষা আন্দোলনের কথা, ভাষা শহিদদের কথা, বাংলাভাষা প্রতিষ্ঠা পাওয়ার কথা। ছোটবেলায় আমারা এই দিনে শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি। আর এখন আমার ১১ বছরের মেয়েও সেই প্রথা পালন কর চলেছে। আমাদের এখানে স্কুলগুলিতে এই প্রথা প্রত্যেক বছরই পালন করা হয়। আমার মেয়ে বা বাংলাদেশের অন্যান্য ছেলেমেয়েরা ছোট থেকেই এই বিষয়টা জেনেই বড় হয়। ওদের বড় হওয়ার সঙ্গেই ভাষা আন্দোলনের ইতিহাস জড়িয়ে যায়।

আসলে ভাষা দিবস নিয়ে আবেগটা নিজের ভিতরে ধারণ করার বিষয়। বর্তমান প্রজন্মের কাছে এই দিনটি নিয়ে কতটা আবেগ থাকবে, সেটা কিছুটা স্কুল আবার কিছুটা আমরা যাঁরা তাঁদের পরিবারের অংশ, তাঁদের উপর নির্ভর করছে। আমরা কীভাবে তাঁদের সেই ভাষা আন্দোলনের ইতিহাসের কথা জানাচ্ছি। ভাষা দিবস যে বহু ভাষা শহিদের রক্তে রাঙা, সেটা এখনকার প্রজন্মও জেনেই বড় হচ্ছে। এবার কীভাবে তাঁরা সেটা তাঁদের মধ্যে বহন করে চলবে, এটা আজ অবশ্যই একটা চ্যালেঞ্জ। তবে প্রত্যেক পরিবার তাঁদের ভবিষ্যৎ প্রজন্মের মর্মে সেটা ঢুকিয়ে দিতে পারলে, নিশ্চয় ভবিষ্যতেও এই আবেগটা বাংলেদেশে বেঁচে থাকবে।

<p>আজমেরী হক বাঁধন, মডেল, অভিনেত্রী, চিকিৎসক, বাংলাদেশ</p>

আজমেরী হক বাঁধন, মডেল, অভিনেত্রী, চিকিৎসক, বাংলাদেশ

আমার মনে হয়, প্রতিটা মানুষ যদি নিজেকে ভালোবাসেন, মাতৃভাষাকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, সেই জায়গায় আলাদা করে দায়িত্ব পালন না করলেও এই ভাষা এহং মায়ের ভাষা নিয়ে এই আবেগটা বেঁচে থাকবে। তবে যুগের সঙ্গে ভাষারও পরিবর্তন হয়। আদিতে যে বাংলা ছিল, কিংবা কিছুদিন আগে পর্যন্ত আমরা যে বাংলায় কথা বলেছি, সেটা হয়ত আজ অনেকটাই বদলে গিয়েছে। যে ভাষাতেই কথা বলুন, সেই ভাষার প্রতি সম্মান বোধ থাকা জরুরি। আজকাল অনেকেই ইংরাজি মাধ্যমে পড়াশোনা করছেন, পুরো পৃথিবীতে ইংরাজি সর্বজনীন ভাষা, তাই হয়ত ইংরাজি সবভাষার উপরই প্রভাব ফেলছে। আর সেটাই স্বাভাবিক। তবে পরিবারের তরফে যদি এখন প্রজন্মের উপর নজর রাখলে কোনও সমস্যা হবে না। আগামী প্রজন্মকে এটাই শেখাতে হবে তাঁরা যেন নিজের মাতৃভাষায় কথা বলতে লজ্জা না পান। তবে আজ খারাপ লাগে যখন দেখি বাঙালি হয়েও কেউ নিজের ছেলেমেয়ে বাংলা না জেনে অন্যভাষা রপ্ত করেছে বলে গর্ব করেন। এটা যে গর্বের নয়, সেই বোধটাই তাঁদের নেই। নিজের ভাষাকে অস্বীকার করার অর্থ নিজের সত্ত্বাকে অস্বীকার করা। এটা আসলে হীনমন্যতা, এর জন্য নতুন প্রজন্মের থেকেও আমাদের প্রজন্মের কিছু লোকজনকেই দোষ দেব। আমি যদি আমার সন্তানকে বলি, ‘তুমি তোমাকে ভালোবাসবা, দেশকে ভালোবাসবা, মাকে ভালোবাসবা, মাতৃভাষাকেও ভালোবাসবা, সঙ্গে তুমি নানা রকমের নানা দেশের ভাষা শিখতেই পারো, কিন্তু নিজের ভাষাকে অস্বীকার করে নয়। নিজের ভাষাকে অস্বীকার করার অর্থ নিজের অস্তিত্বকেই অস্বীকার করা। এটা একটা বড় ক্ষতির পথে হাঁটা, নিজেকে বিকশিত করার পথে এটাই একদিন বড় একটা বাধা হয়ে দাঁড়াবে…।

বাঁধনের সাক্ষাৎকারের অনুলিখন

 

বায়োস্কোপ খবর

Latest News

সপ্তাহে দুদিন, পাঁচমাস বন্ধ থাকবে বারাসত ওভারব্রিজ! জানুন বিকল্প রাস্তা শিশুর স্বাস্থ্যের চরম ক্ষতি করে এই ৪ পানীয়! বায়না করলেও এড়িয়ে চলাই ভালো ডাউন দ্য গ্রাউন্ডও ছক্কা মারলে তুমি! শিষ্য অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ যুবরাজ অস্কারে ইতিহাস অনুজার!চূড়ান্ত মনোনয়ন তালিকায় ভারতের একমাত্র আশা প্রিয়াঙ্কার ছবি উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৪৩ লাখ, নিখোঁজ আস্ত একটি গ্রাম, বড়সড় দুর্নীতি পঞ্জাবে ঘন ঘন ঢুকে পড়ছে বাঘ, গতিবিধির ওপর নজর রাখতে মৈপীঠে বসছে ১০০ ট্র্যাপ ক্যামেরা শীতে সুস্বাদু তিলের চাটনি জমিয়ে দেবে ছুটির দুপুর! রইল জিভে জল আনা রেসিপি ২ ঘণ্টার ব্যবধানে কোটায় আত্মঘাতী ২ পড়ুয়া, ২২ দিনে চরম পদক্ষেপ ৬ জনের বাপ কা বেটা! চার-ছক্কার ফুলঝুরিতে বাবার রেকর্ড ভাঙলেন ১৬ বছর বয়সী রকি ফ্লিন্টফ ইডেনে কার অটোগ্রাফ নিলেন জোস বাটলার?

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.