শিশু মানেই ঈশ্বরের অবতার, কিন্তু কোনও শিশুর ব্যবহার যদি মাত্রাতিরিক্ত খারাপ হয় তাহলে তাকে উপেক্ষা করা যায় না। সম্প্রতি কোন বানেগা ক্রোড়পতি অনুষ্ঠানের মঞ্চে দেখতে পাওয়া গেল এমনই একটি শিশুকে, যার ঔদ্ধত্য দেখে ক্ষুব্ধ নেট পাড়া।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো যেখানে দেখা যাচ্ছে, ঈশিত ভাট নামের এক প্রতিযোগী অমিতাভ বচ্চনের সঙ্গে কৌন বানেগা ক্রোড়পতি অনুষ্ঠানের হট সিটে বসেছে। এর আগে এমন বহু শিশুকে অমিতাভ বচ্চনের সঙ্গে খেলতে দেখা গিয়েছে। কিন্তু এবার এই শিশুটির ব্যবহার দেখে বিরক্ত হয়েছেন সকলে।
আরও পড়ুন: 'আয়নায় দেখছি বাবা...', মেয়েকে কোন অবস্থায় দেখে কেঁদে ফেলেছিলেন রঞ্জিত মল্লিক?
আরও পড়ুন: 'যে কোনও প্রথম সবসময়...', দুবাইয়ে ‘রঘু ডাকাত’ প্রিমিয়ার লঞ্চ করে যা বললেন দেব
অনুষ্ঠান শুরু হতেই অমিতাভ বচ্চনকে বারবার থামিয়ে দিতে দেখা যায় শিশুকে। খেলার নিয়ম বলতে গেলেই অভিনেতাকে ওই শিশুটি বলে ওঠে, আমাকে নিয়ম বলার কোন প্রয়োজন নেই। আমি সব নিয়ম জানি। যদিও এই কথার উত্তরে বিন্দুমাত্র বিরক্ত না হয়ে অমিতাভ বচ্চন খেলা চালিয়ে নিয়ে যান।
এরপরই পরপর প্রশ্ন শুনে অপশন ছাড়াই উত্তর দিতে থাকে সে। অভিনেতাকে অপশন দিতে বারবার বাধা দেয় ওই শিশু প্রতিযোগী। যদিও খুব ঠান্ডা মাথায় এই গোটা ব্যাপারটা সামলান অমিতাভ। তিনি বলেন, বিকল্প দিতেই হবে এটাই নিয়ম।
কিন্তু এরপরই যখন ২৫ হাজার টাকার প্রশ্ন আসে, তখন কিছুটা থতমত খেয়ে যায় ওই ছোট্ট প্রতিযোগী। প্রশ্ন এলেও কম্পিউটারে ভেসে ওঠে না অপশন। অন্য প্রশ্নগুলির মতো এই প্রশ্নের উত্তর জানা ছিল না তাই বিকল্প না দেখে চুপ করে যায় ওই প্রতিযোগী।
যদিও থমকে গেলেও দমে যাওয়ার পাত্র নয় সে। অপশন পেয়েই সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় ওই প্রতিযোগী। খেলার নিয়ম অনুযায়ী অমিতাভ বচ্চন যখন বারবার জিজ্ঞাসা করেন, উত্তরটা সঠিক কিনা। তখন অতিরিক্ত আত্মবিশ্বাসের ওপর ভর করে ওই প্রতিযোগী বলে, হ্যাঁ হ্যাঁ একবার নয় চারবার লক করে দিন।
কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাসী তাকে হারিয়ে দেয়। ভুল প্রশ্নের উত্তর দিয়ে একেবারে খালি হাতে বাড়ি ফিরে যায় সে। সোশ্যাল মিডিয়ায় ওই ছেলেটির আচরণে অবাক হয়ে যান নেটপাড়া, পাশাপাশি অমিতাভ বচ্চনের ধৈর্যের প্রশংসাও করেছেন সকলে। কেউ কেউ আবার মজা করে ওই ছোট্ট প্রতিযোগীকে জয়া বচ্চনের সঙ্গেও তুলনা করেছেন।
আরও পড়ুন: 'কঠিন সময়েও তোমার জন্য জীবন সহজ...', জন্মদিনে উদয়কে ভালোবাসায় ভরালেন অনামিকা
আরও পড়ুন: 'এই মুহূর্তে সবথেকে...', কাকে ভীষণভাবে ভয় পান দেব? কেনই বা পান?
শিশুটির আচরণ দেখে কেউ কেউ বলেছেন, ছেলেটি এতটাও ছোট নয় যে এমন ব্যবহার করবে। কেউ কেউ আবার ছেলেটির বাবা-মায়ের শিক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার বলেছেন, আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে পার্থক্য বোঝা উচিত। তবে সব মিলিয়ে ওই প্রতিযোগী খালি হাতে ফিরে গিয়েছে দেখে কোথাও না কোথাও খুশি হয়েছেন নেট পাড়ার বাসিন্দারা।