কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তু ঝুটি ম্যায় মাক্কার সিনেমার প্রথম গান তেরে পেয়ার মে। এই গানটি প্রীতমের তৈরি করা। এখানে রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরকে স্পেনে রোমান্স করতে দেখা গিয়েছে। তু ঝুটি ম্যায় মাক্কার একটি রোমান্টিক কমেডি ঘরানার ছবি। আর সেই গানের সঙ্গেই নাকি আরও একটি গানের মিল পেলেন নেটিজেনরা।
এক ব্যক্তি তেরে পেয়ার মে গানটির ভিডিয়ো শেয়ার করে তার সঙ্গেই একটি জনপ্রিয় হলিউডি গানের ট্র্যাক শেয়ার করে তুলনা করেন। সেই গানটি হল ১৯৯৭ সালে মুক্তি পাওয়া হোয়াইট টাউনের ইয়োর ওম্যান। তিনি বলেন প্রীতমের তৈরি করা গানটির সঙ্গে এই গানটির হুবহু মিল রয়েছে। এই কথা প্রকাশ্যে আসার পর অনেকেই প্রীতমের তুলোধোনা করেছেন সোশ্যাল মিডিয়ায়। একটি ইংলিশ গান থেকে এভাবে টুকে গান বানানোর জন্য অনেকেই তাঁর উপর বেজায় খাপ্পা হয়েছেন।
এক ব্যক্তি এই পোস্টের কমেন্টে সেকশনে লেখেন, 'কপি করেছে।' আরেক ব্যক্তি লেখেন, 'আপনাদের বলছি, যদি কেউ অন্য কোনও গানের থেকে অনুপ্রাণিত হয়ে ভালো গান বানান, আর আপনি সেই গান শুনতে পারছেন তাহলে সমস্যার কী আছে? ১০০ শতাংশ তো আর কপি করেনি।' ফলে এভাবে অনেকেই আবার প্রীতমের পাশে দাঁড়িয়েছেন। আরেক ব্যক্তি আবার দুয়া লিপার লাভ এগেনের সঙ্গে মিল পেয়েছেন এই গানের। তিনি লেখেন, 'দুয়া লিপার লাভ এগেন গানটি শুনুন। উনি পুরো সেখান থেকেই কপি করেছেন।'
আরও অনেকে যদিও প্রীতমের পাশে দাঁড়িয়েছেন। এবং তাঁর হয়েই সাওয়াল করেছেন এই পোস্টে। এক ব্যক্তি লেখেন, 'এটাকে স্যাম্পলিং বলে, কপি করা নয়। এটা একজন মিউজিক টেকনোলজিস্ট করেই থাকেন।'
তু ঝুটি ম্যায় মাক্কার ছবির এই প্রথম গানটি অরিজিৎ সিংয়ের সঙ্গে নিকিতা গান্ধী গেয়েছেন। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং প্রীতম গানটি কম্পোজ করেছেন।
তু ঝুটি ম্যায় মাক্কার ছবিটির পরিচালনা করেছেন লাভ রঞ্জন। এখানে প্রথমবার রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরকে জুটি বাঁধতে দেখা যাবে। এখানে দেখা যাবে রণবীর শ্রদ্ধাকে জিজ্ঞেস করছেন যে তিনি কী প্রেম করতে চান নাকি টাইম পাস? এরপর তাঁদের একটি ক্যাজুয়াল সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। কিন্তু ক্রমেই সেটা সিরিয়াস হয়ে যায় এবং তাঁদের পরিবার জড়িয়ে পড়ে। এমনকি তাঁদের বাগদান পর্যন্ত হয়ে যায়। তারপর? সেটা তো ছবি দেখলেই বোঝা যাবে। ছবিটি আগামী মাসে দোলের দিন মুক্তি পাবে। ৮ মার্চ বড়পর্দায় আসছে এই ছবি। টি সিরিজ -এর গুলশান কুমার এবং ভূষণ কুমার এবং লাভ ফিল্মসের লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ এই ছবির প্রযোজনা করেছেন।