মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকার জন্য ভিনেশ ফোগাটকে প্যারিস অলিম্পিক ২০২৪-এর ফাইনাল থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, সকালে ওজন করার সময় তার অনুমোদিত ওজনের চেয়ে ১০০ গ্রাম বেশি ছিলেন তিনি। যদিও
ভিনেশ ফোগাটকে তার বাউটের সকালে মহিলাদের ৫০ কেজি বিভাগে অতিরিক্ত ওজনের জন্য প্যারিস অলিম্পিক ২০২৪-এর ফাইনাল থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, সকালে ওজন করার সময় তার অনুমোদিত ওজনের চেয়ে ১০০ গ্রাম বেশি ছিল। মঙ্গলবার অলিম্পিকে লড়াইয়ের প্রথম দিন প্রয়োজনীয় ওজনের মধ্যেই ছিলেন তিনি।
ইতিমধ্যেই ভিনেশ ফোগটের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ক্ষেত্রের তারকারা। তবে প্রবীণ অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া হেমা মালিনীর ভিনেশকে নিয়ে করা মন্তব্য খচে লাল নেটিজেনরা। ধর্মেন্দ্র-পত্নী বলেন, আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখা 'আমাদের সকলের জন্য একটি শিক্ষা'।
আরও পড়ুন:
হেমা মালিনী-র বক্তব্য
হেমা গোটা ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘অদ্ভুত লাগছে যে ১০০ গ্রাম ওজনের জন্য তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। সত্যিই নিজের ওজন নিয়ন্ত্রণে রাখা কতটা জরুরি। আমাদের সবার এটা থেকে শিক্ষা নেওয়া উচিত, সব তারকাদের, সব মহিলাদের। ১০০ গ্রামও কিন্তু গুরুত্বপূর্ণ। আমার ওর জন্য খুব খারাপ লাগছে। আমি আশা করি ও দ্রুত এই ১০০ গ্রাম কমিয়ে ফেলবে, কিন্তু মেডেল পাবে না এই যা!’
ইন্টারনেটে লোকেরা তার মন্তব্যটিকে ‘নির্বোধ’ বলে মনে করেছে। শত শত মন্তব্যের মাধ্যমে তাকে পার্লামেন্টের জন্য অযোগ্য বলে অভিহিত করেছে নেট-নাগরিকরা। একজন লিখেছেন, ‘আমি সত্যিই বুঝতে পারছি না মানুষ কেন হেমা মালিনীর মতো একজনকে ভোট দেয়।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘এভাবে কথা বলা যেমন বোকামি তেমনই অসংবেদনশীল। ১০০ গ্রাম ওজন বেশি হওয়া অস্বাস্থ্যকর নয় মোটেই, বরং এটি একজন ক্রীড়াবিদের জন্য দুর্ভাগ্যের।’
‘এসব আপনি কী বলছেন। মাথার ঠিক আছে তো?’, মন্তব্য করে তৃতীয়জন। অপর একজন লেখেন, ‘এর তো মুখ খোলাই উচিত না। একেও লোক ভোট দেয় কী করে!’
ভিনেশকে নিয়ে বলিউডের প্রতিক্রিয়া
আলিয়া ভাট, ভিকি কৌশল, ফারহান আখতার, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহা এবং বরুণ গ্রোভার-সহ বেশ কয়েকজন বলিউড তারকা তাদের সোশ্যাল মিডিয়ায় কুস্তিগীরের এভাবে শেষ মুহূর্তে এসে অলিম্পিক থেকে বাদ যাওয়ার হৃদয়বিদারক সংবাদে প্রতিক্রিয়া জানিয়েছেন।
ভারতীয় কুস্তিগীর সারা রাত জেগে বিভিন্ন উপায়ে অতিরিক্ত ওজন ছাঁটাই করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনও ফল হয়নি। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) এক বিবৃতিতে বলেছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ভারতীয় দল ভিনেশ ফোগাটকে মহিলা কুস্তির ৫০ কেজি শ্রেণিতে অযোগ্য ঘোষণা করেছে। সারা রাত ধরে দলের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, আজ সকালে তার ওজন ৫০ কেজির চেয়ে মাত্র কয়েক গ্রাম বেশি ছিল।’