১৯৯৩ সালে ব্রহ্মাণ্ডসুন্দরীর মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন নম্রতা শিরোদকর। এই প্রাক্তন মডেল তথা অভিনেত্রীর একটি পুরনো ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। রেডইট এবং ইনস্টাগ্রামে এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। আর সেটা নিয়েই বর্তমানে চর্চা শুরু হয়েছে। অভিনেত্রী এখন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুকে বিয়ে করে সংসার করছেন। তিনি বিয়ের পর তাঁর অভিনয়ের কেরিয়ার ছেড়ে দেন।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে নম্রতাকে একটি সোনালী রঙের গাউনে দেখা গিয়েছে। সঙ্গে তিনি বড় দুল পরেছিলেন কানে। এই ভিডিয়োতে দেখা যায় ব্রহ্মাণ্ডসুন্দরীর মঞ্চে প্রশ্ন উত্তরের পর্ব চলছেন অনেকেই সেই ভিডিয়ো দেখে মনে করেছেন যে তাঁর দেওয়া উত্তরের কারণেই হয়তো তিনি এই প্রতিযোগিতা জিততে পারেননি সেবার।
কী প্রশ্ন করা হয়েছিল তাঁকে? নম্রতাকে এই মঞ্চে জিজ্ঞেস করা হয় তিনি কি অনন্তকাল বেঁচে থাকতে চান? এটার উত্তরে এই প্রাক্তন মডেল তথা অভিনেত্রী বলেছিলেন, যে তিনি অনন্তকাল বেঁচে থাকতে চান না কারণ তিনি বিশ্বাস করেন যে কেউই বহু বছর বেঁচে থাকেন না। বিচারকরা তাঁর এই উত্তরে মোটেই খুশি হননি। এরপর ১৯৯৩ সালের ব্রহ্মাণ্ডসুন্দরী প্রতিযোগিতায় তিনি ষষ্ঠ স্থান অধিকার করেন।
এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর বোঝা যায়, সেদিনের বিচারকরা তো বটেই, সাধারণ মানুষরাও মোটেই তাঁর উত্তরে খুশি নন। তাঁরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে এমন প্রশ্নের উত্তরে এই বোকা বোকা উত্তর দেওয়ার জন্য তিনি হেরে গিয়েছেন।
এক রেডইট ব্যবহারকারী লেখেন, 'আমার ওঁর উত্তরটা ভালো লাগেনি। এটা একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন ছিল। আর তার উত্তরে তিনি বলে দিলেন এটা হয় না! না মানে কেন?' বলি ব্লাইন্ড অ্যান্ড গসিপ নামক সেই প্রোফাইল থেকে এই ভিডিয়ো পোস্ট করে এমনই ক্যাপশন দেওয়া হয়। আরেক ব্যক্তি এই বিষয়ে লেখেন, 'এতে অনেক বেশি দেখা হয় যে আপনি চাপে পড়ে কেমন পারফর্ম করেন এবং ভাবেন। আর এখান থেকেই বোঝা যায় যে আপনি কেমন মানুষ, আপনি সব জিনিসকে কীভাবে দেখেন। নম্রতা বারংবার তাঁর বোকামির পরিচয় দিয়েছেন। বহুবার তিনি জনসমক্ষে নানা বোকা বোকা উত্তর দিয়েছেন। ফলে এক মিনিটে এটার থেকে ভালো উত্তর ওঁর থেকে আশাও করা যায় না।'
বলিউড ছাড়ার আগে নম্রতা শিরোদকরকে একাধিক ছবিতে দেখা গিয়েছে। এই ছবিগুলোর মধ্যে আছে কাচ্চে ধাগে, বাস্তব: দ্য রিয়েলিটি, পুকার, দিল ভিল পেয়ার ভেয়ার, ইত্যাদি। এরপর তিনি ২০০৫ সালে মহেশ বাবুকে বিয়ে করেন। বর্তমানে তাঁদের দুটি সন্তান আছে।