২২ মার্চ, ইডেন গার্ডেনে হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান। তারকাখচিত এই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়েছে সাজো সাজো রব। কিং খান শাহরুখ তো থাকবেনই। ইতিমধ্যেই শহরে হাজিরও হয়েছেন তিনি। আর কী কী ঘটতে চলেছে আইপিএল-র উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে?
আমাদের হাতে এসে পৌঁছেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান সূচি। চলুন চোখ রাখা যাক তাতে…
সূচি বলছে, বিকেল ৫টায় শুরু হবে অনুষ্ঠান। ৬. ১০-এ আইপিএল কাউন্ট UP-VT। এরপর ৬.১১-১৩ ওপেনিং শাহরুখের মনোলগ, আর তাঁর হাত ধরেই শুরু হবে মূল সেলিব্রেশন। এরপর মঞ্চে আসবেন শ্রেয়া ঘোষাল। তিনি মঞ্চে থাকবেন ৬.১৩ থেকে সাড়ে ৬টা পর্যন্ত। শ্রেয়ার পর মঞ্চে উঠবেন দিশা পাটানি। মঞ্চে দিশার বেশকিছুক্ষণের উপস্থিতি ও পারফরম্যান্সের পর ৬. ৩৪ এ মঞ্চে উঠবেন র্যাপার/ গায়ক করণ আউজলা। করণ মঞ্চে থাকাকালীনই তাঁর শেষ গানে যোগ দেবেন দিশা পাটানি।
এরপর মাঝে রয়েছে আরও কিছু অনুষ্ঠান। তারপর ৬. ৪৪ নাগাদ ফের মঞ্চে উঠবেন কিং খান। তিনি আইপিএলের- এই মরসুমে অংশগ্রহণকারী ক্রিকেটারদের মঞ্চে ডেকে নেবেন। তারপর তাঁর সঙ্গে চলবে ক্রিকেটার দের বেশকিছুক্ষণের কথাবার্তা। মঞ্চে বিসিসিআই-এর আধিকারিকদের ডেকে নেবেন শাহরুখ।

এদিকে ২২ মার্চ উদ্বোধনী দিনে খেলা রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)র। এই দুই দলের অধিনায়ককে মঞ্চে ডেকে নেবেন বাদশা। দুই অধিনায়কের সঙ্গে শাহরুখের বেশকিছুক্ষণ কথাবার্তার চলার পর রয়েছে IPL-১৮এর কেক কাটিং অনুষ্ঠান ও বেলুন ওড়ানোর মতো অনুষ্ঠানসূচি। তারপর থাকছে ড্রোন শো। ট্রফি নিয়ে ক্রিকেটারদের ছবি তোলা, সেখানে উপস্থিত থাকবেন শাহরুখ সহ আরও অন্যান্য তারকারা। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার কথা ৭,৪৫ মিনিটে।
তবে এই অনুষ্ঠান সূচি ছাড়াও আর কোনও চমক IPL-১৮ এর উদ্বোধনী থাকবে কিনা তা ক্রমশই প্রকাশ্য।