২০১২ এবং ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএলের ট্রফি জিতেছিল কেকেআর। ২০২১ সালে তীরে এসে তরী ডোবে! ফাইনালে ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হার স্বীকার করে নাইট শিবির। অবশেষে ১০ বছর পর তিন নম্বর আইপিএল ট্রফি জয়ের হাতছানি শাহরুখ খানের দলের সামনে। আরও পড়ুন-জল্পনার অবসান! IPL ফাইনালে KKR-এর পাশে শাহরুখ, হুডিতে মুখ ঢেকে রওনা দিলেন চেন্নাই
যোগ্যতম দল হিসাবে আইপিএল ফাইনালে জায়গা করে নিয়েছে কেকেআর। প্রতিপক্ষ প্য়াট কামিন্সের সান রাইজার্স হায়দরাবাদ। প্রথম কোয়ালিফায়ারের রি-ম্যাচ এদিন অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। দলের সাপোর্টে ইতিমধ্যেই সেখানে হাজির হয়েছেন শাহরুখ-সহ তাঁর গোটা পরিবার।
ইডেনে কেকেআরের ম্যাচ মানেই ভিভিআইপি বক্সে টলি তারকাদের মেলা। সৌরভ-দর্শনা, বনি-কৌশানিরা শাহরুখের দলের সমর্থনে পৌঁছেছেন স্টেডিয়ামে। রবিবারের ফাইনাল নিয়ে কতটা আত্মবিশ্বাসী তাঁরা? কেকেআরের খেলা দেখতে গিয়ে ট্রোলিং-এর মুখেও পড়তে হয়েছে দর্শনাকে।
রবিবারের বৃষ্টিভেজা দুপুরে বরের সঙ্গে খিচুড়ি আর বেগুনভাজা খেতে খেতেই অভিনেত্রী হিন্দুস্তান টাইমস বাংলাকে জানালেন, ‘একটাই প্রার্থনা কেকেআর যেন জেতে। ১০ বছর পর কাপটা আমরাই যেন পাই। গোটা টুর্নামেন্ট আমরা ভালো খেলেছি, ফাইনালেও যেন সেরাটা দিতে পারি। হায়দরাবাদও ভালো টিম, ফর্মে আছে তবে আমি নিশ্চিত কলকাতাই জিতবে। ফিংগার ক্রসড’।
এই হাইভোল্টেজ ম্যাচে আলাদা স্বামী-স্ত্রী। সৌরভের সঙ্গে খেলা দেখবেন না দর্শনা। অভিনেত্রী বললেন, 'সৌরভের সঙ্গে দেখব ভেবেছিলাম। কিন্তু সৌরভ ওর বয় গ্যাং-এর সঙ্গে দেখবে। আমাকেও বলেছে ওদের সঙ্গে দেখতে। কিন্তু ধূর ওদের মাঝখানে আমি কী করব! তাই আমি ঠিক করেছি বাপের বাড়ি চলে যাব। ওখানে বাবা আর আমার কাজিনদের সঙ্গে কেকেআরের ম্যাচটা দেখব'। ফাইনালে দর্শনার বাজি রাসেল এবং রিঙ্কু।
সিসিএলে রাহুল মজুমদারের অল রাউন্ড পারফরম্যান্স নজর কেড়েছে সবার। অভিনয়ের বাইরে ক্রিকেট পিচেও ফাটাফাটি হরগৌরী পাইস হোটেলের শঙ্কর। অভিনেতা মুঠোফোনে বললেন, ‘আজ আমাদের বয় গ্যাং একসঙ্গে বসে ম্যাচটা দেখবে। কিন্তু আমি ওদের সঙ্গে থাকছে পারছি না, এটাই আমার দুঃখ। কারণ আমার শ্যুটিং পরে গিয়েছে। তবে সেটে সবার ফোনে আইপিএল ফাইনাল চলবে। কেকেআরের জয় নিয়ে আমি আত্মবিশ্বাসী।’
রাহুল জানালেন, ‘নারিন আর রাসেলের উপর ভরসা রাখছি। পাশাপাশি মিচেল স্টার্ক বড় ম্যাচের প্লেয়ার। প্লে-অফের প্রথম ম্যাচে সেটা ও প্রমাণ করে দিয়েছে। আজও সেরাটা দেবে আশা করছি’।
অভিনেতা বনি সেনগুপ্ত HT Bangla-কে জানালেন, ‘এই সিজনে কেকেআর এত ভালো পারফর্ম করেছে যে জয় নিয়ে আশাবাদী। স্লট না থাকাটা মাইনাস পয়েন্ট, তবে নারিন রয়েছে। গুরবাজ রয়েছে ম্য়ানেজ হয়ে যাবে’।
১০ বছরের ট্রফি খরা কাটিয়ে আজ কি শ্রেয়স আইয়ারের হাতেই উঠবে আইপিএলের ট্রফি? উত্তর মিলবে আর কয়েকঘন্টা পরেই।