বাংলা নিউজ > বায়োস্কোপ > বিকট গরমে সোয়েটার-মাফলার পরলেন পরাণ, জুলাইয়ে ঈপ্সিতা-রাজেশের ‘সার্কাসের ঘোড়া’

বিকট গরমে সোয়েটার-মাফলার পরলেন পরাণ, জুলাইয়ে ঈপ্সিতা-রাজেশের ‘সার্কাসের ঘোড়া’

ঈপ্সিতা-রাজেশের ‘সার্কাসের ঘোড়া’ মুক্তি এই জুনে

জুটিতে পরাণ-লিলি, পর্দায় গৌরব-দেবলীনা, দেবপ্রসাদ-অনন্যা জুটি! ৮ জুলাই মুক্তি পাবে 'সার্কাসের ঘোড়া'। পরিচালক ঈপ্সিতা রায় সরকার একান্ত সাক্ষাৎকারে ফাঁস করলেন তাবুর অন্দরের একগুচ্ছ গল্প।

রাজেশ দত্ত এবং ঈপ্সিতা রায় সরকারের যৌথ পরিচালনায় আসছে চতুর্থ ছবি ‘সার্কাসের ঘোড়া’। আগামী ৮ জুলাই ছবি মুক্তি। শীতে নয় বরঞ্চ গরমেই দর্শক দেখতে পাবে সার্কাস! তাঁবুর অন্দরের গল্প উঠে আসবে ছবিতে। বিষয়টা নিয়ে খোঁজ করতে হিন্দুস্তান টাইমস বাংলা যোগাযোগ করেছিল পরিচালক ঈপ্সিতা রায় সরকারের সঙ্গে।

হিন্দুস্তান টাইমস বাংলাকে ফোনের ওপার থেকে একান্ত সাক্ষাৎকারে পরিচালক ঈপ্সিতা রায় সরকার জানিয়েছেন, ‘করোনা মহামারির আগে থেকেই ছবির শ্যুটিং শুরু হয়। ২০২০ সালেই ছবি মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু যথারীতি বাকি সবার মতোই সবটা আটকে গিয়েছিল। পুরোপুরি বাচ্চাদের ছবি। দীর্ঘ দিন ধরে অপেক্ষায় ছিলাম।’

পরিচালকের কথায়, ‘ছবি জুড়ে রয়েছে সার্কাস। এখনকার বাচ্চারা সার্কাসের সঙ্গে খুব একটা পরিচিত না হলেও, আমরা যারা বড় হয়ে গিয়েছিল, তাঁদের ছোটবেলাটা ভিক্টোরিয়া, চিড়িয়াখানার পাশাপাশি, শীতের ছুটিটা সার্কাসে অনেকটাই সময় কেটেছে। সেখানে নানা ধরণের চমকপ্রদ খেলা দেখতাম, অবাক হতাম আমরা। পশুপাখি, বাঘ-ভাল্লুক থাকত। যদিও এখন সেগুলির উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আমাদের সার্কাসের ঘোড়ার গল্পটা কল্পনার গল্প, রূপকথার গল্প। তার সঙ্গে প্রত্যেকের জীবনে ঘটে চলা নানা ওঠা-পড়া গল্প এবং ছোটবেলার গল্প।’

শ্যুটিং চলাকালীন পরিচালক রাজেশ দত্ত এবং ঈপ্সিতা রায় সরকার
শ্যুটিং চলাকালীন পরিচালক রাজেশ দত্ত এবং ঈপ্সিতা রায় সরকার

আরও পড়ুন: জুটিতে পরাণ-লিলি, পর্দায় প্রথমবার গৌরব-দেবলীনা জুটি! আসছে 'সার্কাসের ঘোড়া'

পরিচালক জানিয়েছেন, আগে থেকেই তাঁদের ইচ্ছে ছিল ছোটদের জন্য একটি গল্প বানাবেন। পাটুলিতে এক সার্কাস দেখেই এই গল্পের অনুপ্রেরণা পেয়েছিলেন বলে জানিয়েছেন। তাঁর কথায়, ‘সিনেমা, থিয়েটার, সার্কাস, গান-বাজনা যারা করেন, প্রত্যেক মুহূর্তে আমরা মানুষকে বিনোদন দিই। কিন্তু এই স্টেজের পিছনে সার্কাসের শিল্পীদের যে গল্প থাকে, প্রেম-ভালোবাসা থেকে গভীর বেদনা, বিচ্ছেদ থাকে সেগুলি আমরা তাঁদের সঙ্গে কথা বলে জানতে পারি। প্রত্যেকটা মানুষ যেমন আমরা সার্কসের রিং-এ দাঁড়িয়ে রয়েছি, কখন কী ঘটবে, কখন দুঃখ হাসির খেলা চলবে…সবটার মেলবন্ধন করেই এই গল্প আমরা তৈরি করি।’

শ্যুটিং চলাকালীন পরিচালক রাজেশ দত্ত এবং ঈপ্সিতা রায় সরকার
শ্যুটিং চলাকালীন পরিচালক রাজেশ দত্ত এবং ঈপ্সিতা রায় সরকার

পরাণ বন্দ্যোপাধ্যায় এবং লিলি চক্রবর্তীও রয়েছেন এই ছবিতে। তাঁদের সঙ্গে শ্যুটিংয়ের অভিজ্ঞতা কেমন? পরিচালক জানিয়েছেন, ‘আমরা যত ছবি করেছি সেখানে প্রবীণদের বিশেষ গুরুত্ব দিয়েছি। এইটা পরাণদার সঙ্গে আমার দ্বিতীয় ছবি। এর আগে ‘বসন্ত বিলাপ’ করেছি। বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে কাজ করার একটি বাড়তি পাওনা থাকে। যেটা থেকে ভীষণ ভাবে অনেক কিছু শেখা যায়। তাঁদের সঙ্গে কাজ করাটা একটা বিরাট বড় শিক্ষা আমাদের সবার কাছে। টিটোদার (পরাণ বন্দ্যোপাধ্যায়) সঙ্গে তো এই প্রথম কাজ নয়। আমাদের প্রথম ছবিতে টিটোদা অল্প কাজ করেছেন। এই সময় টিটোদাকে দেখেছি তাঁর আন্তরিকতা কতটা।'

আরও পড়ুন: দৌড় শুরুর আগে ‘সার্কাসের ঘোড়া’র ছবি প্রকাশ, পরাণ-লিলির সঙ্গে লাগাম আর কার হাতে

তিনি আরও বলেন, ‘সার্কাসের ঘোড়ার একটা অংশ শীতকালে শ্যুটিং হলেও পরবর্তী শ্যুটিংয়ের অংশটা গরমকালে শ্যুটিং হয়েছে। সেক্ষেত্রে মাফলার-টুপি, গরম জামাকাপড় পরে শ্যুটিং করতে হয়েছে। সেক্ষেত্রে তাঁরা নামেই প্রবীণ, তাঁরা কিন্তু অনেক বেশি চাঙ্গা, অনেক বেশি তরুণ। এই গল্পটা আমি আরও অনেককে বলেছি, টিটোদা মাফলার-গরমজামা পরে (গরমে শ্যুটিংয়ের ক্ষেত্রে) স্বাভাবিকভাবেই শ্যুটিং করছেন। এর থেকেই শেখার, মানুষ যে চরিত্রটা করে, সেই চরিত্রের ভিতরে কীভাবে থাকতে হয় তখন কিন্তু ঠান্ডা-গরমটা খুব একটা প্রভাব ফেলে না। মনুষটার থেকেই এগুলিই শেখার। তাছাড়া পরাণদা নিজেই একটা প্রতিষ্ঠান। তাঁর নানা ধরনের কথাবার্তা কাজে মুগ্ধ আমরা।’

শ্যুটিং চলাকালীন পরাণ বন্দ্যোপাধ্য়ায়
শ্যুটিং চলাকালীন পরাণ বন্দ্যোপাধ্য়ায়

ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং লিলি চক্রবর্তীকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। সেখানে মজার মোড়ক রয়েছে। লিলি চক্রবর্তীর মতো মিষ্টি মানুষের সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ বলে জানিয়েছেন পরিচালক।

এই ছবিতে স্ক্রিন শেয়ার করবেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। পরিচালক ঈপ্সিতা রায় সরকারের কথায়, ‘এটাও বাড়তি পাওনা। আবার বসন্ত বিলাপে দেবলীনার সঙ্গে আমাদের প্রথম কাজ। সেই সময় বুঝতে পেরেছিলাম, গৌরবের সঙ্গে অল্প অল্প প্রেম চলছে (ওদের)। এবার সার্কাসের ঘোড়াতে এসে প্রেমটা পরিণতি পায়। ছবির চরিত্র নিয়ে আপাতত বলছি না, তবে স্ক্রিনে একসঙ্গে রয়েছে ওরা। খুব সুন্দর চরিত্র। রোম্যান্স রয়েছে। ছবিতে যে রোম্যান্টিক পার্টটা রয়েছে সেখানে দেবলীনা কুমার-গৌরব চট্টোপাধ্যায় এবং দেবপ্রসাদ হালদার-অনন্যা সেনগুপ্ত এই দুটি জুটি রয়েছে। সঙ্গে পরাণ-বন্দ্যোপাধ্য়ায় এবং লিলি চক্রবর্তীরও একটি জুটি তো রয়েছেই।’

সার্কাসের ঘোড়ার শ্যুটিংয়ে দেবলীনা-গৌরব
সার্কাসের ঘোড়ার শ্যুটিংয়ে দেবলীনা-গৌরব

'দেবলীনা-গৌরবের বিয়ের আগে প্রথম কাজ। টেলিভিশনে ওরা কাজ করছে, আশাকরি বিয়ের পরে, ছবি হিসেবে বলতে গেলে প্রথম জুটি বেঁধে কাজ সার্কাসের ঘোড়া', জানিয়েছেন পরিচালক। পারিবারিক টানাপোড়েন নিয়ে আসছে 'সার্কাসের ঘোড়া'। ছবি প্রযোজনায় শ্রায়ামিত ফিল্মস প্রাইভেট লিমিটেডের কর্ণধার দেবাশীষ ঘোষ। ছবিতে মাত্র একটি গান রয়েছে। গেয়েছেন জোজো। কথা ও সুরে সুমিতা ঘোষ।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

কালসর্প দোষের অশুভ প্রভাব এড়াতে মৌনী অমাবস্যার বিশেষ সংযোগে করুন এই কাজ সইফকে ছুরি মারার সময়, কোথায় ছিল করিনা? পার্টি হচ্ছিল নাকি ঘুমিয়ে? হল বয়ান রেকর্ড উত্তর প্রদেশের স্টাইলে এনকাউন্টার পশ্চিমবঙ্গ পুলিশের, খতম দুষ্কৃতী সাজ্জাক আলম প্রথম পে কমিশনের ন্যূনতম বেতন ছিল ৫৫ টাকা! নয়া পে কমিশনে কত বাড়তে পারে DA-বেতন? বাংলাদেশের ভোট নিয়ে জল্পনা তুঙ্গে, পড়শিদের নিয়ে প্রশ্নের মুখে কী বলল ভারত? ম্যাচ মোড অন! জাতীয় দলে ফিরেই কিটব্যাগের ধুলো ঝাড়লেন শামি, দিলেন সরাসরি বার্তা বেতন বৃদ্ধি, আয়কর ছাড়ের 'আশা'… কবে থেকে কবে পর্যন্ত চলবে এবারের বাজেট অধিবেশন? কফি ভালোবাসেন কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিন্তিত? মাথায় রাখুন এই টিপস মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ জানুয়ারির রাশিফল রটন্তী কালীপুজোর দিন দক্ষিণেশ্বরে ‘ঘটে’ এই অলৌকিক ঘটনা! নামে পুণ্যস্নানের ঢল

IPL 2025 News in Bangla

ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.