আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী রিনা দত্ত কন্যা ইরা খান। সামাজিক মাধ্যমে দারুণ সক্রিয় আমির কন্যা। ইনস্টাগ্রামে সম্প্রতি শাড়ি পরে ছবি শেয়ার করেছেন ইরা। এথনিক সাজে লাস্যময়ী লুকে ধরা দিয়েছেন তিনি। রীতিমতো ইনস্টাগ্রাম সেনশেন ইরা খান।
কালো হাতকাটা ক্রপ টপের সঙ্গে সাদা প্রিন্টেড শাড়িতে ধরা দিয়েছেন ইরা খান। খোলা চুল, কানে বড়বড় দুল পরেছেন। অলিভ রঙের হ্যান্ডব্যাগ নিয়েছেন। বাড়ির বাইরে দাঁড়িয়ে ছবি তুলেছেন আমির কন্যা। ছবি শেয়ার করে ক্যাপশনে জানিয়েছেন, রবিবার শাড়িতে! শাড়ি পরতে দারুণ ভালোবাসেন তিনি। পাশাপাশি আরও জানিয়েছেন, এটা তাঁর মায়ের শাড়ি। কলকাতা থেকে কেনা। শাড়ির সঙ্গে ব্যুট পরেছেন।
২০০২ সালে বিবাহবিচ্ছেদ হয় আমির এবং রিনার। তাঁদের দুই ছেলেমেয়ে- ইরা এবং জুনেইদ। বাবার পদচিহ্ন অনুসরণ করে অভিনয় করতে চাননা ইরা। পর্দার সামনে নয়, বরং পর্দার পিছনেই কাজ করতে আগ্রহী সে। বেশ কয়কে বছর আগেই একটি নাটক পরিচালনা করেছেন আমির কন্যা। অভিনেত্রী হওয়ার কোনও ইচ্ছাই তাঁর নেই তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।