বাংলা নিউজ > বায়োস্কোপ > Babil Khan: বিমান কোম্পানিকে ‘বর্বর’ বললেন ইরফান-পুত্র বাবিল, কী ঘটেছে তাঁর সঙ্গে

Babil Khan: বিমান কোম্পানিকে ‘বর্বর’ বললেন ইরফান-পুত্র বাবিল, কী ঘটেছে তাঁর সঙ্গে

বাবিল খান (ফাইল ছবি)

বিমানবন্দরে হেনস্থার মুখে পড়েছিলেন বাবিল। এমনই অভিযোগ করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

বিমানবন্দরে হেনস্থার মুখে পড়তে হল ইরফান খানের পুত্র বাবিল খানকে। সম্প্রতি এক বিশেষ বিমান পরিষেবা সংস্থার বিমানে যাত্রা করছিলেন বাবিল। সেই সময়ে বোর্ডিং পাস হারিয়ে ফেলেন তিনি। তাতেই সেই বিমান পরিষেবা সংস্থার কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেছেন ইরফান-পুত্র।

বাবিলের কথায়, তাঁর সঙ্গে যা হয়েছে, সেটিকে দুর্বব্যবহার বলা যায় না, সেটি অসভ্য এবং বর্বর। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে বাবিল লিখেছেন এই কথাটি। তাঁর কথায়, ‘আমি জানি গো এয়ারের কর্মীদের দুর্ব্যবহারের রেকর্ড আছে। আমি একজন কর্মীকে জানিয়েছিলাম, আমার বোর্ডিং পাসটা খুঁজে পাচ্ছি না। তাঁর উত্তরে উনি বললেন, ‘দারুণ, পরের ফ্লাইটটা ধরে নিন।’ এটা দুর্ব্যবহার না, এটা অসভ্যতা। আমার ফোনেও বোর্ডিং পাস ছিল। কিন্তু আগেকার মতো ছাপা বোর্ডিং পাস ব্যবহার করতেই আমি বেশি স্বচ্ছন্দ। ভাগ্যিস, উনি আমায় জিজ্ঞাসা করেননি আমার কাছে ডিজিটাল কপি আছে কি না, তাহলে যে আর কী কী হত!’

বাবিলের পোস্ট। 
বাবিলের পোস্ট। 

তবে বিশেষ এই বিমান পরিষেবা কোম্পানিটির বিরুদ্ধে এই প্রথম বার কেউ অভিযোগ করলেন— এমন নয়। এর আগে চিত্রাঙ্গদা সিংও একই ধরনের অভিযোগ করেছিলেন এই কোম্পানির বিরুদ্ধে।

চিত্রাঙ্গদার পোস্ট। 
চিত্রাঙ্গদার পোস্ট। 

তাছাড়া অভিনেতা আর্য বব্বরও একই রনের অভিযোগ এনেছিলেন কোম্পানিটির কর্মীদের বিরুদ্ধে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা বিমান পরিষেবা কোম্পানির তরফে নেওয়া হয়েছে বলে শোনা যায়নি।

বন্ধ করুন