বাংলা নিউজ > বায়োস্কোপ > ইরফানের কবরের সঙ্গে ‘আবর্জনা স্তুূপ’-এর তুলনা, অনুরাগীকে যোগ্য জবাব পত্নী সুতপার

ইরফানের কবরের সঙ্গে ‘আবর্জনা স্তুূপ’-এর তুলনা, অনুরাগীকে যোগ্য জবাব পত্নী সুতপার

ইরফান করব দেখে উদ্বিগ্ন ফ্যানেরা, জবাব দিলেন পত্নী সুতপা শিকদার 

সৌন্দর্যের যথাযথ সংজ্ঞা কী? পালটা প্রশ্ন সুতপার। ইরফান সবকিছু ‘ওয়াইল্ড’ পছন্দ করতেন যোগ করেন পুত্র বাবিল খান। 

দেখতে দেখতে পাঁচ মাস অতিক্রান্ত। নিজের প্রিয় মানুষগুলো ছেড়ে চলে গিয়েছেন ইরফান খান।  সম্প্রতি প্রয়াত অভিনেতার বন্ধু চন্দন রায় সান্যাল মুম্বইয়ের ভারসোভা কবরস্থানে পৌঁছেছিলেন, বন্ধুত্বের টানে । তুলে ধরেছিলেন ইরফান খানের কবরের ছবিও। যেখানে দেখা গিয়েছিল চারিদিকে অযত্নে বেড়ে ওঠা আগাছা জড়িয়ে ধরেছে কালো মার্বেল ফলক সমন্বিত ওই কবরকে। যাঁর নীচে চিরনিদ্রায় শায়িত আছেন প্রবাদপ্রতিম বলি অভিনেতা ইরফান খান।  তারকার সমাধির এই ‘দুর্দশা’ দেখে চমকে ওঠেন অনুরাগীরা ।

এই ঘটনার প্রেক্ষিতেই অভিনেতার এক ভক্ত তাঁর স্ত্রী সুতপা শিকদারকে এই অবস্থার সত্যতা জানতে চেয়ে ফেসবুকে যোগাযোগ করেন । মাত্র পাঁচ মাসে অভিনেতার সমাধিস্থলের এই অবস্থা দেখে রীতিমতো মানসিক আঘাত পেয়েছেন বলে জানান ওই অনুরাগী, এই কবরে আবর্জনা স্তূপের সঙ্গে তুলনা করেন । শেয়ার হওয়া ফটোটি সত্যিই ইরফানের কবরের কিনা জানতে চেয়ে আক্ষেপের সুরে তিনি লেখেন , আজ যেখানে রাত কি রানীর( এই ফুলটি আজীবন খুব পছন্দ করতেন ইমরান ) ঝোপ থাকার কথা ছিল , সেই স্থলে আগাছার জঙ্গল তৈরী হয়েছে । যদি ছবিটি সত্যি না হয় তাহলে সুতপার কাছে অভিনেতার কবরের কোনও সাম্প্রতিক ছবি থাকলে তা পোস্ট করতে অনুরোধও করেন তিনি ।

এই প্রশ্নের উত্তর দিতে ইমরান পত্নী জানান - তিনি দুঃখিত কারণ ধর্মীয় নিষেধাজ্ঞার দরুণ তিনি একজন মহিলা হয়ে কবরস্থানে যেতে পারবেন না । তবে জানান এর পরিবর্তে ইগতপুরীতে প্রয়াত অভিনেতার স্মৃতিতে তিনি একটি মাজার তৈরি করে দিয়েছেন এবং সেখানেই তিনি লাগিয়েছেন ইরফানের প্রিয় রাত কি রানী । এই স্মৃতি প্রস্তরেই অভিনেতার প্রিয় ব্যবহার্য জিনিসগুলোকে কবর দিয়েছেন বলে জানান সুতপা । লেখেন , মূল কবরে যেতে না পারলেও এই জায়গাতে তাঁর অবাধ গতি বিধি , ঘন্টার পর ঘন্টা তিনি এখানে বসে থাকলেও কেউ এসে উঠে যেতে বলেন না ।

এর পরেই কবরের আগাছা সম্পর্কে সুতপা প্রশ্ন করেন ' সমস্ত কিছু একদম সংজ্ঞায়িত যথাযথ যান্ত্রিক হতে হবে , এমনটি কোথাও লেখা আছে কি ? ওই গাছগুলো তো প্রকৃতিরই দান । বৃষ্টির জলে নিজেরাই তারা বেড়ে ওঠে । কেউ হয়তো মাঝে পরিষ্কার করে দেন , কিন্তু আবার তারা ফিরে আসে । এটাও তো হতে পারে ওই সবুজ আসলে একসাথে বেঁচে থাকার বার্তা বহন করছে , এইভাবে কি আমরা ভাবতে পারিনা ? '

নিউরোএন্ডোক্রাইন টিউমার নিয়ে দুই বছরের দীর্ঘ লড়াইয়ের পরে গত ২৯ এপ্রিল প্রয়াত হন ইরফান খান । স্ত্রী সুতপা এবং তাঁদের দুই ছেলে বাবিল ও আয়ানকে রেখে গেছেন তিনি ।

নিজের পোস্টে অভিনেতা চন্দন স্যানাল লিখেছিলেন ,চার মাস ধরে ইরফানের কবরের কাছে না যাওয়ার দরুণ একটা যন্ত্রনা কুরে কুরে খাচ্ছিলো তাঁকে । সেই উদ্দেশ্যেই তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে যান , এবং আগাছায় আবৃত নির্জন গোরস্থানে চিরনিদ্রায় শায়িত অভিনেতার সমাধি দেখতে পান। যোগ করেন- চারিদিকে এক অদ্ভূত নিস্তব্ধতার মাঝেই ইরফানকে শ্রদ্ধাঞ্জলি জানাতে রেখে এলাম একগুচ্ছ রজনীগন্ধা'। আজ তিনি না থাকলেও প্রকৃতি যেন তাঁকে ঘিরে রেখেছে আপন স্নেহের আলিঙ্গনে, জানান চন্দন স্যান্যাল।

বায়োস্কোপ খবর

Latest News

ভোটের আগে হেল্পলাইন নম্বর চালু করল বিজেপি, উত্তরবঙ্গকে দেওয়া হচ্ছে বিশেষ নজর মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি কোথায় বসছে আদৃত-কৌশাম্বির বিয়ের আসর? ঘুরে দেখুন রাজকীয় ভেনুর অন্দরমহল, খরচ কেমন? টাঙ্গাইল শাড়ি তুমি কার?‌ দু’‌দেশের মধ্যে রয়েছে দড়ি টানাটানি, জিআই তকমা বাংলাদেশে IPL-এ ২৫০ ম্যাচ খেলার মাইলস্টোন স্পর্শ করল বেঙ্গালুরু, ছুঁল মুম্বইয়ের অনন্য নজির নগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে জানুন ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল মঙ্গলদই লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য IPL 2024: ফের চারশো পার কোহলির, রায়না-ওয়ার্নারকে পিছনে ফেলে গড়ে ফেললেন নজির তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ‘হিজড়া’ বললেন কারামন্ত্রী অখিল গিরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

Latest IPL News

মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.