কানাঘুষোয় শোনা যাচ্ছে আমির খান তাঁর ২০০৮ সালের হিট ছবি গজনির ফ্র্যাঞ্চাইজি বাড়াতে চলেছেন। বর্তমানে নাকি তিনি এই বিষয়ে প্রযোজক আল্লু অরবিন্দ এবং তাঁর টিমের সঙ্গে কথা বলছেন। একই সঙ্গে গল্পের স্টোরি লাইন কী হবে সেটাও ফাইনাল করছেন। অনুমান করা হচ্ছে এই ছবিটি মুক্তি পেলে এটাও হিট করবে।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে মুম্বই কাঁপাতে হাজির ময়ূরী, রাগ চর্চা শুনে মুগ্ধ শ্রেয়া ফাঁস করলেন গোপন কথা!
কী জানা গিয়েছে গজনি ছবির সিক্যুয়েল নিয়ে?
পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে আমির খান চাইছেন গজনি ছবিটিকে একটি ফ্র্যাঞ্চাইজি বানাতে। ইতিমধ্যেই তিনি গজনি ২ আনার জন্য প্রযোজক আল্লু অরবিন্দর সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন।
যদি এই প্ল্যানিং বাস্তবায়িত হয় তাহলে ভারতীয় ছবিটি প্রথম ১০০ কোটির ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল তৈরি হবে যা অবশ্যই একটি নজির গড়বে। প্রসঙ্গত গজনি ছবিটি প্রথম বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি টপকেছিল।
গজনি ছবিটি হলিউড ছবি মেমেন্টোর থেকে অনুপ্রাণিত হয়ে ভারতীয় আঙ্গিকে বানানো রোমান্স, অ্যাকশন, কষ্ট মিশিয়ে। এখানে যেমন ভরপুর ইমোশন আছে তেমনই আছে থ্রিলিং সিকোয়েন্স। ফলে স্বাভাবিক ভাবেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল ছবিটি।
তবে আপাতত আমির খান তাঁর আগামী ছবি সিতারে জমিন পর নিয়ে ব্যস্ত। শীঘ্রই মুক্তি পাবে এই ছবি। সব ঠিক থাকলে ২০২৫ আসবে এই ছবি। অন্যদিকে চলতি বছর মুক্তি পাওয়া লাপাতা লেডিজ ছবিটি ভারতের তরফে অস্কারের জন্য অফিসিয়াল এন্ট্রি পেয়েছে। এই ছবিটি আমির খানের প্রযোজনায় বানানো।
আরও পড়ুন: 'বুলেয়ার গুটখা ভার্সন নাকি?' চিবোতে চিবোতে ভরা মঞ্চে পারফর্ম করলেন অঙ্কিত! চরম বিদ্রুপ নেটপাড়ার
আরও পড়ুন: 'নিজের জন্য সবসময় কিছু করো...' মুম্বইয়ে সহবাস করছেন যিশু, জারা - সারাকে কী বুদ্ধি দিলেন নীলাঞ্জনা?