বাংলা নিউজ > বায়োস্কোপ > Madhubani Goswami: বছর ঘুরতে না ঘুরতেই ফের প্রেগন্যান্ট মধুবনী? জল্পনা নেটপাড়ায়! সত্যিটা কী?

Madhubani Goswami: বছর ঘুরতে না ঘুরতেই ফের প্রেগন্যান্ট মধুবনী? জল্পনা নেটপাড়ায়! সত্যিটা কী?

ফের অন্তঃসত্ত্বা মধুবনী

Madhubani pregnant again? ছেলের বয়স সবে দেড় বছর, আবারও নাকি মা হতে চলেছেন রাজা গোস্বামী। জল্পনা তুঙ্গে, সত্যিটা কী? 

গত বছর এপ্রিলেই মধুবনীর কোল আরো করে এসেছিল কেশব। মাস কয়েক আগেই এক বছর পূর্ণ করেছে রাজা-মধুবনীর রাজুপুত্র। এর মাঝেই নেটপাড়ায় জোর গুঞ্জন ফের মা হতে চলেছেন ‘ভালোবাসা ডট কম’-এর তোড়া। কিন্তু সত্যি কি তাই?

সোশ্যাল মিডিয়া মধুবনীর মা হওয়ার খবরে তোলপাড়। শুভেচ্ছা বার্তায় ভরে যাচ্ছে অভিনেত্রীর ইনস্টাগ্রামের দেওয়াল। কী বলছেন অভিনেত্রী? এক সংবাদমাধ্যমকে রাজা ঘরণী জানালেন, ‘আমার ভীষণ মজা লাগছে। আমাকে আর রাজাকে সকলে ফোন করে অভিনন্দন জানাচ্ছেন। তবে এই ব্যাপারটা ঠিক নয়। আমি অন্তঃসত্ত্বা নই’।

কিন্তু এই গুঞ্জনের সূত্রপাত কোথায়? মধুবনী জানালেন, সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের একটি পুরোনো ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবি দেখেই অনেকে ভেবে বসেন আবারও অন্তঃসত্ত্বা মধুবনী। সেই ছবিতে এত অভিনন্দন বার্তা আসতে থাকে, সেটা দেখেই অবাক অভিনেত্রী! রাজাকেও শ্যুটিং সেটে অনেকেই কনগ্র্যাচুলেট করেছে। গোটা বিষয়টি নিয়ে অবাক রাজাও।

মধুবনী জানান মজার ছলে রাজা বলেছেন,'আপনারা জেনে গেলেন মধুবনী প্রেগন্যান্ট! আমিই জানতে পারলাম না?' কনফিউশনের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে নাকি বেশ মজাই পেয়েছেন স্বামী-স্ত্রী। তবে ভবিষ্যতে কি কেশবের কোনও ভাই-বোন আনার পরিকল্পনা রয়েছে দুজনের? নায়িকার কথায়, এই বিষয়টি নিয়ে এখনও কোনও কিছু পরিকল্পনা করেননি, সবটাই পরিস্থিতির উপর নির্ভরশীল।

মধুবনীর কথায়, ‘মা হওয়ার চেয়ে বেশি আনন্দের অভিজ্ঞতা আর হয় না। প্রেগন্যান্সি প্ল্যান করার আগে অপ্রীতিকর বিষয়গুলির কথাও মাথায় রাখা জরুরি।’

আপতত ছেলেকে নিয়েই ব্যস্ত মধুবনী। মা হওয়ার পর স্টার জলসার রিয়ালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তে দেখা গিয়েছে রাজা-মধুবনীকে। এখনই ধারাবাহিকে ফেরবার কোনও প্ল্যান নেই অভিনেত্রীর। অন্যদিকে রাজাকে আপতত দেখা যাচ্ছে ‘ধুলোকণা’তে। চড়ুইয়ের সঙ্গে সদ্যই বিয়ে সম্পন্ন হয়েছে তাঁর।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

পুজোর আমেজে টলিউড, শুভশ্রী থেকে শ্রাবন্তী-শোলাঙ্কি কে কেমন সাজলেন পঞ্চমীতে? ছোট্ট ‘দুর্গা’দের নিয়ে একদিনের প্যান্ডেল হপিং! উডল্যান্ডসের অভিনব উদ্যোগ আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিকের জাদু ক্ষমতা, এসব বলা বেআইনি, সতর্ক করল মন্ত্রক রামায়ণ থেকে অনুপ্রাণিত সিংহম এগেন, কে কোন চরিত্রে ধরা দেবেন? অনেকদিন ধরেই ভাবছিলেন! RG Karকাণ্ডে বিচার চেয়ে বাড়িতে দুর্গাপুজো শুরু মেহতাবের সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে খোঁচা! দুই বাংলার বিয়ে টিকছে না কেন? প্রশ্ন তসলিমার ফের ভারতের ক্যাপ্টেন হচ্ছেন সচিন তেন্ডুলকর! কবে নামবেন মাঠে? এবার‌ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগ, চরম নিগ্রহ রাজের চোখে ডুব শুভশ্রীর, পাওয়ার কাপলের পঞ্চমী লুকে মুগ্ধ পার্নো-অদ্রিজারা মহাষষ্ঠীর দিনটি কেমন যাবে? পাবেন কোনও ভালো খবর? জানুন ৯ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.