গত বছর এপ্রিলেই মধুবনীর কোল আরো করে এসেছিল কেশব। মাস কয়েক আগেই এক বছর পূর্ণ করেছে রাজা-মধুবনীর রাজুপুত্র। এর মাঝেই নেটপাড়ায় জোর গুঞ্জন ফের মা হতে চলেছেন ‘ভালোবাসা ডট কম’-এর তোড়া। কিন্তু সত্যি কি তাই?
সোশ্যাল মিডিয়া মধুবনীর মা হওয়ার খবরে তোলপাড়। শুভেচ্ছা বার্তায় ভরে যাচ্ছে অভিনেত্রীর ইনস্টাগ্রামের দেওয়াল। কী বলছেন অভিনেত্রী? এক সংবাদমাধ্যমকে রাজা ঘরণী জানালেন, ‘আমার ভীষণ মজা লাগছে। আমাকে আর রাজাকে সকলে ফোন করে অভিনন্দন জানাচ্ছেন। তবে এই ব্যাপারটা ঠিক নয়। আমি অন্তঃসত্ত্বা নই’।
কিন্তু এই গুঞ্জনের সূত্রপাত কোথায়? মধুবনী জানালেন, সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের একটি পুরোনো ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবি দেখেই অনেকে ভেবে বসেন আবারও অন্তঃসত্ত্বা মধুবনী। সেই ছবিতে এত অভিনন্দন বার্তা আসতে থাকে, সেটা দেখেই অবাক অভিনেত্রী! রাজাকেও শ্যুটিং সেটে অনেকেই কনগ্র্যাচুলেট করেছে। গোটা বিষয়টি নিয়ে অবাক রাজাও।
মধুবনী জানান মজার ছলে রাজা বলেছেন,'আপনারা জেনে গেলেন মধুবনী প্রেগন্যান্ট! আমিই জানতে পারলাম না?' কনফিউশনের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে নাকি বেশ মজাই পেয়েছেন স্বামী-স্ত্রী। তবে ভবিষ্যতে কি কেশবের কোনও ভাই-বোন আনার পরিকল্পনা রয়েছে দুজনের? নায়িকার কথায়, এই বিষয়টি নিয়ে এখনও কোনও কিছু পরিকল্পনা করেননি, সবটাই পরিস্থিতির উপর নির্ভরশীল।
মধুবনীর কথায়, ‘মা হওয়ার চেয়ে বেশি আনন্দের অভিজ্ঞতা আর হয় না। প্রেগন্যান্সি প্ল্যান করার আগে অপ্রীতিকর বিষয়গুলির কথাও মাথায় রাখা জরুরি।’
আপতত ছেলেকে নিয়েই ব্যস্ত মধুবনী। মা হওয়ার পর স্টার জলসার রিয়ালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তে দেখা গিয়েছে রাজা-মধুবনীকে। এখনই ধারাবাহিকে ফেরবার কোনও প্ল্যান নেই অভিনেত্রীর। অন্যদিকে রাজাকে আপতত দেখা যাচ্ছে ‘ধুলোকণা’তে। চড়ুইয়ের সঙ্গে সদ্যই বিয়ে সম্পন্ন হয়েছে তাঁর।