বাংলা নিউজ > বায়োস্কোপ > Adrit-Koushambi: ‘দিদিয়া’র সঙ্গে মিঠাইয়ের উচ্ছেবাবুর প্রেম! আদৃত-কৌশাম্বীকে নিয়ে চর্চা তুঙ্গে

Adrit-Koushambi: ‘দিদিয়া’র সঙ্গে মিঠাইয়ের উচ্ছেবাবুর প্রেম! আদৃত-কৌশাম্বীকে নিয়ে চর্চা তুঙ্গে

আদৃত-কৌশাম্বি

বাস্তবে প্রেম করছেন কৌশাম্বী-আদৃত, জোর চর্চা টেলিপাড়ায়। 

দিন কয়েক আগেই সামনে এসেছে প্রায় এক দশক পুরোনো প্রেম সম্পর্ক ভেঙেছে আদৃতের। গত বছর নভেম্বর নাগাদ সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবার কথা ছিল আদৃতের, কিন্তু অজানা কারণে ভেঙে যায় সেই সম্পর্ক। চলতি মাসের শুরুতেই আদৃতের দীর্ঘদিনের বাগদত্তা অন্য এক পুরুষের সঙ্গে আংটি বদল সেরেছেন। তবে আদৃতও যে একা নন সে খবর কিন্তু হিন্দুস্তান টাইমস বাংলা আগেই দিয়েছিল। এক সহ-অভিনেত্রীর সঙ্গে আদৃতের প্রেমের গুঞ্জন গত কয়েক মাস ধরে কান পাতলেই শোনা যাচ্ছে টেলিপাড়ায়। আর সেই সহ-অভিনেত্রী আর কেউ নন, নায়কের অনস্ক্রিন 'দিদিয়া' কৌশাম্বী চক্রবর্তী। 

মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থ মোদকের পিসতুতো দিদির ভূমিকায় অভিনয় করেন কৌশাম্বী চক্রবর্তী। পর্দায় তাঁকে ‘দিদিয়া’ বলে ডাকেন আদৃত, কিন্তু বাস্তবে তাঁদের সম্পর্কটা মোটেই দিদি-ভাইয়ের নয়। বরং তাঁরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। তাঁদের এই ঘনিষ্ঠতা গত কয়েক মাস ধরেই নজর এড়াচ্ছে না কারুর। কানাঘুষো তো শুরু হয়েছিল ফ্যানেদের মধ্যেও। তবে এই প্রেম কাহিনিটা ঠিক মানতে পারছে না তারাও। সেই নিয়ে চর্চার শেষ নেই ফ্যান পেজগুলোতে। 

‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই আলাপ দুই শিল্পীর। আর সেখান থেকেই প্রেম। কিন্তু প্রশ্নটা হল কৌশাম্বীর সঙ্গে আদৃতের ঘনিষ্ঠতার জেরেই কি আদৃত-কৌশাম্বীর বিয়ে? নাকি আলাদা হওয়ার পর তাঁদের জীবনে এসেছেন অন্য কেউ, এই প্রশ্নের উত্তর অধরা। 

সুপ্রিয়ার সঙ্গে প্রেম নিয়েও আদৃত কোনওদিন সরাসরি মুখ খোলেননি, তাঁদের সম্পর্ক নিয়ে এমনটাও শোনা গিয়েছিল আদৃত নাকি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাননি। সময় চেয়েছিলেন, কিন্তু প্রেমিককে নিয়ে পজেসিভ সুপ্রিয়া তেমনটা চাননি। এমনকি একটা সময় তো ঘনঘন মিঠাইয়ের শ্যুটিং সেটে আসতে দেখা যেত তাঁকে। এই সবকিছু মেনে নিতে পারছিলেন না আদৃত, সেই থেকেই দূরত্ব তৈরি হয় দুজনের। 

সুপ্রিয়ার সঙ্গে আদৃত
সুপ্রিয়ার সঙ্গে আদৃত

কৌশাম্বী-আদৃতের অফস্ক্রিন কেমিস্ট্রির চাপা চর্চা এখন সর্বত্রই। তাঁদের প্রেম আছে কি নেই? এই প্রশ্নের জবাব একমাত্র তাঁরাই দিতে পারবেন! কিন্তু দেবেন কি? 

 

 

বন্ধ করুন