খুব শীঘ্রই ‘পুষ্পা ২’-এর শ্যুটিং শুরু করবেন আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা। চলতি বছরের অন্যতম ব্যবসা সফল এই ছবির সিকুয়েল নিয়ে চর্চার শেষ নেই। হিন্দি বলয়ে ফাটিয়ে ব্যবসা করেছে ‘পুষ্পা’, ছবির দ্বিতীয়ভাগ নিয়ে উত্তেজনা দেশজুড়ে। এর মাঝেই জোর গুঞ্জন সুকুমারের এই ছবিতে নাকি অভিনয় করতে চলেছেন অর্জুন কাপুর। পুষ্পা ২-তে ফাহাদ ফাসিল নয়, দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে পুষ্পার পিছু ধাওয়া করবেন অর্জুন কাপুর, এমনটাই রটনা। এবার এই নিয়ে মুখ খুললেন ছবির প্রযোদক নবীর ইয়েরনেনি। তিনি স্পষ্ট জানান ‘এটা ভুল খবর’।
পুলিশের নাকের নীচ দিয়ে লাল চন্দন কাঠের স্মাগলিং করে লরি ড্রাইভার পুষ্পা। এইভাবেই ফুলে ফেঁপে ওঠে তাঁর ব্যবসা। পুষ্পা হয়ে ফিরবেন আল্লু, অন্যদিকে ‘শ্রীভল্লি’র ম্যাজিক পর্দায় ফের তৈরি করবেন ‘জাতীয় ক্রাশ’ রশ্মিকা। পাশাপাশি পুষ্পাকে আটকানোর জিম্মা থাকছে ফাহাদ ফাসিলের উপরেই। খাকি উর্দিতে তাঁকেই দেখা যাবে ছবির এই পর্বেও।
পিঙ্কভিলাকে প্রযোজক জানান, ‘ফাহাদ ফাসিলই পুলিশের চরিত্রে রয়েছেন। এটা ১০০% ভুল খবর। আমরা খুব শীঘ্রই শ্যুটিং শুরু করছি। এই মাসের শেষেই শুরু হবে পুষ্পা ২-এর শ্যুট। ২০ থেকে ৩০ তারিখের মধ্যেই কাজ শুরু করব। প্রথমে হায়দরাবাদ, তারপর জঙ্গলে শ্যুটিং হবে’।
করোনা পরবর্তী সময়ে বক্স অফিসের অন্য়তম হিট ছবি ‘পুষ্পা’। বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটির বেশি আয় করেছে এই তেলুগু ছবি। দ্বিতীয়ভাগ আরও বড়মাপের হতে চলেছে সেই ইঙ্গিত দিয়ে রাখলেন প্রযোজক। ছবির সঙ্গীতের দায়িত্বভার সামলাচ্ছে দেবী শ্রী প্রসাদ। তেলুগুর পাশাপাশি তামিল, হিন্দি, কন্নড় ও মালায়ালামেও মুক্তি পাবে এই ছবি।
প্রসঙ্গত, অর্জুন কাপুরকে শেষ বক্স অফিসে দেখা গিয়েছে ‘এক ভিলেন রিটার্নস’-এ। আগামিতে ‘দ্য লেডি কিলার’ ছবিতে থাকছেন মালাইকার মনের মানুষ। এই ছবিতে অর্জুনের নায়িকা ভূমি পেদনেকর।