বাংলা নিউজ > বায়োস্কোপ > Citadel: নিন্দকদের মুখে ছাই, প্রথম সিজন মুক্তি পাওয়ার আগেই পরের সিজনের ছাড়পত্র পেল প্রিয়াঙ্কার সিটাডেল

Citadel: নিন্দকদের মুখে ছাই, প্রথম সিজন মুক্তি পাওয়ার আগেই পরের সিজনের ছাড়পত্র পেল প্রিয়াঙ্কার সিটাডেল

প্রিয়াঙ্কা অভিনীত সিটাডেলের সিজন ২ আসছে?

Citadel: সিটাডেল আগামী ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ওয়েব মাধ্যমে। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত এবং রুশো ব্রাদার পরিচালিত এই সিরিজে উঠে আসবে কোন গল্প?

২০১৮ থেকে রুশো ব্রাদার সিটাডেল নিয়ে কাজ করে চলেছেন। এবার জানা গেল এই সিরিজের দ্বিতীয় অধ্যায় আসতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী দ্য হলিউড রিপোর্টারের তরফে জানানো হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া এবং রিচার্ড ম্যাডেন অভিনীত এই সিরিজটির দ্বিতীয় সিজন আসছে। আর সেটার প্রস্তুতি প্রথম সিজন মুক্তির আগেই শুরু হয়ে গেল। সিটাডেল সিজন ১ আগামী ২৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে। প্রথম সিজনে ৬টা এপিসোড থাকতে পারে বলে জানা গিয়েছে। তবে দ্বিতীয় সিজনে কটা পর্ব থাকতে পারে এখনও জানা যায়নি। এই সিরিজের খবরটি একটি ক্লিপ এবং নোটের মাধ্যমে প্রকাশ্যে এসেছে।

যদিও যতই সিটাডেলের দ্বিতীয় সিজনের খবর প্রকাশ্যে আসুক, অ্যামাজন এবং রুশো ব্রাদারের রিপ্রেজেন্টেটিভ এজিবিও এর তরফে এমন গুজবকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে এখনও পর্যন্ত ডিল ফাইনাল হয়নি।

এই বিশ্বব্যাপী সিরিজটির কথা প্রথম ২০১৮ সালে ঘোষণা করা হয়েছিল। অ্যাভেঞ্জারের পরিচালক জো এবং অ্যান্থনি রুশো ইতিমধ্যেই সিটাডেলের ভারতীয় অ্যাডাপ্টেশনের কথা ঘোষণা করেছেন। অ্যামাজনের তরফে আশা করা হচ্ছে যে এই স্পাই থ্রিলার সিরিজটি এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের একদম নিজস্ব একটি ফ্র্যাঞ্চাইজি হয়ে থাক।

সিটাডেলের বাজেট নাকি ইতিমধ্যেই ২০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। এমনটাই গত সেপ্টেম্বরে দ্য হলিউড রিপোর্টারের তরফে জানানো হয়। এটি পৃথিবীর দ্বিতীয় ব্যয়বহুল শো হতে চলেছে দ্য রিংস অব পাওয়ারের পর।

এই সিরিজের বিষয়ে আরও জানা গিয়েছে যে শো রানার জোশ অ্যাপেলবাম এবং পরিচালক ব্রিয়ান ক্রিক সিটাডেল ছেড়ে বেরিয়ে গিয়েছেন। অন্যদিকে রুশো ব্রাদারের তরফে ডেভিড ওয়েইলকে নিযুক্ত করা হয়েছে এই শোয়ের দায়িত্ব নেওয়ার জন্য। এর ফলে নতুন করে একাধিক জায়গা শুট করতে হয়েছে সিরিজের যার জন্য অতিরিক্ত ৭৫ মিলিয়ন ডলার খরচ হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের মারফত জানা গিয়েছে ডেভিডই দুটি সিজনের দায়িত্বে থাকবেন রুশো ব্রাদারের সঙ্গে। তিনিই একাধিক পর্ব পরিচালনা করবেন।

বায়োস্কোপ খবর

Latest News

জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত! পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই ইতিহাস গড়লেন হার্দিক, কোহলির থেকে ছিনিয়ে নিলেন ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর নজির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.