বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল দিদি নম্বর ওয়ান। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শোটি বিগত বেশ কয়েক বছর ধরে এক টানা চলে আসছে। সাধারণ মানুষের লড়াইয়ের গল্প থেকে শুরু করে তারকাদের হাঁড়ির খবর সবই এখান থেকেই জানা যায়। এবার সেই শোয়ের জনপ্রিয়তাই কমছে?
আরও পড়ুন: শিখ ভোট হারাতে চায় না বিজেপি, তাই পিছোচ্ছে ইমারজেন্সির মুক্তি! বম্বে হাইকোর্টে দাবি Zee-র
কমছে দিদি নম্বর ওয়ানের জনপ্রিয়তা?
চলতি বছরের মার্চ মাসে যখন রচনা বন্দ্যোপাধ্যায় সরাসরি রাজনীতির ময়দানে নামেন, এবং তারপর থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করে বিতর্ক উসকে দেন তবে থেকেই অনেকের মনে প্রশ্ন উঁকি দিয়েছিল যে তবে কি এবার এসব প্রভাব ফেলবে শোতে? নাকি অভিনেত্রী রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় বন্ধ হয়ে যাবে শো? কিন্তু সেসব কিছুই হয়নি। বহাল তবিয়তে চলছে রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো। তবে এই আরজি কর কাণ্ডের আবহে বেশ অনেকটাই কমেছে শোয়ের টিআরপি। এই সপ্তাহে যেন সেটা তলানিতে গিয়ে ঠেকেছে।
চলতি সপ্তাহের টিআরপি প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে দিদি নম্বর ওয়ান মাত্র ২.১ স্কোর করেছে। আর রবিবার স্পেশ্যাল দিদি নম্বর ওয়ান খাতায় ৪ নম্বর পেয়েছে মাত্র। আর এটা দেখেই প্রশ্ন উঠেছে তবে কি দিদি নম্বর ওয়ান জনপ্রিয়তা হারাচ্ছে? এই বিষয়ে এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে এই শোয়ের সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন এমন কিছুই নয়। টিআরপি কম বেশি হয়, তাঁরা সেটা নিয়ে ভাবছেন না। এখনও প্রতিদিন এই শোতে অংশ নেওয়ার আবেদন জানিয়ে বহু চিঠি তাঁদের কাছে এসে পৌঁছয় বলেও তিনি জানাতে ভোলেন না।
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।
আরও পড়ুন: কথা -গীতার হাড্ডাহাড্ডি লড়াইয়ে TRP তালিকায় টপার হল কে? সেরা ৫ -এই বা জায়গা পেল কারা?
আরও পড়ুন: ফের দিনদুপুরে সেলিম খানকে হুমকি ব্যক্তির! সলমনের বাবার অভিযোগে পুলিশের জালে ১