হীরামান্ডি তাঁকে খ্যাতি এনে দিয়েছে। শুধুই কি তাই বর্তমানে তিনি ভারতীয় নারীদের জাতীয় ক্রাশ। তাঁর চোখ, হাসিতে বুঁদ ৮ থেকে ৮০! হীরামান্ডি সিরিজে তাঁর মন কেড়েছিলেন আলামজেব ওরফে শরমিন। কিন্তু বাস্তবে হীরামান্ডির তাজ তথা তাহা শাহ বদুশা কাকে মন দিয়ে বসেছেন?
তাহা শাহ বদুশা কাকে মন দিলেন?
তাহা তাঁর অভিনয় তো বটেই, একই সঙ্গে তাঁর রূপ দিয়েও নজর কেড়েছেন সবার। হীরামান্ডি সিরিজে তাঁর অভিনয় নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এখানে তাঁকে নবাব পুত্র তথা স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেখা গিয়েছিল, যার মন কেড়েছিল হীরামান্ডির আলামজেব। কিন্তু বাস্তবে আলাম নন, তার বোনকে মন দিয়েছেন তাজ ওরফে তাহা। কাকে? শামা অর্থাৎ প্রতিভা রন্টাকে। এমনটাই গুজব শোনা যাচ্ছে।
আরও পড়ুন: জটিলতা কাটিয়ে রানি আজ ডাক্তার, দুর্জয়ও ফিরল শহরে, দুজনে আবার কি কাছে আসবে? নাকি জিতবে ষড়যন্ত্র
সম্প্রতি তাঁদের দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা গিয়েছে। সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা। সেদিন তাঁরা একসঙ্গে ডিনারে গিয়েছিলেন, সেখান থেকে তাঁরা বেরোতেই তাঁদের পাপারাৎজ্জিরা ছেঁকে ধরেন। তখন তাঁদের দেখে হেসে ফেলেন দুজনই। এরপর তাহার গাড়ি করে বেরিয়ে যান দুজনে। কিন্তু সত্যিই কি তাঁরা প্রেম করছেন? কী জানালেন তাহা?
প্রেম করছেন তাহা? কী জানালেন?
নিউজ ১৮কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'ইস! আমি যদি বলতে পারতাম যে আমি সম্পর্কে আছি। কিন্তু সেটা পারছি না। এখন ফোকাস করার সময়। এখন একমাত্র আমার কাজের সঙ্গেই আমি সম্পর্কে আছি যাতে আমি আমার পরিবারের খেয়াল রাখতে পারি। কিন্তু হ্যাঁ, আমি প্রেম করতে চাই, নিজের একটা সংসার চাই ভবিষ্যতে। কিন্তু তার আগে নিজে পায়ে দাঁড়ানো প্রয়োজন।'
আরও পড়ুন: দ্বিতীয়বার নিকাহ পড়লেন মুনাওয়ার! কার সঙ্গে গোপনে বিয়ে সারলেন বিগ বস ১৭ এর বিজয়ী?
তাহা এবং প্রতিভার কাজ
প্রতিভাকে হীরামান্ডিতে একটি ছোট চরিত্রে দেখা গিয়েছে। এছাড়া তাঁকে সম্প্রতি লাপাতা লেডিজ ছবিতে দেখা গিয়েছে পুষ্পা রানি ওরফে জয়ার চরিত্রে। অন্যদিকে তাহা বেশ কয়েক বছর আগে ডেবিউ করলেও তিনি খ্যাতির শীর্ষে পৌঁছলে হীরামান্ডি সিরিজের হাত ধরে।