বৈশাখ পড়তে না পড়তেই সাতপাকে বাঁধা পড়ছেন একাধিক অভিনেতা অভিনেত্রীরা। এবার সেই দলে কি নাম লেখালেন ইশাও? চুপিসারে বিয়ে করে চমকে দিলেন সকলকে? কিন্তু কাকে বিয়ে করলেন তিনি? পাত্র কে? ব্যাপারটাই বা কী?
বিয়ে করলেন নাকি ইশা?
না না, ইশা বিয়ে করেননি। সবটাই একটা বিজ্ঞাপন। আসলে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের বহুরূপী শান্তিনিকেতনের তরফে সপ্তপদী অর্থাৎ বিয়ের সাজ, মণ্ডপ সজ্জা সহ গোটা বিষয়টার নতুন একটা ভাবনা প্রকাশ্যে আনা হয়েছেন। আর সেখানেই বধূবেশে দেখা গেল ইশা সাহাকে। আর পাত্র হলেন ছোট পর্দার অতি চেনা মুখ গৌরব রায়চৌধুরী।
আরও পড়ুন: ভোট দিতে গিয়েও রিল! নির্বাচনী আবহে শর্টস দেখে বাক্যহারা ঋত্বিক, লিখলেন, 'মনে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের...'
এই বিয়েতে কোনও মন্ত্রপাঠ ছিল না। বরং ছিল রবীন্দ্র সঙ্গীতের সুর। আর সেই রবি গান গেয়েছেন ইমন চক্রবর্তী এবং দুর্নিবার সাহা। গোটা ভিডিয়োতে উঠে এসেছে দারুণ ঝাড়বাতি, আলপনা, ফুলের সাজ। স্বস্তিকা মুখোপাধ্যায় নিজে এই ভিডিয়ো শেয়ার করেছেন।
কে কী লিখেছেন?
এক ব্যক্তি এই ভিডিয়ো দেখে মোহিত হয়ে লেখেন, 'মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম। ভীষণ সুন্দর।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'বিয়ে মানে যে কেবল লাল সেটা সুন্দর করে বোঝালেন। এমন রাজকীয় বিয়ের স্বপ্নই তো দেখি। খুব সুন্দর।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আহা চমৎকার!'