সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে গুহামানবের পোশাকে এক ব্যক্তি মুম্বইয়ের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। অনেকের মতে তিনি নাকি আমির খান। কিন্তু সত্যি কি তিনি আমির খান?
এই ভিডিয়োটি দেখে দর্শকদের মনে নানা রকমের প্রশ্ন জেগেছে। কেন হঠাৎ আমির এই বেশে মুম্বইয়ের রাস্তায়? তাহলে কি তাঁর নতুন কোনও ছবি আসছে, যেখানে তাঁকে এই লুকে দেখা যাবে? কারণ একটি বিজ্ঞাপনেও আমি এই লুকেই নজর কেড়েছেন সম্প্রতি। কিন্তু এই সব জল্পনা কল্পনার মাঝেই অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন যে, ‘গুহামানবের মতো পোশাক পরে মুম্বইয়ের রাস্তায় যে ব্যক্তি ঘুরে বেড়াচ্ছেন তিনি মোটেই আমির খান নন। দয়া করে এ ধরনের কোনও গুজবে বিশ্বাস করবেন না, কারণ এটা পুরোটাই মিথ্যে।’
আরও পড়ুন: মহিলা ভক্তের ঠোঁটে চুমু উদিতের! 'বেডরুম আর রাস্তাঘাট একাকার...', গর্জালেন মমতা শঙ্কর
ভিডিয়োয় কী দেখা গিয়েছে?
এক্স-এ শেয়ার করা ওই ভিডিয়োতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। আবার কখনও একটা ঠেলাগাড়ি ঠেলছেন, আবার কখনও হাতে থাকা প্লাস্টিক দিয়ে এদিক ওদিক তাকাচ্ছেন। লম্বা চুল এবং দাড়িতে প্রায় ঢাকা পড়েছে মুখ, পায়ে অদ্ভুত ধরনের জুতো ও গুহামানবদের মতো একটি বাদামী পোশাকে দেখা গিয়েছে তাঁকে।
কী বলছেন নেটিজেনরা?
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। নেটিজেনরা ভডিয়োয় নানা মন্তব্য করেছেন। এক ব্যক্তি বলেন, ‘কেন তিনি পাবলিক প্লেসে মানুষকে বিরক্ত করছেন? ইনি কি আমির খান? এটা কি কোনও প্রচার?' এক ব্যক্তি লেখেন, ‘দেখে তো আমির খান বলে মনে হচ্ছে না।’
আরও পড়ুন: অনুরাগীর ঠোঁটে চুমু খেয়ে বিতর্কে উদিত! 'বন্ধু আমার খিলাড়ি…' গায়ককে বাহবা অভিজিতের
এই ব্যক্তিকে আমির ভাবার একটি বড় কারণ হল, গুহামানবের পোশাকে সম্প্রতি আমিরের একটি বিজ্ঞাপন প্রকাশ্যে এসেছে। তাছাড়া ওই লুকের বেশ কয়েকটি ছবিও স্যোশাল মিডিয়ায় দেখা গিয়েছিল। আর সেই বিজ্ঞাপন এবং ছবিগুলি প্রকাশ্যে আসার পর পরই এই ভিডিয়ো প্রকাশ্যে আসতে ভক্তরা অনেকেই ধরে নিয়েছিলেন যে ভিডিয়োয় থাকা ব্যক্তিটি আমির খানই। বিজ্ঞাপনে দেখা যায়, আমির একটি এনার্জি ড্রিঙ্ক পান করে অন্য গুহামানবদের সঙ্গে নাচছেন। বিজ্ঞাপনটি ওই এনার্জি ড্রিঙ্কেরই ছিল। ছবিতে দেখা যায়, শুটিংয়ের জন্য তৈরি হওয়ার সময় আয়নার সামনে বসে আছেন তিনি।
সম্প্রতি, আমির এবং অভিনেতা আলি ফজল শনিবার ওয়ার্ল্ড পিকলবল লিগের জন্য একটি বিশেষ ম্যাচ খেলেছিলেন। সেই খেলার বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়া দেখা গিয়েছে।
আমিরের কাজ সম্পর্কে
আমিরকে আগামীতে ‘সিতারে জমিন পার’ ছবিতে দেখা যাবে। ছবিটি ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তিনি রাজকুমার সন্তোষী পরিচালিত ‘লাহোর ১৯৪৭’ ছবিটির প্রযোজনা করছেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। এই ছবির হাত ধরেই বহু বছর পর কামব্যাক করতে চলেছেন প্রীতি জিন্টা।
অদ্বৈত চন্দন পরিচালিত কমেডি ড্রামা ‘লাল সিং চাড্ডা’ (২০২২)-এ আমিরকে শেষবার দেখা গিয়েছিল। এটি ১৯৯৪ সালের মার্কিন ছবি ‘ফরেস্ট গাম্প’ -এর অফিসিয়াল রিমেক। এই ছবি আমির ছাড়াও ছিলেন কারিনা কাপুর, নাগা চৈতন্য ও মোনা সিং।