'পুষ্পা ২'- এর বিরাট সাফল্যের পর আল্লু অর্জুন তাঁর পরবর্তী ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। গুঞ্জন, অভিনেতা পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে নাকি তিনি কাজ শুরু করার প্রস্তুত নিচ্ছিলেন, কিন্তু কিছুটা বিলম্বের কারণে সময়সূচীতে কিছুটা পরিবর্তন হতে পারে। একটি প্রতিবেদন অনুসারে তিনি নাকি তাই এখন সম্ভবত পরিচালক অ্যাটলির পরবর্তীতে ছবিতে কাজ শুরু করতে পারেন।
আল্লু অর্জুন দীর্ঘদিন ধরে অ্যাটলির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এমন একটি সিনেমার জন্য পরিচালকের সঙ্গে তিনি যোগ দেবেন যেটাকে একটি উচ্চ-অক্টেন বাণিজ্যিক বিনোদন বলা যেতে পারে।
আরও পড়ুন: মা-বাবার ডিভোর্সের সাক্ষী! সানিয়া-শোয়েবের ৫ বছরের ছেলের কাছে চুমু নিয়ে এ কেমন আবদার ফারহার?
এদিকে, জল্পনা চলছে যে জাহ্নবী কাপুর এই ছবিতে প্রধান মহিলা চরিত্রে অভিনয় করতে পারেন। জাহ্নবী সম্প্রতি জুনিয়র এনটিআর- এর ‘দেবরা’ ছবিতে অভিনয় করেছেন। এই ছবির গান ‘চুট্টমাল্লে’র জন্য তেলেগু দর্শকদের মধ্যে এখন আলাদা করে নিজের জায়গা তৈরি করেছেন। তিনি বুচি বাবু সানা পরিচালিত রাম চরণের আসন্ন ছবিতেও অভিনয় করতে চলেছেন৷ আর এর মধ্যেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে অভিনেত্রী এখন তাঁর পরবর্তী ছবি আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করবেন। এই প্রসঙ্গে আল্লু, অ্যাটলি বা জাহ্নবী কেউই এখনও মুখ খোলেননি।
তবে এই ছবিতে জাহ্নবীকে প্রধান মহিলা চরিত্রে দেখা যাবে, এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর পর অ্যাটলির স্ত্রী প্রিয়া জন্মদিনের তাঁর সঙ্গে নায়িকাকে পার্টিতে করতেও দেখা গিয়েছিল। স্টারি ডুতে উপস্থিত বলিউডের তরুণ তারকাদের মধ্যে এই অভিনেত্রীও ছিলেন। তাছাড়াও সেখানে তাঁর বোন খুশি কাপুর, শিখর পাহাড়িয়া, তাঁর ভাই অভিনেতা বীর পাহাড়িয়া এবং অভিনেত্রী কাজল আগরওয়ালকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল।
আল্লু অর্জুন যখন অ্যাটলির পরবর্তী ছবিতে অভিনয় করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে, তাঁর মাঝেই শোনা গিয়েছে যে, পরিচালক সলমন খানের সঙ্গেও একটি অ্যাকশন ছবির করার বিষয়ে আলোচনা করছেন৷ ‘এ ৬’ নামের বড় বাজেটের ছবিটিতে বলিউড সুপারস্টারের বিপরীতে কিংবদন্তি অভিনেতা রজনীকান্তকে দেখা যাবে বলে জানা গিয়েছে।