২০২৩ সালেই ঘোষণা করেছিলেন তাঁদের বিচ্ছেদের খবর। পছন্দের জুটির বিচ্ছেদের খবর আকস্মিক পেয়ে শক পেয়েছিলেন তাঁদের অনুরাগীরাও। তারপর গঙ্গা, পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে। ডিভোর্সের বছর ঘুরতে না ঘুরতেই নতুন সঙ্গী খুঁজছেন জিতু কমল? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কী জানালেন?
আরও পড়ুন: হাত জোড় করে ভক্তের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ, ধরলেন কানও! কী হল হঠাৎ?
কী পোস্ট করলেন জিতু?
জিতু কমল এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, যা দেখে মনে হচ্ছে তিনি আবার নতুন সম্পর্কে জড়ানোর জন্য প্রস্তুত। সঙ্গী খুঁজছেন। একই সঙ্গে সেই পোস্টে জানিয়ে দিয়েছেন তাঁর কেমন সঙ্গী চাই। নবনীতার সঙ্গে বিচ্ছেদের পর এবার যে সঙ্গী খুঁজছেন তাঁর মধ্যে কী কী গুণ চাইলেন অভিনেতা?
আরও পড়ুন:
এদিন জিতু একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে তার দুই হাত দিয়ে মুখ ঢেকে বসে আছে। এই ছবিটির ক্যাপশনে অভিনেতা লেখেন, 'আমাকে দেখলে এইভাবেই সে লজ্জা পাবে। এমন একজন নারী চাই।' ফলে বুঝতেই পারছেন, অভিনেতা নিছক মজা করেছেন। নতুন সম্পর্কে যাওয়ার কোনও বিজ্ঞাপন দেননি। বরং মজা করেই এই পোস্ট করেছেন।
কে কী বলেছেন?
অভিনেতার এক মহিলা অনুরাগী লেখেন, 'আমি যদি বিবাহিত না হতাম তাহলে আপনাকে দেখে এভাবেই লজ্জা পেতাম।' আরেক ব্যক্তি লেখেন, 'নিজের মেয়ে হলে এরকম টাইপের বানাবেন। এমনিতে এসব মেয়ে দুষ্প্রাপ্য যে নিজের পুরুষকে লজ্জা পাবে।'
জিতুর আগামী কাজ
প্রসঙ্গত জিতু কমলকে আগামীতে একাধিক ছবিতে দেখা যাবে। এসকে মুভিজের প্রযোজনায় আসছে তবে একগুচ্ছ ছবি। তালিকায় আছে, বাবু সোনা, আমি আমার মতো, ইত্যাদি। তাঁকে শেষবার সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিতে দেখা গিয়েছে।
নবনীতা দাসের নতুন শুরু
বিচ্ছেদের বছর ঘুরতে নতুন শুরু করলেন নবনীতা দাস। নিজের বাড়ি কিনেছেন অভিনেত্রী। গৃহপ্রবেশের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের দেখিয়েছেন তিনি কীভাবে সাজিয়েছেন তাঁর নতুন বাড়ি।