জুন মাসে প্রেগন্যান্সির খবর দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন আলিয়া ভাট। বিয়ের আড়াই মাসের মাথায় ২৯ বছরের অভিনেত্রীর মা হওয়ার খবর যেন বিশ্বাসই করতে পারছিলেন না অনেকে। এবার আরেক নায়িকার মা হওয়ার খবর নিয়ে জোর চর্চা। তিনি আর কেউ নন, ক্যাটরিনা কাইফ। ২০২১-এর শেষেই চার হাত এক হয়েছিল।
কেন এমন খবর রটল হঠাৎ করে। আসলে অনেকদিন ধরেই দেখা মিলছে না অভিনেত্রীর। করণ জোহরের জন্মদিনের পার্টিতে তিনি আসেননি। বরের সিনেমা ‘ভূত পুলিশ’ নিয়ে ইনস্টায় পোস্ট করেছেন এক সপ্তাহ আগে। হঠাৎ কোথায় চলে গেলেন? আর তাই তো অভিনেত্রীর ইনস্টা ফলোয়ার্সদের মনে দানা বেঁধেছে সন্দেহ। ‘ক্যাটরিনা কি মা হতে চলেছে?’, ‘মনে হচ্ছে আরও একটা সুখবর আসবে’-র মতো নানা কমেন্ট পড়ছে ক্যাটের পুরনো পোস্টে। কারও তো এটাও মত, নিজের জন্মদিন ১৬ জুলাইতেই প্রেগন্যান্সির খবর দেবেন তিনি।
কাজের সূত্রে এরপর ক্যাটরিনাকে দেখা যাবে ‘ফোন ভূত’ ছবিতে, সিদ্ধান্ত চতুর্বেদি আর ইশান খট্টরের সঙ্গে। করোনার মাঝেই ঘোষণা হয়েছিল ছবির। শ্যুটিংও শেষ। ৭ অক্টোবর ছবির মুক্তি পাওয়ার কথা। এছাড়াও ফারহান আখতারের রোড ট্রিপ ড্রামা ‘জি লে জারা’-তে কাজ করবেন অভিনেত্রী। সঙ্গে থাকবেন আলিয়া ভাট আর প্রিয়াঙ্কা চোপড়া। যাদের মধ্যে একজন মা হয়েছেন বছরের শুরুতে (প্রিয়াঙ্কা), আরেকজনের সন্তান আসতে পারে নভেম্বরে (আলিয়া), এখন ক্যাটরিনাও সুখবর দিয়ে দিলে মন্দ হবে না কিন্তু!