বাংলা নিউজ > বায়োস্কোপ > Bigg Boss 16 Finale: সেরা তিন থেকে বাদ স্ট্যান এবং শিব? বিগ বস ১৬ সেরার শিরোপা প্রিয়াঙ্কার মাথায়?

Bigg Boss 16 Finale: সেরা তিন থেকে বাদ স্ট্যান এবং শিব? বিগ বস ১৬ সেরার শিরোপা প্রিয়াঙ্কার মাথায়?

বিগ বস ১৬ সেরার শিরোপা প্রিয়াঙ্কার মাথায়?

Bigg Boss 16 Finale: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বিগ বস ১৬ -এর ফিনালে। প্রিয়াঙ্কা, শিব, স্ট্যান, শালিন এবং অর্চনার মধ্যে চলছে লড়াই। সেরার শিরোপা জিতবে কে? এই উত্তরের আগেই শোনা যাচ্ছে সেরা তিনে নাকি ঠাঁই হয়নি স্ট্যান এবং শিবের।

শুরু হয়ে গেল বিগ বস ১৬ -এর মহারণ। সলমন খান সঞ্চালিত এই শোয়ে আজ প্রিয়াঙ্কা চাহার চৌধুরি, শিব ঠাকরে, এমসি স্ট্যান, শালিন ভানোত এবং অর্চনা গৌতমের মধ্যে ফাইনাল লড়াই জমবে। তার আগেই বিশেষ পারফরমেন্স করছেন প্রতিযোগীরা। অঙ্কিত গুপ্তর সঙ্গে প্রিয়াঙ্কা চৌধুরির একটা মিষ্টি পারফরমেন্স সকলের নজর কেড়েছে। শালিনও নজর কাড়লেন বিজলি গানে নেচে।

কিছুক্ষণ আগেই ফিনালের অনুষ্ঠান শুরু হল, কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা গুজব শোনা যাচ্ছে বিজয়ীকে নিয়ে। কারও মতে প্রিয়াঙ্কা চৌধুরি জিতেছেন। কেউ আবার বলছেন শিব ঠাকরে। ইতিমধ্যেই টুইটারে 'জিতে এসো প্রিয়াঙ্কা' ট্রেন্ড দেখা যাচ্ছে। সঙ্গে শোনা যাচ্ছে আরও একটি কথা।

দ্যা খবরি নামক একটি প্রোফাইলের তরফে টুইটারে পোলের আয়োজন করা হয়। নির্দিষ্ট সময়ের পর সেখানে বলা হয় ইতিমধ্যেই বিজয়ীকে সেটা নির্বাচিত হয়ে গিয়েছে, খুব শীঘ্রই সেই উত্তর জানানো হবে। তবে এই প্রোফাইলের তরফে ঘোষণার আগেই জানা গিয়েছে যে সেরা তিন প্রতিযোগীর মধ্যে নাকি নেই এমসি স্ট্যান এবং শিব ঠাকরে। তাঁরা বাদ হয়ে গিয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন অর্চনা গৌতম, এবং তৃতীয়তে শালিন। প্রথম হয়েছেন প্রিয়াঙ্কা।

<p>বিগ বস নিয়ে পোল</p>

বিগ বস নিয়ে পোল

অন্যদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের পোলের রেজাল্ট অনুযায়ী বিজয়ীর মুকুট প্রিয়াঙ্কা বা শিবের মাথাতেই উঠবে। ফলে দুই জায়গাতেই প্রিয়াঙ্কার নাম উঠে আসছে বিজয়ী হিসেবে। তবে এখনই নিশ্চিত ভাবে কিছুই বলা যাচ্ছে না আসলে কী হবে। কার মাথায় উঠবে সেরার শিরোপা? সঠিক উত্তর পেতে শোয়ের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই ভারতী সিং এবং ক্রুষ্ণা অভিষেক সলমন খানের সঙ্গে এই শোয়ের ফিনালে শুরু করেছেন। উপস্থিত হয়েছেন সাজিদ খান। জানা গিয়েছে রোহিত শেট্টি সহ আমিশা প্যাটেল, সানি দেওল উপস্থিত থাকবেন।

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.