উত্তাল সময়। চারিদিকে মন খারাপের মেঘ জমেছে। এর মাঝেই নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করছে সকলে। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অতি পরিচিত নাম আরাত্রিকা মাইতি। কুড়ির গণ্ডি এখনও পার করেনি অভিনেত্রী। তবে জি বাংলা-র ‘খেলনা বাড়ি’, ‘মিঠিঝোরা’র সুবাদে এখন ছোটপর্দার অতি পরিচিত নাম আরাত্রিকা।
সদ্য জীবনের নতুন মাইলস্টোন ছুঁয়েছেন আরাত্রিকা। নিজের কষ্টার্জিত টাকায় অভিসিক্তার কাছে ফ্ল্যাট কিনেছেন। তার মাঝেই চর্চা আরাত্রিকার জীবনে নাকি উঁকি দিচ্ছে প্রেম। কানাঘুষো আর সিঙ্গল নন অভিনেত্রী। বরং প্যাচপ্যাচে গরমেই আরাত্রিকার মনে বসন্তের হাওয়া বইছে।
অনস্ক্রিনে যখন তলানিতে রাইয়ের দাম্পত্য তখনই আরাত্রিকার জীবনে নতুন প্রেমের ছোঁয়া! চর্চা অভিনেতা আর্য দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন আরাত্রিকা। টেলিপাড়ার পরিচিত মুখ আর্য। শিশু অভিনেতা হিসাবে কাজ করেছেন তিনি, তাঁর নাচে মুগ্ধ সকলে। হালে ‘এটা আমাদের গল্পো’তে নজর কেড়েছেন তিনি।
আজকাল দুজনের সোশ্যাল মিডিয়াতে উঁকি দিলেই নজরে আসছে নাচের রিল ভিডিয়ো। রবিবারও ট্রেন্ডিং দক্ষিণী গানের তালে পা মেলালেন দুজনে। ‘উন্নাকু থান’ গানে স্টেপ ম্যাচ করলেন চর্চিত প্রেমিক জুটি।
এই পোস্টের ক্যাপশনে তিনটি ইমোজি যোগ করেছেন আরাত্রিকা। ওদিকে কমেন্ট বক্সে আর্য লিখেছেন, ‘আমার ডান্স পার্টনার বড্ড কম্পিটিটিভ’। হ্যাঁ, আপতত নিজেদের সম্পর্ককে এই নামই দিয়েছেন দুজনে। তবে এই ডান্স পার্টনারশিপটা আজীবনের! এমনটাই লিখেছেন তাঁরা।
কিছুদিন আগে অ্যাশ কিং-এর ‘হায় ওয়ে’ গানে মাঝরাস্তায় নাচতে দেখা গিয়েছিল আরাত্রিকা-আর্যকে। সেই ভিডিয়ো পোস্ট করে আর্যর সামনে আরাত্রিকা প্রশ্ন রেখেছিলেন, ‘তুমি কি আমার ডান্স পার্টনার হবে?’ নায়কের সটান জবাব- ‘চিরকলের জন্য…’।
সেই পোস্টের কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘এই জুটির উপর কারুর নজর না লাগুক’। কেউ জানতে চেয়েছেন, ‘তোমরা কি প্রেম করছো?’ আবার কেউ লিখেছেন, ‘রাইকে অনির্বাণের পাশেই সবচেয়ে বেশি মানায়’। ভক্তদের প্রশ্নের জবাব দেননি আরাত্রিকা। কিন্তু ঘনিষ্ঠমহলের দাবি, আপতত আর্যর প্রেমে ডুব দিয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, মিঠিঝোরার ট্র্যাক বলছে জটিল অপারেশনের পর হুইলচেয়ারে বাড়ির পথে রাই। নিজের ভুল বুঝে তাঁকে নিজের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চায় অনির্বাণ। যদিও সন্দেহবাতিক স্বামীকে সে স্পষ্ট জানিয়ে দিয়েছে- ‘এবার থেকে আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নেব’। অনির্বাণকে নিয়ে বিরক্ত মিঠিঝোরার ভক্তরা। অনেকের দাবি, অনির্বাণ নয় শৌর্যই রাইয়ের জীবনসঙ্গী হওয়ার যোগ্য।