বাংলা নিউজ > বায়োস্কোপ > Arunima-Rob: পর্দার বৌদিকেই মন দিল জয়রাজ? রব-অরুণিমার প্রেমচর্চার আগুন ঘি রচনার

Arunima-Rob: পর্দার বৌদিকেই মন দিল জয়রাজ? রব-অরুণিমার প্রেমচর্চার আগুন ঘি রচনার

প্রেম জমে ক্ষীর! 

Arunima-Rob: রবের ‘কাছের মানুষ’ অরুণিমা। চর্চিত প্রেম নিয়ে দিদির সামনে মুখ খুললেন রব। 

‘আয় তবে সহচরী’র বরফি হিসাবে লাইমলাইটে উঠে আসেন অরুণিমা। অন্যদিকে ‘পাণ্ডব গোয়েন্দা’র সুবাদে পরিচিতি রবের। গুঞ্জন ‘মন দিতে চাই’-এর শ্যুটিংয়ের ফাঁকে অনস্ক্রিন জামাইবাবুকে মন দিয়েছেন অরুণিমা। জি বাংলার 'মন দিতে চাই'-এর সেটে ‘মন দেওয়া-নেওয়া’ চলছে। এমন ঘোষণা এবার সেরে ফেললেন রচনা বন্দ্যোপাধ্যায়ও। সেলেবদের হাঁড়ির খবর জানার মামলায় দিদির জুড়ি মেলা ভার। আর অরুণিমা-রবের চর্চিত প্রেম কাহিনিতে ঘি ঢাললেন রচনা।

রবিবার ‘সান ডে ধামাকা’ এপিসোডে জোড়ি অদল-বদল হল দিদি নম্বর ১-এর মঞ্চে। 'মন দিতে চাই'-এর দুই জিজা-শ্যালিকা জুটিকে পাওয়া গেল একসঙ্গে। রিল লাইফে ‘দোয়েল’ শ্রীতমার স্বামী ‘জয়রাজ’ রব। কিন্তু এদিন গল্পের নায়িকা ‘তিতির’ অরুণিমা একসঙ্গে ধরা দিল জয়ের (রব) সঙ্গে। আবার তিতিরের স্বামীকে পাওয়া গেল শ্যালিকা শ্রীতমার পাশে। টেলিপাড়ায় বেশ কয়েক দিন ধরেই গুঞ্জন বাস্তবে প্রেম করছেন অরুণিমা-রব এবং ঋত্বিক-শ্রীতমা। দিদির মঞ্চে তাঁদের সম্পর্কের সমীকরণ খোলসা হল অনেকটাই। প্রকাশ্যে প্রেম নিয়ে এখনই কথা বলতে না-রাজ কেউই। দিদির সঙ্গে কথা বলতে গিয়ে রব জানান, বাবা-মা'র পর অরুণিমাই তাঁর সবচেয়ে ‘কাছের মানুষ’। এই বিশেষ বন্ধুত্বের কি নাম দেবেন?

ওদিকে ‘দিদি নম্বর ১’-এ রবের সঙ্গে ফ্রেমবন্দি একটি মুহূর্ত এবং নিজেদের আড্ডা দেওয়ার একটি পুরোনো ছবি রবিবার সোশ্যালে পোস্ট করেন অরুণিনা। আর মজা করে লেখেন- ‘২০২২ থেকে এনার্জি ড্রিঙ্ক খেয়ে, রাস্তায় বসে ফন্দি কষে… রব কি পারলো দিদি নম্বর ১ হতে?’

আরও পড়ুন-'ঋত্বিকদা কি বিশেষ বন্ধু?' ভক্তের প্রশ্নে কী উত্তর দিলেন শ্রীতমা

চলতি বছরের শুরু থেকেই মাথাচাড়া দিয়েছে এই জুটির প্রেমের গুঞ্জন। দু'জনে একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন এমনটা রটেছিল।  এর আগে লাভ লাইফ নিয়ে প্রশ্ন করা হলে রব জানান, ‘ভালোবাসার ক্ষেত্রে আমি সর্টেড।’ তবে অরুণিমার সঙ্গে প্রেম ও বেড়াতে যাওয়া গুঞ্জন  নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফাই দিয়ে বলেছিলেন, ‘আমরা অনেক দিনের বন্ধু। আমরা একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম এমনটা নয়। ও নিজের বন্ধুদের সঙ্গে গিয়েছিল, আমি নিজের বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম। তবে একই জায়গায় গিয়েছিলাম বলে ওখানে আমরা একসঙ্গে ঘুরেছি, এইটুকুই।’ আড়ালে ডেট করছেন তাঁরা? মানতে না-রাজ রব। তাঁর কথায়, 'আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক’।

মুখ বন্ধু রব জারি! কিন্তু ‘মন দিতে চাই’-এর সেটে কি বাস্তবেই মন দেওয়া-নেওয়াটা সেরে ফেলেছেন অরুণিমা আর রব? সেটা তো ভবিষ্যতই বলবে! 

বায়োস্কোপ খবর

Latest News

বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও ১২ বছর ধরে প্রতিদিন মাত্র ৩০ মিনিট ঘুমোন ব্যবসায়ী! কীভাবে সম্ভব ৮ বলেই ম্যাচ শেষ, ভুবিকে বিশাল ছক্কা হাঁকিয়ে দলকে ফাইনালে তুললেন সমীর- ভিডিয়ো পার্থ এখনও জেলে, মুক্তি পেলেন মানিক, মুখে চওড়া হাসি, বললেন সত্যমেব জয়তে শনি থেকে পরপর সরকারি অফিস বন্ধ! বিশ্বকর্মা পুজোয় ছুটি থাকবে? ব্যাঙ্ক কবে খোলা? ফিরছে কমিনে, হায়দার জুটি! বিশাল-শাহিদের যুগলবন্দিতে তড়কা 'ভাবি ২' তৃপ্তি দিমরি 'জুনিয়র ডাক্তাররা তো চেয়ার চাননি,যা বলেনি তা নিয়ে..' মমতাকে মনে করালেন বিমান বসু ‘জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য মানুষ মারা যাচ্ছেন…অনেক তিলোত্তমা তৈরি হচ্ছে’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.