চলছে Bigg Boss OTT-3। শুরু থেকেই চর্চায় রয়েছে এই এই রিয়েলিটি শো। এবার এই শোয়ে যে প্রতিযোগী জুটিকে নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে তা হল ‘মালিক পরিবার’। দুই বউ আরমান, কৃতিকাকে নিয়ে Bigg Boss-এ হাজির আরমান মালিক। বিগ বসের ঘরে আসার পর থেকে তাঁদের নিয়েই চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।
ইতিমধ্যেই বর আরমান ও একসময়ের বেস্টফ্রেন্ড থেকে সতীন কৃতিকাকে নিয়ে নানান কথা ফাঁস করেছেন পায়েল মালিক। তবে এরই মাঝে Bigg Boss নিয়ে সামনে এসেছে গুরুত্বপূর্ণ একটা খবর। সম্প্রতি বিগ বসের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, শোয়ের দ্বিতীয় বাদ পড়তে চলা প্রতিযোগীর নাম ঘোষণা করছেন অনিল কাপুর। যদিও তিনি কে, সেই নামটি প্রোমোতে প্রকাশ্যে আসেনি।
তবে তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশকিছু পোস্ট। যেখানে দাবি করা হচ্ছে। বিগ বস ওটিটি-৩র বাদ পড়া প্রতিযোগীটি হলেন পায়েল মালিক। যেকথা জেনে অবাক নেটিজেনরা। যদিও এবিষয়ে বিগবস কর্তৃপক্ষের তরফে কোনও কিছু জানানো হয়নি।
তবে বিগ বস ওটিটি-৩ সবথেকে সক্রিয় প্রতিযোগীদের মধ্যে অন্য়তম হলেন পায়েল মালিক। এমনকি সম্প্রতি তিনি বিগবসের ঘরের খাবার পছন্দ না হওয়ায় অনশনে যাওয়ার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে স্ত্রী পায়েলকেই সমর্থন করেছিলেন আরমান। এখন প্রশ্ন পায়েল যদি সত্যিই বাদ পড়ে থাকেন, তাহলে কি দ্বিতীয় বউ কৃতিকাকে নিয়ে বিগ বসের বাড়িতে থাকবেন আরমান? তবে অনেকের প্রশ্ন, যদি সত্য়িউ পায়েল বাদ গিয়ে থাকেন, তাহলে আরমান ও কৃতিকার হাঁড়ির খবর কীভাবে সামনে আসবে?
প্রসঙ্গত, চলতি সপ্তাহে বিগবসে বাদ পড়তে পারেন, এমন প্রতিযোগীদের মধ্যে ছিলেন লাভকেশ কাটারিয়া, পায়েল মালিক, দীপক চৌরাসিয়া, আরমান মালিক, সাই কেতন রাও, সানা সুলতান এবং শিবানী কুমারী। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহে মনোনীত প্রতিযোগীদের মধ্যে পায়েল মালিক-ই নাকি শো থেকে বাদ পড়েছেন। যদিও এবিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। এখন সকলেই এপিসোডটি সম্প্রচারের অপেক্ষায় রয়েছেন।