বাংলা নিউজ > বায়োস্কোপ > Sourav-Aishwarya: সৌরভের বাড়িতে আচমকা হাজির রজনী কন্যা! তবে কি সৌরভের বায়োপিক পরিচালনায় ঐশ্বর্য?

Sourav-Aishwarya: সৌরভের বাড়িতে আচমকা হাজির রজনী কন্যা! তবে কি সৌরভের বায়োপিক পরিচালনায় ঐশ্বর্য?

সৌরভের অতিথি ঐশ্বর্য

সোমবার সৌরভের বাড়িতে নৈশভোজের আড্ডায় শামিল হলেন রজনীকান্ত কন্যা ঐশ্বর্য। ব্যাপারটা কী? প্রশ্ন অনুরাগীদের। 

শহর জুড়ে এখন আইপিএল জ্বর। ইডেন গার্ডনে বসছে আইপিএলের প্লে-অফ এবং এলিমিনেটর ম্যাচ, সেই উপলক্ষ্যেই কলকাতায় হাজির রজনীকান্ত কন্যা ঐশ্বর্য ও তাঁর দুই পুত্র। সোমবার রাতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে হাজির ছিলেন ঐশ্বর্য। সেখানে ডিনার সারেন তারকা পরিচারক। পেশায় চলচ্চিত্র পরিচালক ঐশ্বর্য, তবে রজনীকান্তের কন্যা বা ধনুশের স্ত্রী হিসাবেই এতদিন লোকে বেশি চিনেছে তাঁকে। সম্প্রতি ধনুশের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন ঐশ্বর্য। এখন নিজের মতো করে জীবনটা গুছিয়ে নিচ্ছেন।

সৌরভের সঙ্গে ঐশ্বর্যর যোগাযোগ ছবির সূত্রে নয়, নিতান্তই ব্যক্তিগত। কী কারণে সৌরভের বাড়িতে নৈশভোজের আড্ডায় তিনি? সেই নিয়ে নানা মুনির নানা মত। সৌরভ ঘনিষ্ঠদের ধারণা ঐশ্বর্য সৌরভের বায়োপিক পরিচালনায় আগ্রহী ঐশ্বর্য। যদিও ইতিমধ্যেই সৌরভের জীবনীচিত্রের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে বলে খবর। তাই অনেকের মতে কেবলমাত্র সৌজন্য সাক্ষাৎ করতেই মহারাজের বাড়িতে হাজির ছিলেন থালাইভার মেয়ে। 

তামিল ছবি ‘৩’-এর সঙ্গে পরিচালনায় হাতে খড়ি ঐশ্বর্যর। এরপর ‘ভাই রাজা ভাই’-এর মতো ফিচার ফিল্ম, ‘সিনেমা ভীরান’-এর মতো তথ্যচিত্র পরিচালনা করেছেন ঐশ্বর্য।  

ঐশ্বর্য-ধনুসের দুই পুত্র, লিঙ্গা এবং যাত্রা দুজনেই মায়ের সঙ্গে পৌঁছেছিল সৌরভের বাড়িতে। লিঙ্গা বাস্কেটবল নিয়ে দারুণ উৎসাহী, ছোট ছেলের ঝোঁক আবার ক্রিকেটে।

উল্লেখ্য. সৌরভের বায়োপিক নিয়ে উৎসাহের শেষ নেই ফ্যানেদের মধ্যে। তবে এই ছবি চাক্ষুস করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে ভক্তদের জানিয়েছেন সৌরভ নিজে। এখনও ছবির চিত্রনাট্য লেখবার কাজই শেষ হয়নি। পর্দায় সৌরভের ভূমিকায় কাকে দেখা যাবে? সেই নিয়ে জল্পনার শেষ নেই। তালিকায় রয়েছে রণবীর কাপুর, সিদ্ধার্থ মালহোত্রাদের নাম। 

বন্ধ করুন