আবারও ফিরতে চলেছে স্টার জলসার জনপ্রিয় মেগা গুড্ডি ধারাবাহিকের হিট জুটি! নতুন রূপে আবারও একসঙ্গে দেখা যাবে শ্যামৌপ্তি মুদলি এবং রণজয় বিষ্ণুকে। আর সেই খবর এদিন দুই অভিনেতাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন। কিন্তু কোথায় আর কোন রূপে?
কী পোস্ট করেছেন রণজয়?
রণজয় বিষ্ণু এদিন তাঁর ইনস্টাগ্রামে শ্যামৌপ্তির সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন। কখনও অভিনেত্রীকে তাঁর বাহুডোরে দেখা গিয়েছে। কখনও অভিনেতার চোখে ডুব দিয়েছেন শ্যামৌপ্তি। নায়িকার পরনে আকাশি রঙের পোশাক। অন্যদিকে রণজয় পরেছেন বেইজ রঙের পোশাক এবং সঙ্গে নজর কেড়েছে তাঁর গলার হার। এই রূপে একাধিক ছবি পোস্ট করে তিনি লেখেন, 'শীঘ্রই আসছে...' আর সেখান থেকে শুরু হয় জল্পনা। তবে কি ফিরছে গুড্ডি জুটি? কিন্তু কোথায় দেখা যাবে তাঁদের? সিনেমা, সিরিয়াল নাকি অন্য কোথাও?
আরও পড়ুন: ফুলকি প্রথম কাজ নয় দিব্যানির! এর আগে কীসে দেখা গিয়েছিল অভিনেত্রীকে?
কোথায় দেখা যাবে গুড্ডি ধারাবাহিকের এই হিট জুটিকে?
আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে রণজয় বিষ্ণু জানিয়েছেন তাঁদের আগামীতে কোনও সিনেমা বা সিরিয়ালে দেখা যাবে না। বরং একটি মিউজিক ভিডিয়োতে দেখা যাবে। আর এই মিউজিক ভিডিয়োটির শ্যুটিং হয়েছে লাদাখে। তিন দিনের শ্যুট ছিল। অভিনেতার কথায়, 'সায়ন রায়ের পরিচালনায় এই মিউজিক ভিডিয়োতে আমরা একসঙ্গে আবার কাজ করলাম। গুড্ডি ধারাবাহিকে আমাদের রসায়ন পছন্দ হয়েছিল পরিচালকের। তাই আমাদেরকেই নিয়েছেন এই মিউজিক ভিডিয়োতে।' জানা গিয়েছে বুধাদিত্য মুখোপাধ্যায় এই গানটি লিখেছেন।
মিউজিক ভিডিয়ো হলেও রণজয় শ্যামৌপ্তিকে আবার একসঙ্গে দেখার আনন্দে ডগমগ তাঁদের ভক্তরা। এক ব্যক্তি লেখেন, ‘আহা! কতদিন পরে তোমাদের এই ভাবে দেখলাম! মন প্রাণ জুড়িয়ে গেল। চোখ ফেরাতে পারছি না। এভাবে সারাজীবন থাকলে খুব ভালো হতো।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘উফ, কি যে আনন্দ হচ্ছে, কতদিন পর তোমাদের আবার এক সাথে দেখতে চলেছি। তোমাদের দুজনকে কি দারুণ দেখতে লাগছে। তোমাদের জুটিকে বার বার ফিরে পেতে চাই। তোমাদের দুজনকে অনেক অনেক ভালোবাসা।’ তৃতীয়জন লেখেন, 'পছন্দের জুটি।'