রাম চরণ তাঁর দুর্ধর্ষ অভিনয় দিয়ে সকলের মন ইতিমধ্যেই জয় করে নিয়েছেন। আরআরআর ছবিতে তাঁর অভিনয় ছিল নজরকাড়া। ইতিমধ্যেই এই ছবি গোটা বিশ্ব জুড়ে রীতিমত হইচই ফেলে দিয়েছে। বর্তমানে তিনি অস্কারের জন্য প্রমোশন চালাচ্ছেন। তবে সেটা ছাড়াও আরও একটি কারণের জন্য তিনি চর্চায় উঠে এলেন। শোনা যাচ্ছে অ্যাটলি পরিচালিত ছবি জওয়ানে শাহরুখ খানের সঙ্গে রাম চরণকে দেখা যাবে।
সিয়াসত ডট কমের একটি রিপোর্টে জানানো হয়েছে যে দক্ষিণী সুপার স্টার রাম চরণকে জওয়ান ছবিতে দেখা যেতে চলেছে। যদি সত্যি এই ডিল বাস্তবায়িত হয় তাহলে এই প্রথমবার রাম চরণ এবং শাহরুখকে একসঙ্গে পর্দায় দেখা যেতে চলেছে। এই বিষয়ে উল্লেখযোগ্য রাম চরণকে তার আগে সলমন খান অভিনীত কিসি কা ভাই কিসি কী জান ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে।
জওয়ান ছবির নির্মাতারা এর আগে এই ছবির প্রস্তাব নিয়ে থালাপতি বিজয় এবং আল্লু অর্জুনের কাছে গিয়েছিলেন। কিন্তু তাঁরা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। নিজেদের অন্যান্য কাজের জন্য তাঁরা এই অফার পেয়েও সেটা নিতে পারেননি বলেই জানানো হয়েছে রিপোর্টে। এবার সেই প্রস্তাব গেল রাম চরণের কাছে।
সূত্রের মারফত জানা গিয়েছে অ্যাটলি পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের কাছে গিয়েছিলেন এই ছবির একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পার্টের অফার নিয়ে। কিন্তু নিজের ব্যস্ত শিডিউলের কারণে তিনি এই ছবির জন্য হ্যাঁ বলতে পারেননি চেয়েও। তাই তিনি অ্যাটলির অফার ফিরিয়ে দেন। তিনি আপাতত পুষ্পা ২ ছবিটি নিয়ে ব্যস্ত আছেন।
পুষ্পা ২ ছবিটিতে আল্লু অর্জুন ছাড়াও রশ্মিকা মন্দানা, ফাহাদ ফাসিল, প্রমুখকে দেখা যাবে। অন্যদিকে জওয়ান ছবিতে শাহরুখ ছাড়াও নয়নতারা, বিজয় সেতুপতি প্রমুখকে দেখা যাবে। এই ছবিতে কিং খান দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। দেশের বিভিন্ন প্রান্তে এই ছবিটির শ্যুটিং করা হয়েছে। জওয়ান একটি মশলাদার ছবি হতে চলেছে। এটির পরিচালনা করছেন অ্যাটলি।
বর্তমানে রান চরণ আরসি ১৫ এর শ্যুটিং নিয়ে ব্যস্ত। তাঁর সঙ্গে এখানে কিয়ারা আডবানিকে দেখা যাবে। তাঁকে শেষবার আচার্য ছবিতে দেখা গিয়েছিল।