বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman-Pooja: ইউলিয়া অতীত! হাঁটুর বয়সী এই নায়িকার সঙ্গে প্রেম করছেন সলমন?

Salman-Pooja: ইউলিয়া অতীত! হাঁটুর বয়সী এই নায়িকার সঙ্গে প্রেম করছেন সলমন?

সলমনের মনে এখন নতুন বসন্ত

Salman Khan's new love interest: এবার আর কোনও বিদেশিনী নয়, ২৪ বছরের ছোট দক্ষিণী সুন্দরীকে মন দিয়ে বসেছেন সলমন খান। জোর চর্চা বলিউডের অন্দরে। সত্যি কি তাই?

বয়স ষাটের দোরগোড়ায় কিন্তু এখনও বলিউডের মোস্ট এলিবেজল ব্যাচেলারের তালিকা থেকে নাম কাটা পড়েনি তাঁর। বিদেশি সুন্দরীদের প্রতি তাঁর মন যে দুর্বল তা সবার জানা। ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্ডেজ থেকে ইউলিয়া ভান্তুর- সলমনের জীবনে বিদেশি বান্ধবীর তালিকাটা বেশ দীর্ঘ। ফের নাকি সলমনের মন উড়ু উড়ু। কিন্তু এবার কোনও বিদেশিনী নন, সলমনের মন কেড়েছেন দক্ষিণী সুন্দরী! হ্যাঁ, বলিপাড়ার আনাচে-কানাচে কান পাতলে তেমন গুঞ্জন ভেসে আসছে। সলমনের নয়নের মণি এখন ২৪ বছরের ছোট এই নায়িকা।

কে এই সুন্দরী? তিনি আর কেউ নন সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ কো-স্টার পূজা হেগড়ে। শোনা যাচ্ছে আজকাল নাকি পূজাকে চোখে হারাচ্ছেন সলমন। বলিউডের অন্দরের এক ব্যক্তি শুক্রবার টুইটারে দাবি করেন, সম্পর্কে রয়েছেন সলমন ও পূজা। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। সেখানে উমের সান্ধু নামের ওই ফিল্ম সমালোচক দাবি করেন, ‘শহরের নতুন জুটি সলমন-পূজা! মেগাস্টার সলমন খান মন দিয়েছেন পূজা হেগড়েকে। সলমন খানের প্রোডাকশন হাউসের আগামী দুটি ছবির নায়িকা পূজা। একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা’।

এর আগে এই জনৈক দাবি করেছিলেন আদিপুরুষের সেটে কৃতী শ্যাননের প্রেমে পড়েছেন প্রভাস। পরে সেই নিয়ে কম হইচই হয়নি। এমনকী এক রিয়ালিটি শো-এর সেটে কৃতী-প্রভাসকে নিয়ে বরুণের বেফাঁস মন্তব্য, তারপর সেই নিয়ে কৃতী শ্যাননের সাফাই- লম্বা কাণ্ড ঘটে গিয়েছে।

<p>পূজা হেগড়ে</p>

পূজা হেগড়ে

(PTI)

বেশখানিক সময় পর ফের চর্চায় সলমনের প্রেম জীবন। ৩০ বছরেরও বেশি লম্বা কেরিয়ারের সলমনের জীবনে কম নারীকে নিয়ে চর্চা হয়নি। সেই তালিকায় এবার জুড়ে গেল ‘রাধে শ্যাম’ নায়িকা পূজা হেগড়ের নামও। যদিও সলমন ভক্তরা এই গুঞ্জনে কান দিতে না-রাজ।

দক্ষিণী ছবিতে প্রায় এক দশক ধরে কাজ করছেন পূজা। হৃতিক রোশনের ‘মহেঞ্জদারো’ ছবির সঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ‘হাউসফুল ৪’-এর মতো ছবিতে কাজ করেছেন। সামনেই মুক্তি পাবে পূজার ‘সাকার্স’। আগামী বছর ইদে মুক্তি পাচ্ছে সলমন-পূজার ‘কিসি কা ভাই, কিসি কি জান’। এই ছবিতে সলমন-পূজা ছাড়াও দেখা মিলবে শেহনাজ় গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, রাঘব জুয়ালদের। সলমন-পূজার এই প্রেমচর্চা ছবির কোনও প্রচার কৌশল কিনা তা অবশ্য জানা নেই! এখন দেখবার এই প্রেমের জল কোন দিকে গড়ায়।

বন্ধ করুন