ভুল ভুলাইয়া ৩ শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমা হলে। আর এটি বর্তমানে অন্যতম চর্চিত ছবি। আশা রাখা যাচ্ছে, বক্স অফিসেও বেশ ভালো দখল রাখতে সক্ষ হবে এটি। আর সিনেমা হলে ভুল ভুলাইয়া দেখতে গিয়ে বেশ চমক পেয়েছেন দর্শকরা। কারণ তাঁরা পেয়েছেন শাহরুখের জাওয়ান চরিত্রটির দেখা।
ক্লাইম্যাক্সের কিছু আগে আমরা শাহরুখের জওয়ানের মতোই একটা ব্যান্ডেজ জড়ানো কাওকে দেখা যায়। তবে শীঘ্রই সামনে আসে যে, সেটি মোটেও শাহরুখ খান নন। ব্যান্ডেজের পিছনে আছেন রাজপাল যাদব। সিনেমায় একটা চরিত্র মন্তব্যও করে, ‘ইয়ে ক্যায়সা জওয়ান হ্যায় জো সাহারা লেকার খাড়া ভি নেহি হো পা রাহা (এটা আবার কেমন ধরনের জওয়ান? ঠেকনা ছাড়া দাঁড়াতে পারছে না।’
দেখুন সেই দৃশ্য-
আপাতত এই দৃশ্য নিয়ে নানা মুনির নানা মত! একজন লিখেছেন, ‘জানি না অনুমতি নিয়ে করা হয়েছে কি না! তবে আমার একটুও ভালো লাগেনি’। আরেকজন লেখেন, ‘শাহরুখ খানের অপমান’। তৃতীয়জনের মন্তব্য, ‘সস্তা জাওয়ান’। চতুর্থজন লেখেন, ‘এরকমও তো হতে পারে কার্তিক ট্রিবিউট দিতে চায় অক্ষয়কে! এত রূঢ় হওয়ারও দরকার নেই।’
তবে বলে রাখা ভালো, শুধু জওয়ান নন, বেশ কিছু সিনেমার রেফারেন্স টেনেছেন কার্তিক আরিয়ান ও বিজয় রাজ। ভুল ভুয়ালাইয়া ৩-এর একটি দৃশ্যে কার্তিকের রুহ বাবা একটি পুরনো রাজপরিবারের প্রাসাদে ভ্রমণ করেছে। সেখানে সে এক তরুণ বংশধরের সঙ্গে দেখা করে, যে গর্বের সঙ্গে ঘোষণা করে যে, সে বাড়ির শেহজাদা। বিরক্ত রুহ জবাব দেয়, ‘কুছ ভি বোল পার ইয়ে শেহজাদা শব্দ না বোল’ (যা ইচ্ছে বল, প্লিজ শহেজাদা শব্দটি নয়)। এটি কার্তিকের ২০২৩ সালের ছবি শেহজাদার একটি রেফারেন্স ছিল, যা বক্স অফিসে ফ্লপ হয়েছিল।
পরে দেখা যায় রাজা সাব (বিজয় রাজ) তার প্রজাদের একটি ভোজ পরিবেশন করেন। তবে সেখানে তবে মুরগির পরিবর্তে কাকের মাংস ব্যবহার করেন। তার ছেলে চিৎকার করে বলে, 'কাউয়া বিরিয়ানি!' রেফারেন্সটি ২০০৪ সালের চলচ্চিত্র রানের, যেখানে বিজয় রাজের চরিত্রটিকে কাউয়া বিরিয়ানি খাওয়ানো হয়েছিল। দৃশ্যটি এখনও কাল্ট হিসেবে সকলের মনে গেঁথে আছে।
ভুল ভুলাইয়া ৩ মুক্তির দিন বেশ ভালো ব্যবসা করেছে। ১ নভেম্বর শুক্রবার মুক্তি পেয়েছে, বিকেল এবং সন্ধ্যার শোতে ৮০ শতাংশের উপর দর্শক টেনেছে। রিভিউ সেরকম ভালো না হলেও, দর্শককে আটকে রাখা যায়নি হরর কমেডি থেকে। আপাতত মনে করা হচ্ছে প্রথম দিনে রুহ বাবা আর মঞ্জুলিকাদের আয় ৩০ কোটির সামান্য বেশি।