সদ্যই সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছেন যে তিনি ব্রাত্য বসুর নাটক উইঙ্কেল টুইঙ্কেলকে বড় পর্দায় নিয়ে আসতে চলেছেন। জানা গিয়েছে সেখানে মুখ্য ভূমিকায় ঋত্বিকের সঙ্গে থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। আর সেই খবর প্রকাশ্যে আসার কিছুদিনের মধ্যেই শোনা যাচ্ছে আরও একটি ছবির জন্য জুটি বাঁধতে চলেছেন সৃজিত পরম। ভাবছেন কী? হেমলক সোসাইটি ছবিটির সিক্যুয়েল।
আরও পড়ুন: ‘ডেসপারেট না হলেই হল...’, কাস্টিং কাউচ নিয়ে কি ভিক্টিম শেমিং করে দিলেন রণিতা?
কী জানা গিয়েছে হেমলক সোসাইটি ছবিটির সিক্যুয়েল নিয়ে?
২০১২ সালে মুক্তি পেয়েছিল হেমলক সোসাইটি। মুখ্য ভূমিকায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিক। সেই সময় ছবিটি দারুণ হিট হয়েছিল। ছবিটির গানগুলো তো আজও দারুণ ভাবে জনপ্রিয়, সে এখন অনেক রাত বলুন বা ফিরিয়ে দেওয়ার গান। আমার মতে তোর মতো গানটিই বা কম যায় কীসে? এমন একটি ছবির সিক্যুয়েল পরিচালক আনতে চলেছেন বলেই জানা গিয়েছে।
এই ডার্ক কমেডি ছবিটির দুই প্রধান চরিত্র ছিল আনন্দ কর এবং মেঘনা সরকার। এই ছবিতে আত্মহত্যাকে প্রতিরোধ করে জীবন সচেতনতার সঙ্গে জীবনে ফেরার ডাক দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর আনন্দ করের জীবন কোন খাতে বয়ে গেল, কী ঘটল তাঁর সঙ্গে, তাঁর জীবনের পরর্বতী অধ্যায় কী ঘটল সেটাই নাকি এই ছবিতে তুলে ধরবেন সৃজিত। মুখ্য ভূমিকায় অর্থাৎ আনন্দ করের চরিত্রে সেই পরমকেই দেখা যাবে বলেই জানা যাচ্ছে। যদিও এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সবটাই ইন্ডাস্ট্রির অন্দরের জল্পনা।
তবে যেহেতু কোয়েল মল্লিক সন্তানসম্ভবা তাই তাঁর চরিত্রটি এই ছবিতে নাও থাকতে পারে বলে জানা গিয়েছে।
আপাতত সৃজিত মুখোপাধ্যায় উইঙ্কেল টুইঙ্কেল ছবিতেই মনোনিবেশ করেছেন। সেই ছবির কাজ শেষ হওয়ার পরই তিনি এই ছবির কাজে হাত দেবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ৪০০ কোটি আয়ের পর এবার দেশেও ২৫০ কোটির গণ্ডি পার ভুল ভুলাইয়া ৩ -র! কী হাল সিংঘম এগেনের?
সৃজিত মুখোপাধ্যায়ের আগামী কাজ
ডিসেম্বরে আসছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ভূস্বর্গ ভয়ঙ্কর। হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি। এছাড়া সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটিরও শ্যুটিং সেরে ফেলেছেন বহুদিন আগেই। এছাড়া জানা গিয়েছে SVF এবং রানা সরকারের যৌথ প্রযোজনায় আসবে তাঁর ছবি লহ গৌরাঙ্গের নাম রে। সেখানে উঠে আসবে চৈতন্যদেবের কথা। এবার পালা উইঙ্কেল টুইঙ্কেল ছবিটির। ব্রাত্য বসুর এই নাটকটি মঞ্চে পরিচালনা করতেন দেবেশ চট্টোপাধ্যায়। মুখ্য ভূমিকায় দেখা যেত দেবশঙ্কর হালদার এবং রজতাভ দত্তকে। বড় পর্দায় সেখানে ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাবে বলেই জানা গিয়েছে।