বাংলা নিউজ > বায়োস্কোপ > চুটিয়ে এই বলি-অভিনেতার সঙ্গে প্রেম করছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী? ভাইরাল হল ছবি

চুটিয়ে এই বলি-অভিনেতার সঙ্গে প্রেম করছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী? ভাইরাল হল ছবি

রিউমারড বয়ফ্রেন্ড আরসালান গোনির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সুজানের সেই ছবি। (ছবি সৌজন্যে -হিন্দুস্তানম টাইমস)

বলি-অভিনেতা আরসালান গোনির সঙ্গে নাকি গত কয়েকমাস ধরেই সম্পর্কে রয়েছেন সুজান খান।গত কয়েক মাস ধরেই এই দু'জনের সম্পর্ক নিয়ে উত্তাল বলিপাড়া।গুঞ্জনের আগুনে ঘি ঢালল আরসালানকে জড়িয়ে ধরে সুজানের তোলা একটি ছবি।

চুটিয়ে প্রেম করছেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খান, জোর গুঞ্জন বলিউডে। বলি-অভিনেতা আরসালান গোনির সঙ্গে সুজানের সম্পর্ক গত কয়েকমাস বলিপাড়ার অন্যতম চর্চিত বিষয়। প্রসঙ্গত, আরসালান গোনি সম্পর্ক টেলি স্টার আলি গোনির দাদা। হৃত্বিকের প্রাক্তন নিজেদের বিষয়ে কোনও মন্তব্য না করলেও সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁদের দু'জনের একটি ঘনিষ্ঠ ছবি। যে ছবিতে আলিঙ্গনরত অবস্থায় ধরা দিয়েছেন আরসালান ও সুজান।

দিন কয়েক আগের কথা। একটি বলিউড পার্টিতে একসঙ্গে হাজির হয়েছিলেন আরসালান এবং সুজান। ওই পার্টির অংশ ছিলেন একতা কাপুর, ঋদ্ধি ডোগরার মতো টিনসেল টাউনের বেশ চেনা মুখ। সেই পার্টির বেশ কিছু ছবি ছড়িয়েছে নেট দুনিয়ায়। এরমধ্যে দু'তিনটি ছবি দেখেই শুরু হয়েছে ফিসফাস। সেইসব ছবিতে দেখা যাচ্ছে সোফায় কখনও পাশাপাশি বসে আবার আরসালানকে জাপটে ধরে ক্যামেরার সামনে পোজ হাসিমুখে তাকিয়ে রয়েছেন সুজান। উল্লেখ্য, সম্প্রতি এক ওয়েব প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হওয়া একতা কাপুর প্রযোজিত 'ম্যাঁয় হিরো বোল রহা হুঁ' ওয়েব সিরিজের মুখ্যচরিত্রে দেখা গেছে আরসালানকে।

রিউমারড বয়ফ্রেন্ড আরসালান গোনির সঙ্গে সুজান। পাশে হাসিমুখে একতা কাপুর (ছবি সৌজন্যে -ফেসবুক)
রিউমারড বয়ফ্রেন্ড আরসালান গোনির সঙ্গে সুজান। পাশে হাসিমুখে একতা কাপুর (ছবি সৌজন্যে -ফেসবুক)

হৃত্বিক ও সুজানের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বেশ কয়েক বছর আগেই। যদিও তাঁদের মধ্যে বন্ধুত্ব অটুট। নিজেদের দুই সন্তান রেহান এবং রিধানকে একসঙ্গে মানুষও করছেন তাঁরা। সন্তানের দেখভালের স্বার্থে বিচ্ছেদের পরেও মাঝেমধ্যেই একসঙ্গে থাকেন এই প্রাক্তন জুটি। একে ওপরের বাড়িতে যাতায়াতের দ্বার এখনও অবাধ। কখনও বা ছুটি কাটাতেও দুই সন্তানের সঙ্গে দূরে কোথাও পাড়ি দেন হৃত্বিক-সুজান।

বন্ধ করুন