বাংলা নিউজ > বায়োস্কোপ > Urfi Javed: 'অশ্লীল' পোশাক পরায় দুবাইতে পুলিশি জেরার মুখে উরফি? বাতিল হতে পারে…

Urfi Javed: 'অশ্লীল' পোশাক পরায় দুবাইতে পুলিশি জেরার মুখে উরফি? বাতিল হতে পারে…

ফের বিতর্কে উরফি

Urfi Javed: ‘অশ্লীল’ পোশাক পরে দুবাইয়ের পাবলিক প্লেস-এ ভিডিয়ো শ্যুট, পুলিশি জেরার মুখে পড়তে হল উরফি জাভেদকে। 

উরফি জাভেদ আর বিতর্ক এখন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। এই ভাইরাল তারকার পোশাক নিয়ে হামেশাই চর্চা হয়। খোলামেখা পোশাক পরে বহুবার তোপের মুখে পড়েছেন উরফি। যদিও সেই নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই উরফির, ‘আমার শরীর, আমার ইচ্ছে’- এই কথাই বারবার বলতে শোনা গিয়েছে বিগ বস ওটিটি খ্যাত উরফি জাভেদকে।

বিকিনি পরে প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়ান উরফি, আবার কখনও গোপনাঙ্গ ঢাকেন মোবাইল ফোন বা রঙ দিয়ে। আপতত দুবাইতে রয়েছেন এই ফ্যাশনিস্তা। মরু শহরে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে পৌঁছেছেন উরফি, সেখানে পৌঁছে নায়িকার অসুস্থ হয়ে পড়ার খবরও সামনে এসেছে। এর মাঝেই জানা গেল চমকে দেওয়ার মতো খবর। খোলামেলা পোশাক পড়ে ভিডিয়ো শ্যুট করায় দুবাই পুলিশের রোষানলে এই বলিউড তারকা!

নিজের ডিজাইন করা একটা কাটা-ফাটা পোশাক করে ভিডিয়ো শ্যুট করছিলেন উরফি। তখনই বাধা দেয় পুলিশ। যদিও সমস্যা তাঁর পোশাক ঘিরে নয়, যে জায়গাতে উরফি ওই ভিডিয়ো শ্যুট করছিলেন সেটা সর্বসাধারণের ব্যবহারের জায়গা। আর ওই জায়গায় ওই ধরণের খোলামেলা পোশাক পরে ভিডিয়ো শ্যুট করবার অনুমতি নেই দুবাইয়ে।

নিজের বানানো একটি পোশাক পরে রিল ভিডিয়ো শুট করছিলেন। তাতেই আপত্তি জানায় পুলিশ। আপত্তির কারণ শুধুই উরফির পোশাক নয়। যে জায়গায় ওই ভিডিয়ো শুট করা হচ্ছিল সেটি সর্বসাধারণের ব্যবহারের জায়গা। সেখানে ওই পোশাক পরার অনুমতি নেই। সেই কারণে তাঁকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। শোনা যাচ্ছে, ভারতে ফেরার টিকিট বাতিল হতে পারে উরফির।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এক উরফি ঘনিষ্ঠ জানিয়েছেন, ‘উরফিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, দেখা যাক কী হয়!’। স্থানীয় প্রশাসনের জেরার মুখে পড়ায় উরফির দেশে ফেরার টিকিট বাতিল করা হতে পারে। গোটা বিষয় নিয়েই আপতত ধোঁয়াশা দেখা দিয়েছে, এই নিয়ে এখনও মুখ খোলেননি সোশ্যাল মিডিয়ায় বেজায় অ্যাক্টিভ থাকা উরফি।

‘স্প্লিটসভিলা’ তারকা এর আগে জানিয়েছেন দুবাই-তে গিয়ে ল্যারিনজাইটিস (Laryngitis)-এ আক্রান্ত হয়েছেন তিনি। সেই কারণে হোটেল রুম আর হাসপাতালেই সময় কেটেছে তাঁর। এখন এই নয়া বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখবার।

 

বন্ধ করুন